আপনি কি আইফোন ১৪ নিয়ে খুবই এক্সাইটেড.? এবং আপনি কি আইফোন ১৪ প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জানতে চাচ্ছেন.? আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স এর বাংলাদেশের দাম কত সেই সম্পর্কে।
বর্তমান সময়ে iphone হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ব্র্যান্ড কারণ আইফোনের উপরে এখন পর্যন্ত কোন ফোন জনপ্রিয় হতে পারেনি এর মূল কারণ হচ্ছে iphone এর সকল কিছু তারা নিজস্বভাবে তৈরি করে এবং তাদের নিজস্ব ডিজাইনে তারা একটি ফোন তৈরি করে থাকে। এবং তারা তাদের নিজস্ব প্রসেসর দিয়ে একটি ফোন তৈরি করে থাকে।
যদিও আইফোন অনেক আগে থেকেই জনপ্রিয় কিন্তু তারপরেও বর্তমানে iphone তাদের ফোনগুলোতে আনছে নতুনত্ব এবং নতুন সকল ডিজাইন যা দেখে গ্রাহকদের মাঝে নতুন ফোন কেনার উত্তেজনার সৃষ্টি হয় আর এই সুযোগ কাজে লাগিয়ে আইফোন সব সময় উপরে থাকে এবং গ্রাহকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে নেয়।
আর তাই আইফোন কোম্পানি প্রতি বছর তাদের একটি মডেল বাজারে পাবলিশ করে যা বাজারে আসার সাথে সাথেই তুমুল জনপ্রিয়তা তৈরি করে ফেলে বিশেষ করে বাংলাদেশের মানুষদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা বেশি হয় কারণ তারা আইফোন কে অনেক বড় কিছু মনে করে আর বাহিরের দেশের লোকেরা আইফোন কে নরমাল একটা বিষয় মনে করে কারণ তাদের টাকা আছে।
আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশে (iPhone 14 Pro Max Price in Bangladesh)
প্রতিবছর যেহেতু iPhone একটি করে তাদের মডেল বাজারে লঞ্চ করে সেতু ২০২২ সালেও তারা এর কোন কমতি রাখেনি এবার ২০২২ সালে লঞ্চ হতে যাচ্ছে আইফোন ১৪। আইফোন ১৪ এর মোট 4টি ভেরিয়েন্ট এ বের হবে এর মধ্যে হচ্ছে আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স এবং আইফোন ১৪ প্লাস।
আপনি যদি আইফোন ১৪ নিয়ে খুবই এক্সাইটেড হয়ে থাকেন এবং iPhone ১৪ প্রো মেক্সের এর বাংলাদেশের দাম জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য আজকের এই আর্টিকেলে আমরা মূলত আলোচনা করব আইফোন ১৪ বাংলাদেশ কবে আসবে এবং iphone 14 পরো ম্যাক্সের দাম কত সম্পর্কে আরো বিস্তারিত খুঁটিনাটি বিষয়ে।
২৫ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন
১০ হাজার টাকার মধ্যে Oppo মোবাইল
Vivo y21s বাংলাদেশে দাম কত
আপনি যদি আইফোন ১৪ সম্পর্কে সকল তথ্য জানতে চান বা iPhone 14 pro max সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন এবং iphone 14 প্রো মাক্স ফোনটি আপনার জন্য কেমন হবে সেটিও দেখে নিতে পারবেন আমাদের আজকের এই আর্টিকেল থেকে।
আইফোন ১৪ কবে আসবে বাংলাদেশে (Apple Iphone 14 Release Date in Bangladesh)
আপনি যদি গুগলে ঘাঁটাঘাটি করে থাকেন যে আইফোন ১৪ কবে আসবে বাংলাদেশে এবং সঠিক তথ্য না জেনে থাকেন তাহলে আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আইফোন ১৪ কবে আসবে সেই সম্পর্কে একটি বিস্তারিত মন্তব্য নিয়ে আশা করি আমরা যেই ডেট বলে দিব এই তারিখের মধ্যেই iphone 14 আপনারা বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন।
যেহেতু iPhone প্রতিবছরেই তাদের একটি মডেল বাজারে লঞ্চ করে তাই এবারেও তারা তাদের আইফোন ১৪ সিরিজের মডেলটি লঞ্চ করার কথা জানিয়েছে এবং আইফোন ১৪ তে রয়েছে কিছু ইউনিক ফিচার যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। যাই হোক চলুন দেখে নেয়া যাক আইফোন ১৪ প্রো ম্যাক্স বাংলাদেশের কবে আসবে।
প্রথমেই বলে নিচ্ছি আইফোন ১৪ প্রো ম্যাক্স বাংলাদেশ কবে আসবে সেই সম্পর্কে সঠিক বা একুরেট তথ্য এখন পর্যন্ত আইফোন কোম্পানি জানায়নি তবে বড় বড় ওয়েবসাইট গুলো থেকে যে সকল তথ্য জানা যায় বা তারা যে সকল তথ্য দেয় সেটির কাছাকাছি একটা সময়ের মধ্যেই।
কিন্তু যে কোন ফোন বাংলাদেশের বাজারে আসে ঠিক তেমনি তাদের ওয়েবসাইটগুলো দেখেই আমি আপনাদের জন্য একটি তারিখ ঘোষণা করব যে তারিখের মধ্যে হয়তো iphone 14 এর ফোনটি আপনারা বাংলাদেশের বাজারে দেখতে পাবেন।
বড় বড় ওয়েবসাইটগুলো ঘেটে দেখা গেছে তাদের মতামত অনুযায়ী আইফোন ১৪ সিরিজ প্রথম বাংলাদেশের বাজারে আসবে ১৬ই সেপ্টেম্বর ২০২২ তারিখে আপনারা যারা আইফোন ১৪ কেনার জন্য এক্সাইটেড বা আইফোন ১৪ কিনতে চাচ্ছেন তারা এখনই টাকা পয়সা রেডি করে 16 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আশা করা যাচ্ছে 16 সেপ্টেম্বরের মধ্যে iPhone 14 সিরিজ বাংলাদেশের বাজারে লঞ্চ হবে।
আইফোন ১৪ প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ। iPhone 14 Pro Max Price in Bangladesh
আপনি আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনটি নিয়ে খুবই এক্সাইটেড তাই আইফোন ১৪ প্রো ম্যাক্স এর দাম কত বাংলাদেশে বা বাংলাদেশে আইফোন ১৪ প্রো ম্যাক্সের দাম কত হতে পারে জানা আপনার জন্য খুবই প্রয়োজন। এই আর্টিকেলে আমরা আইফোন ১৪ প্রো ম্যাক্স এর সকল ফিচারস এর পাশাপাশি জানব আইফোন ১৪ প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে।

আপনি যদি iphone 14 pro max ফোনটি কিনতে চান তাহলে তেমন বেশি একটা দাম দিতে হবে না আগের ফোন গুলোর মতই কাছাকাছি দামে রাখা হয়েছে আইফোন ১৪ প্রো মেক্স এই ফোনটি তবে বাংলাদেশের যেহেতু এখন পর্যন্ত iPhone 14 প্রো ম্যাক্স ফোনের দাম অফিশিয়ালি বলা হয়নি তাই বাংলাদেশে কত টাকায় iPhone 14 পুরো ম্যাক্স পাওয়া যাবে সেটা বলা একটু মুশকিল।
আইফোন ১৪ প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ ২০২২ iPhone 14 Pro Max Bangladesh Price 2022
তবে বাংলাদেশের যেসব বড় বড় ওয়েবসাইট রয়েছে তারা যখন আইফোন ১৪ প্রো ম্যাক্স এর বাংলাদেশে দাম কত সেই সম্পর্কে তাদের ওয়েবসাইটে লিখে দিবে তখন আমরা আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবো যে iphone 14 প্রো ম্যাক্স এর বাংলাদেশে দাম কত।
তবে আইফোনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে আইফোন ১৪ প্রো ম্যাক্স এর ইউএসএ দাম ধরা হয়েছে ১০৯৯$ যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে এর দাম হয় ১০৫০০০ টাকা পাবে যদি আইফোন ১৪ প্রো ম্যাক্স বাংলাদেশে আসে তাহলে এর চেয়েও আরো বেশি দাম দিয়ে কিনতে হবে।
কারণ বাংলাদেশে আইফোন ১৪ প্রো ম্যাক্স আনার জন্য সরকারকে ভ্যাট দিতে হয় তারপর আরো অনেক ঝামেলা রয়েছে যেসব ঝামেলার সম্মুখীন হওয়ার কারণেই আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনটির দাম আরো বেড়ে যাবে। তবে চিন্তার কোন বিষয় নেই iPhone 13 pro max এর মতই এই ফোনটির দাম কাছাকাছি হবে তবে আইফোন ১৪ প্রো ম্যাক্স এর দাম iphone 13 pro max এর থেকে একটু বেশি হবে এটাই স্বাভাবিক।
আইফোন ১৪ প্রো ম্যাক্স এর ডিজিইন ও ডিসপ্লে (iPhone 14 Pro Max Design and display)
আমি জানি আপনি আইফোন ১৪ প্রো ম্যাক্স নিয়ে খুবই এক্সাইটেড আপনি জানতে চাচ্ছেন আইফোন ১৪ প্রো মেক্সের ডিজাইন ও ডিসপ্লে সম্পর্কে। আইফোন ১৪ প্রো মেক্সে মোট ৪ টি কালার ভেরিয়েন্ট এ পেয়ে যাবেন এর মধ্যে প্রথমটি হচ্ছে প্রসেস ব্ল্যাক, সিলভার, গোল্ড এবং ডিপ পারপেল আপনার যে কালার টি পছন্দ আপনি সেটি বেছে নিতে পারবেন।
আইফোন ১৪ প্রো মেক্সে পেয়ে যাবেন ডুয়াল ন্যানো সিম কার্ডের সুবিধা আর একই সাথে পাবেন সবচেয়ে ইউনিক একটি সুবিধা সেটি হচ্ছে ই-সিম সুবিধা যা আপনি কোন সিম না লাগিয়ে অনলাইন সিম ব্যবহার করে আপনি সবার সাথে কথা বলতে পারবেন আপনি যদি ই-সিম কি সে সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে গুগলে সার্চ করে দেখতে পারেন।
এবার আসি আইফোন ১৪ প্রো মেক্সের বিল্ড কোয়ালিটিতে আইফোন ১৪ প্রো মেক্সে ব্যবহার করা হয়েছে একটি ডুয়াল পাঞ্চহোল একটি ডিসপ্লে। এবং এটিতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ফ্রন্ট এবং ব্যাক সাইডে সাথে স্টিল ফ্রেম ব্যবহার করা হয়েছে। আইফোন ১৪ প্রো মেক্সের ওজন ২৪০ গ্রাম যা একটু বেশি বলে মনে হচ্ছে আমার কাছে তবে কয়েকদিন ব্যবহার করলেই এটা আপনার কাছে কম্ফোর্টেবল হয়ে যাবে।
Vivo y11 এর বাংলাদেশে দাম কত 2022
১০ হাজার টাকার মধ্যে শাওমি মোবাইল ২০২২
১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২
আইফোন ১৪ প্রো মেক্সে ব্যাবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে যার রেজুলেশন হবে 1290 x 2796 pixels এবং ডিসপ্লে টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়েছে LTPO Super Retina XDR OLED ডিসপ্লে এবং একই সাথে থাকবে ১২০ হার্জ রিফ্রেশ রেট একটি ডিসপ্লে।
আইফোন ১৪ প্রো মেক্সের এর ক্যামেরা ও ব্যাটারি (iPhone 14 Pro Max Camera and Battery)
আইফোন ১৪ প্রো মেক্সেও ব্যবহার করা হয়েছে মোট তিনটি ক্যামেরা যা আগের ফোনগুলোতেও এই একই সিস্টেমে ব্যবহার করা হয়েছিল তবে আইফোন ১৪ তে রয়েছে মেগাপিক্সেলের একটু তফাৎ এবং ক্যামেরা পারফরম্যান্স ও অনেকটাই উন্নত করা হয়েছে।
আইফোন ১৪ প্রো মেক্সের মেইন ক্যামেরা হিসেবে থাকবে ৪৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইট লেন্স এবং ১২ মেগাপিক্সেলের একটি ডেপ্থ সেনসর। এই ক্যামেরার মাধ্যমে আপনি সর্বোচ্চ ৪কে রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন।
আইফোন ১৪ প্রো মেক্সের ফ্রন্ট ক্যামেরা বা সামনের ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে মোট দুইটি ক্যামেরা এর মধ্যে একটি হচ্ছে ১২ মেগাপিক্সেলের এবং অন্যটি SL 3D আইফোন ১৪ প্রো মেক্সে ক্যামেরা নিয়ে কোন অভিযোগ রাখতে পারবে না তাদের গ্রাহকেরা এটাই তাদের প্রত্যাশা।
যদিও আইফোন ১৩ এর মতই সব কিছু ফিচার্স তবে এর মধ্যেও আইফোন ১৪ প্রো ম্যাক্স এ রয়েছে আলাদা কিছু ফিচার যা আপনার ফোন পারফরম্যান্স কে একটি অন্য লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে এবং এর ক্যামেরা পারফরম্যান্স সব দিক দিয়েই ২ এক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং আইফোন ১৪ প্রো মেকক্স এর সামনের ক্যামেরার মাধ্যমে ও আপনি চাইলে ৪কে রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন।
আইফোন ১৪ প্রো ম্যাক্স এর ব্যাটারি কত এম্পিয়ার? iphone 14 pro max battery capacity
আইফোন ১৪ প্রো ম্যাক্স এর ব্যাটারি সম্পর্কে তেমন কিছু তথ্য দেওয়া যাচ্ছে না কারণ সকল বড় ধরনের ওয়েবসাইটগুলোতেই তারা ব্যাটারি সম্পর্কে কোন নির্ধারিত এম্পিয়ার বলেনি যেটা আইফোন ১৪ প্রম্যাক্স এ থাকতে পারে। তবে ওয়েবসাইট থেকে যতটুকু জানা গেছে সেই হিসেবে ওয়েবসাইটে লেখা রয়েছে নন রিমুভএবল একটি লিথিয়াম আয়ন এর একটি ব্যাটারি।
তবে কিছু ভিডিও দেখে বোঝা গিয়েছে এই ফোনটির চার্জিং ব্যাকআপ অনেক বেশি থাকবে প্রায় ৭২ ঘণ্টার মতো তবে এটা কতটুকু সত্য সেটা এখন পর্যন্ত সঠিক তথ্য জানা যায়নি তবে যেহেতু ফোনটি একটি নতুন ফোন নিয়ে আসছে এবং অ্যাপেল কোম্পানি নিজেই বলেছে এই বছরের iphone 14 পুরো ম্যাক্স এর ব্যাটারি খুবই দুর্দান্ত হবে তাই বোঝাই যাচ্ছে এ কথাটি সত্যি হতে পারে।
আইফোন ১৪ প্রো ম্যাক্স এর পারফরম্যান্স: iPhone 14 Pro Max Performance
আইফোন ১৪ প্রো ম্যাক্স এর পারফরম্যান্স এর কথা বলতে গেলে iPhone 13 pro max এর থেকে অনেক বেশি উন্নত মানের প্রসেসর ব্যবহার করা হয়েছে এই আইফোন ১৪ প্রো ম্যাক্সে। আইফোন ১৪ প্রো ম্যাক্সে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে iOS 16, এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Apple A16 Bionic (4 nm)