আসসালামু আলাইকুম সম্মানিত পাঠক আশা করি ভালই আছেন। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের রক্তের গ্রুপ বি পজেটিভ, আর বেশিরভাগ রক্তের গ্রুপ-ডি পজেটিভ হওয়ার অনেকে এতে গরুর রক্ত বলে। তাই আপনি হয়তো google এ সার্চ করছেন গরুর রক্তের গ্রুপ কি? বা বি পজিটিভ নিয়ে আসলেই গরুর রক্ত এ বিষয়ে অনেকেই চিন্তিত।
তাই আপনাদের সকল চিন্তা দূর করতে আমাদের আজকের এই পোস্ট লেখা হয়েছে। আজকের এই পোস্টে আমরা মূলত আলোচনা করব B+ কি আসলেই গরুর রক্ত কিনা বা B+ রক্তকে কেন গরুর রক্ত বলা হয় এবং গরুর রক্তের গ্রুপ কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
আরো পড়ুনঃ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ধর্ম কোনটি
তাই আপনি যদি একজন বি পজিটিভ ব্লাড গ্রুপের লোক হয়ে থাকেন তাহলে আজকের পোস্ট অবশ্যই সম্পন্ন করুন তাহলে জানতে পারবেন আপনার রক্ত মানে বি পজেটিভ রক্তকে কেন গরুর রক্ত বলা হয়? চলুন তাহলে দেখে না যাক সম্পূর্ণ পোস্ট।

গরুর রক্তের গ্রুপ কি?
সাধারণত গরুর রক্তের গ্রুপ কি এই কথাটি তো হয়েছে মানুষের B+ রক্ত বেশি পাওয়া যায় এজন্য। অনেকেই মজা করে হাসি ঠাট্টা করে B+ রক্তেকে গরুর রক্ত বলে থাকে। মূলত অন্য সকল ব্লাড এর তুলনায় B+ ব্লাড বেশি পাওয়া যায় বলে B+ রক্তকে অনেকে গরুর রক্ত বলে থাকে। বাস্তবিকভাবে গরুর রক্তের গ্রুপ B+ নয় বরং গরুর রক্তের গ্রুপ হচ্ছে A, B, C, F, L, M, R, S, Tএবং Z এই ১১ টি রক্তের গ্রুপ হচ্ছে গরুর রক্ত।
তাই আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে অথবা আপনি নিজেই জানতে চান গরুর রক্তের গ্রুপ কি তাহলে আমি বলব গরুর রক্তের গ্রুপ হচ্ছে A, B, C, F, L, M, R, S, Tএবং Z এই ১১ টি রক্তের গ্রুপ গরুর শরীরে পাওয়া যায়। কোন B+ রক্ত গরু সরিয়ে নেই। এটি শুধুমাত্র মজা করে একে অন্যকে বলে থাকে।
আরো পড়ুনঃ মেয়েদের ভালোবাসলে কি পাওয়া যায়
আশা করি যারা এতদিন পর্যন্ত গ্রুপ সম্পর্কে জানতেন না তারা আজকের এই প্রশ্নের মধ্যে গরুর রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পেরেছেন। আপনার রক্তের গ্রুপ যদি হয় B+ এবং তখন আপনাকে যদি কেউ মজা করার উদ্দেশ্য বলে তোর রক্তের গ্রুপ হচ্ছে গরুর রক্ত তাহলে আপনি সাথে সাথে তাদের বলে দিবেন গরুর এই 11 টি রক্তের গ্রুপের কথা।
তাহলে সে বুঝতে পারবে আসলে B+ ব্লাড গরুর ব্লাড নয় এটি হচ্ছে মানুষের ব্লাড শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে একে গরুর রক্ত বলা হয়। তবে রক্ত যে গ্রুপেরই হোক এটি নিয়ে মজা করা উচিত নয় কারণ অনেক সময় দেখা যায় সমস্যায় পড়লে B+ রক্ত মাঝে মধ্যে পাওয়া যায় না তখন আর এই গরুর রক্ত কথাটা মুখ দিয়ে বের হবে না তখন এই বি পজেটিভ রক্ত পাওয়ার জন্যই যে কোন জায়গায় দৌড়াতে হতে পারে।
তাই যেকোন বিষয় নিয়ে মজা করা উচিত নয় কারণ এটি আপনি আর একটি জীবন মরণের চাবিকাঠি তাই এটি নিয়ে কখনোই মজা করবেন না। আশা করি যারা এটা নিয়ে মজা করতেন তারা এখন থেকে আর মজা করবেন না।
বি পজেটিভ কি আসলেই গরুর রক্ত
মূলত B+ কোন গরুর রক্ত নাই এটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে যাদের শরীরে বি পজেটিভ রক্ত রয়েছে তাদেরকে বলা হয়। তাই আপনি যদি জানতে চান বি পজেটিভ কি আসলেই গরুর রক্ত তাহলে আমি বলবো না এটি কোন গরুর রক্ত নাই এটি সম্পূর্ণ মানুষের রক্ত এবং এই রক্তই সবচেয়ে বেশি মানুষের মধ্যে পাওয়া যায়।
আরো পড়ুনঃকোন জায়গায় গেলে মানসিক শান্তি পাওয়া যায়
B+ কে গরুর রক্ত বলা হয় কেন?
B+ কে গরুর রক্ত বলা হয় কারণ এই ব্লাড অধিকাংশ মানুষের মধ্যেই বিদ্যমান তাই এই রক্ত সবার মাঝে বেশি পাওয়া যায় বলে একে গরুর রক্ত বলা হয়।
O+ কি গরুর রক্ত?
O+ কোন গরুর রক্ত নয়। মাঝে মধ্যে অনেকে মজা করার জন্য O+ ব্লাড গ্রুপকে গরুর রক্ত বলে। যদিও B+ রক্তকেই বেশি গরুর রক্ত বলা হয় তবে O+ কিংবা B+ এই দুটোর কোনটাই গরুর রক্ত নয়।
শেষ কথা
সম্মানিত পাঠক আশা করি আপনাদের বুঝাতে পেরেছি গরুর রক্তের গ্রুপ কি এবং B+ ও O+ কে কেন গরুর রক্ত বলা হয় এবং B+ কি আসলেই গরুর রক্ত কিনা এ সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি।
আশা করি গরুর রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পেরেছেন এবং B+ কি আসলেই গরুর রক্তের গ্রুপ কিনা সে সম্পর্কে জানতে পেরেছেন এরকম নিত্য নতুন অজানা প্রশ্নের উত্তর জানতে আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করতে পারেন আশা করি আপনার ভালো লাগবে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।