সম্মানিত পাঠক বৃন্দ আজকের এই আর্টিকেলে আপনারা জানতে পারবেন গুগল লেন্সে কি? (What is Google Lens In Bangla) গুগল লেন্স এর কাজ কি? গুগল লেন্স কিভাবে ব্যবহার করবেন? Google Lens কিভাবে ডাউনলোড করবেন? এইসব সকল খুঁটিনাটি বিষয়ে আমাদের আজকের আর্টিকেল সাজানো হয়েছে। আপনি যদি এখনো google লেন্স সম্পর্কে না জেনে থাকেন তাহলে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে থাকুন।
বর্তমান সময়ে প্রায় 90% মানুষের কাছেই স্মার্টফোন রয়েছে একটি স্মার্ট ফোন হাতে থাকা মানেই সেই ফোনটিতে রয়েছে গুগল এর সকল প্রোডাক্ট। আর আপনি হয়তো জানেন আমরা যখন ফোন কিনে আনি তখন থেকেই ম্যানুয়ালি ভাবে google এর কিছু প্রোডাক্ট ইন্সটল করা থাকে আবার অনেকগুলো প্রোডাক্ট আছে যা আপনার নিজেকে ইন্সটল করতে হয়।
ঠিক তেমনি google এর এই একটি প্রোডাক্ট হচ্ছে গুগল লেন্স। বর্তমান বাংলাদেশের প্রায় 90% মানুষ Google Lens সম্পর্কে জানেনা বা google লেন্স কিভাবে ব্যবহার করতে হয় সেটিও জানেনা। কিন্তু google লেন্স যে কতটা উপকারী একটি অ্যাপস সেটা যদি সে জানতো তাহলে সাথে সাথে তার ফোনে গুগলের এই প্রোডাক্টটি ইন্সটল করে নিত।
আমাদের দৈনন্দিন জীবন যাপনের জন্য মোবাইলে আমরা অনেক ধরনের কাজ করে থাকি বা আমাদের অনেকগুলো কাজ মোবাইলের মাধ্যমে সহজলভ্য করার জন্যই মূলত আমরা প্রতিনিয়তই নানা ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে আসছি ঠিক তেমনি google lens একটি কার্যকরী অ্যাপস যার মাধ্যমে আপনি আপনার অনেক প্রয়োজনীয় কাজ করতে পারবেন খুব কম সময়ের মধ্যে। যদি google লেন্স সম্পর্কে এখনো না জেনে থাকেন তাহলে এই আর্টিকেলটি সম্পন্ন করতে থাকুন।
গুগল লেন্সে কি? (What is Google Lens in Bangla)
গুগল লেন্স কি এটা যদি সংক্ষেপে বলতে চাই তাহলে বলা যায় Google Lens হচ্ছে শুধুমাত্র একটি ক্যামেরা যার মাধ্যমে আপনার হাতের কাছে থাকা সকল কাজ সহজলভ্য করার জন্য ব্যবহৃত হয়। এমনকি Google Lens এর মাধ্যমে আপনার আশেপাশের জগতকে সহজলভ্য ভাবে চেনার জন্য এটি ব্যবহার করা হয়।

Google Lens সম্পর্কে আরো সংক্ষেপে বলতে গেলে Google Lens হচ্ছে এমন একটি অ্যাপ যার মাধ্যমে কোনরকম টাইপিং ছাড়াই আপনি যেকোনো ছবি ব্যবহার করে সেই ছবির সকল তথ্য এক ক্লিকের মাধ্যমেই জানতে পারবেন মাত্র একটি সার্চের মাধ্যমে।
Google Lens হচ্ছে এমন একটি ক্যামেরা যেটি বিশ্বের যেকোন ছবি ফিল্টার করার পরে সেটিকে কনফার্ম করে দিতে পারবে যে এটি কিসের ছবি এবং এই ছবিটির রিলেটেড কিছু ছবি সে তার অ্যাপের মধ্যে শো করাবে আর খুব সহজেই আপনি সেই জিনিসটি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন
- মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম
- ১০০০ টাকার মধ্যে ভালো রাউটার
- মোবাইলের নোটিফিকেশন বন্ধ করার উপায়
- ১০ হাজার টাকার মধ্যে ভালো ফ্রিজ
Google Lens সম্পর্কে বলতে গেলে আরো অনেকভাবেই অনেক কিছু বলা যায় কারণ Google Lens এর অনেকগুলো গুণাগুণ রয়েছে অবশ্যই আমরা সকল গুনগুলো সম্পর্কে জানব তাই আপনাকে অবশ্যই এই আর্টিকেলটি সম্পন্ন পড়তে হবে।
Google Lens এর কি কি ফিচার রয়েছে.?
আপনি তো এতক্ষণ শুনে আসলেন গুগল লেন্স আসলে কি? কিন্তু আপনি কি জানেন গুগল লেন্সে কি কি ফিচার ব্যবহার করা হয়েছে বা গুগল লেন্সের মাধ্যমে আপনি কি কি সুবিধা পেতে পারেন? হ্যাঁ বন্ধুরা আপনি চাইলেই গুগল লেন্স ব্যবহার করে অনেকগুলো সেবা নিতে পারবেন চলুন যেখানে যাক গুগল লেন্সের ফিচারস সমূহ
- গুগল লেন্স এটি একটি ফটো স্ক্যানিং অ্যাপ তাই এটির মাধ্যমে আপনি যে কোন ফটো স্ক্যান করতে পারবেন
- Google Lens ব্যবহার করে যে কোন লেখাকে লাইভে ট্রান্সলেট করে ফেলতে পারবেন
- আপনি যদি ছবি থেকে লেখাগুলোকে টেক্সটে পরিণত করতে চান তাহলে গুগল লেন্স ব্যবহার করে ছবি থেকে টেক্সট এ রূপান্তর করতে পারবেন
- আপনি অনলাইনে শপিং করার সময় যদি কোন জিনিস খুঁজে না পান কিন্তু ছোট্ট একটু কুলো রয়েছে তাহলে সেটিকে একটু স্ক্যান করলেই আপনি আপনার শপিংয়ের পণ্যটি পেয়ে যেতে পারেন
- আপনি আপনার হোমওয়ার্কের কাজেও এই গুগল লেন্স ব্যবহার করতে পারেন
- এমনকি রেস্টুরেন্টের মেনু সম্পর্কেও জানতে পারবেন শুধুমাত্র একটি স্ক্যান করার মাধ্যমে
Google Lens কিভাবে কাজ করে? (How does Google Lens work?)
আপনি হয়তো জানেন না গুগল লেন্স কিভাবে কাজ করে? আপনি যদি Google Lens এর কাজ সম্পর্কে জানেন তাহলে অবাক হয়ে যাবেন। কারণ আমরা সকলেই জানি আমরা প্রতিনিয়ত যে সব ওয়েবসাইট ব্যবহার করছি বা যেসব তথ্য ওয়েবসাইট থেকে ইউটিউব থেকে আরো অনেক অনেক জায়গা থেকে নিচ্ছি বা জানছি সকল কিছুই গুগলের কাছে রয়েছে।

সেটা হতে পারে কোন জায়গা, কোন একজন বিশেষ ব্যক্তি, অথবা কোন একটি বিশেষ দিন, এমনকি কোন একটি জনপ্রিয় মানুষ, অথবা একটি পছন্দের খাবার, আরো অনেক কিছুই হতে পারে যেগুলো সবই গুগলের কাছে স্টোর করা রয়েছে আপনি চাইলেই যে কোন সময় সার্চ করে সকল বিষয় সম্পর্কে গুগল থেকে জেনে নিতে পারবেন।
তাহলে প্রশ্ন হচ্ছে এখানে গুগল লেন্স কিভাবে কাজ করে? আসলে গুগল লেন্সের কাজ হচ্ছে তাদের ডাটা সেন্টার এ যে সকল তথ্য রয়েছে তার মধ্যে যে কোন তথ্য যদি আপনি ফটোর মাধ্যমে স্ক্যান করে কোন তথ্য সম্পর্কে জানতে চান আর সেই তথ্যের উত্তর যদি গুগলের কাছে থেকে থাকে তাহলে আপনার সেই ফটোতে যে তথ্যটি রয়েছে সে তথ্যটির উত্তর অথবা সেই ফটো অনুসারে একটি ফটো গুগল আপনার কাছে শো করাবে।
আর যেই ফটোটি আপনার কাছে শো করাবে সেই পটোর মাধ্যমেই আপনি আপনার প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানতে পারবেন যে আপনি কি সম্পর্কে গুগলে সার্চ করতে চাচ্ছেন।
তবে এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন আপনি যেই বিষয়ে সম্পর্কে ফটো তুলে Google Lens স্ক্যান করে সেই বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন যদি সেই বিষয় সম্পর্কে গুগলের কাছে কোন ইনডেক্স করা তথ্য না থাকে তাহলে কিন্তু আপনাকে Google Lens কোন ধরনের কোন সাহায্য করতে পারবে না হয়তো অন্য কোন ফটো দেখাবে কিন্তু সঠিক ফটো পেতে হলে অবশ্যই গুগলের কাছে আগে থেকে ইনবক্স করা তথ্য থাকতে হবে।
কিভাবে গুগল লেন্স ব্যবহার করতে হয়? (How to use Google Lens)
গুগল লেন্স মূলত কয়েকটি উপায়ে ব্যবহার করা যায়। গুগল লেন্স আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে লাইভে ছবি তুলে সেটিকে স্ক্যান করতে পারবেন। অথবা আপনার ফোনে থাকা গ্যালারির ছবিগুলো Google Lens অ্যাপ এর মাধ্যমে স্ক্যান করাতে পারবেন।
এমনকি Google Lens আপনি আপনার ফোনের হোম সেকশনে ট্যাব আকারে ব্যবহার করতে পারবেন যেখান থেকে মাত্র এক ক্লিকেই আপনি গুগল লেন্সে প্রবেশ করতে পারবেন। গুগল লেন্সে ছবি ইমপোর্ট করার জন্য গুগল ফটোস সবচেয়ে সুবিধাজনক একটি অ্যাপস কারণ Google Fhotos এর মাধ্যমে যেকোনো ফটো ওপেন করে কর্নারে ক্লিক করে Google Lens আইকনে ক্লিক করলেই আপনি সেই ফটোটিকে খুব সহজেই স্ক্যান করতে পারবেন।
এরপরে আপনি যেই ফটো স্ক্যান করেছেন সেটি থেকে যদি কোন টেক্সট আপনি কালেক্ট করতে চান তাহলে সেই ফটোটি স্ক্যান করে নিচের দিকে লেখা দেখতে পাবেন টেক্সট নামের একটি অপশন সেখান থেকে ক্লিক করে ফটোটি থেকে টেক্সগুলো কপি করে নিতে পারেন খুব সহজেই।
তবে আপনি যদি গুগল লেন্স ব্যবহারের পাশাপাশি এটিতে একটু বেশি বেনিফিট পেতে চান বা একটু প্রিমিয়ামফিল পেতে চান তাহলে অবশ্যই আপনাকে Google Lens Apps ইন্সটল করে নিতে হবে প্লেস্টোর থেকে।
গুগল লেন্স এর সুবিধা (Benefits of Google Lens)
এতক্ষণ আমরা জানলাম Google Lens এর ব্যবহার কি? এখন আমরা জানবো গুগল লেন্সের সুবিধাসমূহ কি কি? মূলত গুগল লেন্সের অনেকগুলো সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট যেকোন ফটকে স্ক্যান করতে পারবেন।
যে কোন ফটো তুলে গ্যালারিতে না নিয়েই আপনি সরাসরি গুগল লেন্স এর মাধ্যমে স্ক্যান করে আপনি সেই ফটো সম্পর্কে সকল খুঁটিনাটি তথ্য এক ক্লিকের মাধ্যমেই জানতে পারবেন তাতে আপনার ফোনের জায়গাও ভরবে না আবার আপনি ছবি তুলে তাই স্ক্যান করে একই সাথে সেটি সম্পর্কে জেনে নিতে পারবেন মূলত এটি হলো তার সবচেয়ে বড় সুবিধা।
Google Lens এর মাধ্যমে বারকোড স্কান (Barcode scan on Google Lens)
গুগল লেন্সের মাধ্যমে আপনি যে কোন বারকোড নিমিষেই স্ক্যান করে সেই কোডটি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন। আপনি হয়তো প্রতিনিয়তই দেখে থাকবেন আপনারা অনেক পণ্যর গায়ে কিছু কালো রঙের বার কোড দেওয়া রয়েছে আপনি যদি সেই পণ্যটি সম্পর্কে বিস্তারিত জানতে চান বা এই পণ্যের মধ্যে কি কি ব্যবহার করা হয়েছে সেটি সম্পর্কে জানতে চান।
পণ্যটির কোম্পানির সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে সেই বারকোডটি আপনি google লেন্সের মাধ্যমে স্ক্যান করাতে পারেন তাহলে গুগল লেন্স সেই বারকো ড দেখে আপনাকে সেই পণ্যটি সম্পর্কে এ টু জেড ধারণা দিয়ে দিবে।
গুগল লেন্স ব্যবহার করে ছবি থেকে টেক্সট কপি করা
আমাদের অনেক সময় অনেক ছবি থেকে সেই ছবির টেক্সটগুলোকে কপি করার প্রয়োজন পড়ে কিন্তু কিভাবে ছবি থেকে টেক্সট কপি করা যায় আপনি হয়তো সে সম্পর্কে কিছুই জানেন না। তবে যদি আপনি আপনার প্রয়োজনের সময় যে কোন ছবি থেকে লেখাগুলো কপি করতে চান তাহলে গুগল লেন্স আপনাকে অনেক বড় ধরনের সাহায্য করতে পারে।

কারণ গুগল লেন্স এর একটি ফিচার হচ্ছে ফটো থেকে টেক্সট বের করে আনা আপনি যদি যেকোনো ছবি থেকে লেখা কপি করে আনতে চান তাহলে গুগল লেন্সের ব্যবহার করতে পারেন চলুন দেখে নেয়া যাক কিভাবে গুগল লেন্সের মাধ্যমে ফটো থেকে টেক্সট এ পরিবর্তন করা যায়।
- প্রথমে আপনি যেই ছবি থেকে text বের করতে চান সেটিকে গুগল লেন্সের মাধ্যমে স্ক্যান করিয়ে নিন
- ছবিটি স্ক্যান করানো হয়ে গেলে আপনি ছবিতে থাকা সকল লেখাগুলো টেক্সট আকারে দেখতে পাবেন
- এবার আপনি যেই লেখাটি কপি করতে চান সেই লেখাটিকে সিলেক্ট করুন বা মার্ক করুন
- একবার নিচের দিকে গেলে নিচের দিকে দেখতে পাবেন Text to copy বলে একটি বাটন সেখানে ক্লিক করুন।
- Text to copy বাটনে ক্লিক করলেই আপনার লেখাটি কপি হয়ে যাবে এরপর আপনি আপনার নোটপ্যাডে সেটিকে সেভ করে রাখতে পারেন অথবা কাউকে যদি পাঠাতে চান তাকে পাঠিয়ে দিতে পারেন