আপনি কি নগদ মোবাইল ব্যাংকিং ব্যবহার করছেন? নগদ ব্যালেন্স চেক করার নিয়ম বা নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন? এখান থেকে নগদ অ্যাকাউন্ট দেখার কোড ও Nagad balance check code দেখে নিতে পারবেন এবং কিভাবে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে হয় সে সম্পর্কে জানতে পারবেন।
যেহেতু আপনি নগদ মোবাইল ব্যাংকিং ব্যবহার করছেন সেহেতু এটি পরিচালনা করার দায়িত্ব আপনার বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং হচ্ছে বিকাশ ও নগদ। তাই আপনি যদি একজন নগদ মোবাইল ব্যাংকিং ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই ব্যাংকিং এর মাধ্যমে আপনি টাকা পাঠানো, বিল পেমেন্ট, রিচার্জ, ব্যাংক থেকে টাকা নিয়ে আসা সকল কাজই করতে পারবেন।
আরো পড়ুনঃ নগদ থেকে মোবাইল রিচার্জে ১০ টাকা ক্যাশব্যাক
কিন্তু এই কাজগুলো করতে হলে অবশ্যই আপনাকে নগদ ব্যবহার করা জানতে হবে কিভাবে টাকা পাঠাবেন কিভাবে রিচার্জ করবেন কিভাবে ব্যাংক থেকে নগদে টাকা আনবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিভাবে নগদের ব্যালেন্স দেখবেন বা ব্যালেন্স চেক করবেন তাই আপনি যদি ব্যালেন্স লিখতেন না পারেন আমাদের এই নিবন্ধন থেকে নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে জানতে পারেন।

নগদ একাউন্ট দেখার নিয়ম 2023 | Nagad Account Balance Check 2023
নগদ একাউন্ট দেখার জন্য প্রথমত আপনার ফোনে ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *১৬৭# অথবা *167# একাউন্ট দেখতে My Nagod সিলেক্ট করুন এবং Balance Enquiry সিলেক্ট করে Enter PIN এ 4 সংখ্যার পিন নাম্বার দিয়ে Send বাটনে ক্লিক করলেই নগদ একাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন।
আরো পড়ুনঃ নগদে ২০ টাকার রিচার্জে ১০ টাকা ক্যাশব্যাক
নগদ একাউন্ট দেখার নিয়ম বলতে আমরা সাধারণত নগদের বর্তমান ব্যালেন্স কত রয়েছে এটা দেখার নিয়ম বুঝে থাকি তাই আপনি যদি আপনার নগদের বর্তমান ব্যালেন্স চেক করতে চান বা নগদ একাউন্ট দেখতে চান যে নগদ একাউন্টে কত টাকা রয়েছে তাহলে উপরে দেখানো নিয়ম ফলো করে আপনি খুব সহজেই Nagad Balance Check করতে পারবেন।
যেহেতু বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ তাই এর ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি যদিও বিকাশ মোবাইল ব্যাংকিং ব্যবহারকারী সংখ্যাও রয়েছে অনেক বেশি তবে খুবই অল্প সময়ের মধ্যে নগদ তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে অনেক দূরে এগিয়ে নিয়েছে।
এবং খুবই চমৎকার সুযোগ সুবিধার কারণে মূলত তারা এত তাড়াতাড়ি এত দূরে আসতে পেরেছে। নগদে প্রতিনিয়ত কম টাকায় লেনদেন করা যায়। কোন খরচ ছাড়াই ব্যাংক থেকে নগদে টাকা আনা যায় আর এই সকল সুবিধার জন্যই মূলত নগদ এতটা জনপ্রিয় তাই আপনারা যারা নগদ ব্যবহার করেন তাদের জন্য নগদ একাউন্ট চেক করাটাও জরুরী।
নগদ একাউন্ট মূলত দুটি পদ্ধতিতে চেক করা যায় 1. USSD কোড ডায়াল করে 2. My Nagad এপস ব্যাবহার করে। যাদের স্মার্টফোন নেই তারা খুব সহজেই বাটন ফোনের মাধ্যমে ইউএসএসডি কোড ডায়াল করার মাধ্যমে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করা সহজ সকল কাজেই করতে পারবেন।
চলুন আমরা এবার কিভাবে বাটন মোবাইল দিয়ে ইউএসএসডি কোড ডায়াল করে নগদ ব্যালেন্স দেখবেন সেই সম্পর্কে বিস্তারিত জানবো এরপরে মাই নগদ অ্যাপস ব্যবহার করে কিভাবে নগদ ব্যালেন্স দেখবেন বা ব্যালেন্স চেক করবেন সেটি দেখব চলুন তাহলে প্রথমেই ইউএসএসডি কোড দিয়ে নগদ ব্যালেন্স চেক করার নিয়ম দেখে নেই।
ইউএসএসডি কোড দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম | Nagad Account Balance Check by USSD Code
USSD কোড দিয়ে নগদ একাউন্ট দেখার জন্য আপনার ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *167# এবার নগদ একাউন্ট দেখতে 7 বা My Nagod সিলেক্ট করুন এবং 1 বা Balance Enquiry সিলেক্ট করে 4 Digit পিন নম্বর দিয়ে Send এ ক্লিক করলেই নগদ একাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন।
আরো পড়ুনঃ রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড
ইউএসএসডি কোড ডায়াল করে খুব সহজেই নগদ একাউন্টের ব্যালেন্স দেখা যায় আমরা উপরের দিকে খুবই সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনি আপনার বাটন ফোন অথবা স্মার্ট ফোনে ইউএসডি কোডের মাধ্যমে নগদ একাউন্ট দেখবেন। চলুন এবার আমরা আরও একটু বিস্তারিতভাবে ইউএসএসডি কোড দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম জেনে নেই।
ধাপ ১: ইউএসএসডি কোড ডায়াল করুন
আপনার বাটন ফোন অথবা স্মার্টফোনের মাধ্যমে নগদ একাউন্ট দেখার জন্য আপনার ফোনের ডায়াল পার্ট থেকে টাইপ করুন *১৬৭# অথবা*167# এটি ডায়াল করলেই আপনাকে নতুন একটি ইন্টারফেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি মোট ৭ টি অপশন দেখতে পাবেন।
- Cash Out
- Send Money
- Mobile Recharge
- Payment 5. Bill Pay
- My DPS
- My Nagad
যেমনটি নিজের ফটোতে দেখতে পাচ্ছেন। এই সাতটি অপশন থেকে নগদ একাউন্ট দেখার জন্য বা নগদ ব্যালেন্স চেক করার জন্য 7 নাম্বার অপশন My Nagad সিলেক্ট করুন।
আরো পড়ুনঃ টেলিটক ব্যালেন্স চেক কোড নাম্বার
My Nagad সিলেক্ট করার জন্য নিচের দিকে একটি বক্স দেখতে পাবেন সেখানে 7 লিখে Send বাটনে ক্লিক করলে আপনাকে অন্য একটা স্টেপে নিয়ে যাওয়া হবে।
ধাপ 2: carrier info সিলেক্ট করুন
দ্বিতীয় স্টেপে আসার পরে এখানে আপনি মোট 6 টি অপশন দেখতে পাবেন।
- Balance Enquiry
- Mini Statement
- PIN Change
- Update Operator
- Update Profit Status
- Helpline
- Main Menu
এই 6 টি অপশন এর মধ্য থেকে ১ নম্বর অপশন Balance Enquiry সিলেক্ট করে দিন এবং Send বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: নগদ একাউন্টের পিন নম্বর লিখুন
তৃতীয় স্টেপে নগদ ব্যালেন্স চেক করার জন্য আপনার নগদ একাউন্ট করার সময় আপনি যেই গোপন পিন নাম্বারটি সেটআপ করেছিলেন চার সংখ্যার সেই পিন নাম্বারটি লিখুন এবং send এ ক্লিক করুন।
ধাপ ৪: নগদ একাউন্ট ব্যালেন্স দেখুন
উপরে স্টেপ গুলো সঠিকভাবে ফলো করতে পারলে এই স্টেপে আপনি সঠিক পিন নাম্বার দেওয়ার পরে নতুন ইন্টারফেস এ আপনার নগদ একাউন্টে বর্তমান ব্যালেন্স কত টাকা রয়েছে সেটি বিস্তারিতভাবে দেখতে পারবেন।
নগদ একাউন্ট দেখার কোড *167# | Nagad Account Check Code 2023
যেহেতু বাংলাদেশ থেকে আপনি এই নিবন্ধনটি পড়ছেন সেহেতু এই সকল দেশে সবার হয়তো স্মার্টফোন নেই তাই আপনার কাছে যদি স্মার্টফোন না থাকে অথবা স্মার্ট ফোন থাকা সত্ত্বেও আপনি বাটন ফোনে আপনার নগদ একাউন্টের সিমটি ব্যবহার করেন তাহলে বাটন ফোনের মাধ্যমেই কোড ডায়াল করে খুব সহজেই নগদ একাউন্ট চেক করা যায়।
আরো পড়ুনঃ টেলিটক নাম্বার দেখার সহজ উপায়
এখন থেকে আপনারা নগদ একাউন্ট দেখার কোড *167# ডায়াল করে খুব সহজেই আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন বা নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন।
*167# ডায়াল করে নগদ একাউন্ট দেখার পদ্ধতি
*167# ইউএসএসজি কোর্ড ডায়াল করে নগদ একাউন্ট ব্যালেন্স দেখার জন্য আপনার ফোনে ডায়াল পার্ট থেকে টাইপ করুন *167# এবার মোট ৮ টি অপশন দেখতে পাবেন।
- Cash Out (এজেন্ট ক্যাশ আউটের জন্য)
- Send Money (নগদ একাউন্ট থেকে নগদ একাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য।
- Mobile Recharge (বাংলাদেশের যে কোন মোবাইল অপারেটরে টাকা রিচার্জ করার জন্য)
- Payment (যেকোনো মার্কেটপ্লেসে অথবা সফল ধরনের পেমেন্ট সম্পন্ন করার জন্য)
- Bill Pay (বিল পে যেমন বিদ্যুৎ বিল, গ্যস বিল,পানি বিল, ইন্টারনেট বিল সহ যেকোনো বিল পে করার জন্য)
- Shadhin Pay (স্বাধীন পেয়ে অ্যাপস ব্যবহার করে যে কোন জায়গায় পেমেন্ট করার জন্য)
- My Nagad (ব্যালেন্স জানার জন্য)
- Pin Reset (নগদ পিন নাম্বার ভুলে গেলে পিন রিসেট করার জন্য)
উপরের এই আটটি অপশনের মধ্যে নগদ ব্যালেন্স দেখার জন্য বা *167# ডায়াল করে নগদ ব্যালেন্স চেক করার জন্য 7. My Nagad সিলেক্ট করে দিন। নগদ একাউন্টের ব্যালেন্স জানার জন্য নতুন একটি অপশন চালু হবে এখানে আপনি আবারও 6 টি অপশন দেখতে পাবেন।
- Balance Enquiry (নগদ ব্যালেন্স চেক করার জন্য)
- Mini Statement (পিন নম্বর স্টেটমেন্ট দেওয়ার জন্য)
- PIN Change (নগদ একাউন্টের বর্তমান পিন নাম্বার পরিবর্তন করার জন্য)
- Update Operator (মোবাইল নম্বর বা মোবাইল অপারেটর পরিবর্তন করার জন্য)
- Update Profit Status (প্রোফাইলের তথ্য পরিবর্তন করে আপডেট করার জন্য)
- Helpline (নগদ হেল্পলাইনে কথা বলার জন্য কন্টাক্ট নাম্বার)
- Main Menu (পূর্বের মেইন মেনুতে ফিরে যাওয়ার জন্য)
উপরের সাইটি অপশন থেকে ব্যালেন্স জানার জন্য এক নম্বর অপশনটি Balance Enquiry সিলেক্ট করে দিন এবং নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখানে আপনি আপনার গোপন ৪ সংখ্যার পিন নাম্বার দিলে আপনার নগদ একাউন্টের বর্তমান ব্যালেন্স কত টাকা রয়েছে সেটি খুব সহজে জানতে পারবেন।
My Nagod App দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম। Nagod Account Check With My Nagod Apps
নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্টের ব্যালেন্স দেখার জন্য ডাউনলোড করুন My Nagod App এবং নগদ একাউন্টের Account Number এবং PIN Number দিয়ে নগদ অ্যাপস লগইন করে Tap for balance এ ক্লিক করলেই নগদ একাউন্টের ব্যালেন্স যাচাই করতে পারবেন।
যেহেতু বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের কাছেই স্মার্টফোন রয়েছে তাই আপনার কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি আরো সহজ পদ্ধতিতে মাত্র এক ক্লিকেই আপনার নগদ একাউন্টের বর্তমান ব্যালেন্স চেক ও যাচাই করতে পারবেন।
মোবাইল অ্যাপস ব্যবহার করে নগদ একাউন্ট দেখা খুবই সহজ আপনি যদি My Nagod App IOS ব্যবহার করে নগদ একাউন্ট দেখতে চান তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনের মধ্যে মাইনে অ্যাপসটি ইনস্টল করলেই খুব সহজে ব্যালেন্স চেক করতে পারবেন।
ধাপ ১: অ্যাকাউন্ট লগইন করুন
নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট দেখতে হলে প্রথমেই প্লে স্টোর থেকে My Nagod App ইন্সটল করুন এবং আপনার নগদ একাউন্টের নাম্বার ও ৪ সংখ্যার গোপন পিন নাম্বার দিয়ে নগদ একাউন্টটি লগইন করুন।
ধাপ ২: ব্যালেন্স চেক করুন
সঠিক নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে নগদ একাউন্ট লগইন করতে পারলে নগদ একাউন্টের হোমপেজে Tap for balance লেখা দেখতে পারবেন আর আপনার নগদ অ্যাপ যদি বাংলা ভার্সনের হয়ে থাকে তাহলে (ব্যালেন্স জানতে ট্যাপ করুন) লেখা দেখতে পাবেন সেখানে ক্লিক করলেই আপনার নগদ একাউন্টের বর্তমান ব্যালেন্স কত রয়েছে সেটি যাচাই করতে পারবেন।
নগদ একাউন্ট দেখার নিয়ম নিয়ে সম্পর্কে প্রশ্ন উত্তর (FAQ)
বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট কিভাবে দেখব?
বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট দেখার জন্য আপনার ফোনের ডায়াল প্যাড থেকে *১৬৭# ডায়াল করে ৭ নম্বর অপশন মাই নগদ সিলেক্ট করে ব্যালেন্স এনকোয়ারি ১ নাম্বার সিলেক্ট করে গোপন পিন নাম্বার দিয়ে সাবমিট করলেই বাটন ফোন দিয়ে নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।
অ্যাপস দিয়ে নগদ একাউন্টের ব্যালেন্স কিভাবে চেক করে?
অ্যাপস দিয়ে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য প্লে স্টোর থেকে মাই নগদ অ্যাপস ডাউনলোড করে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে নগদ একাউন্ট লগইন করে হোম পেজ থেকে (ব্যালেন্স জানতে ট্যাপ করুন) এ ক্লিক করলেই আপনার বর্তমান ব্যালেন্স দেখতে পারবেন।
নগদ একাউন্টে কত টাকা রাখা যায়?
নগদ একাউন্টে কত টাকা রাখা যাবে এর কোন লিমিট নেই আপনি চাইলে ১ টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত রাখতে পারবেন। তবে লেনদেনের কিছু লিমিটেশন রয়েছে। একদিনে আপনি দশ কোটি টাকা নগদ একাউন্টে ঢুকাতে পারবেন না বা নগদ একাউন্ট থেকে ১০ কোটি টাকা একদিনে তুলতেও পারবেন না।
নগদ ইসলামিক একাউন্ট কি?
নগদ ইসলামী একাউন্ট হচ্ছে একটি এমএফএস একাউন্ট ইসলামিক শরিয়াহ ভিত্তিক একটি একাউন্ট এই একাউন্টে টাকা জমা রাখলে কোন ইন্টারেস্ট বা মুনাফা দেওয়া হয় না। (Islamic App) এই সেবাটি নগদ শুরু হওয়া থেকেই চালু করা হয়েছে শুধুমাত্র ইসলাম এর শরিয়া মানার জন্য।
নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ আমাদের আজকের এই নিবন্ধনে আমরা মূলত আলোচনা করেছি যাদের নগদ মোবাইল ব্যাংকিং রয়েছে তারা কিভাবে তাদের হাতে থাকা স্মার্টফোন অথবা বাটন ফোনের মাধ্যমে নগদ একাউন্ট দেখবে আশা করি আপনি বুঝতে পেরেছেন নগদ একাউন্ট দেখার নিয়ম কি।
আমাদের এই নিবন্ধন থেকে যদি নগদ একাউন্ট দেখার পদ্ধতি না বুঝে থাকেন তাহলে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা যথাসম্ভব আপনার সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে আপনার নগদ একাউন্ট দেখবেন সেটি বলে দেব।
আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত মোবাইল ব্যাংকিং সহ নিত্য নতুন সকল সেবা নিয়ে আলোচনা করা হয় তাই আপনি যদি প্রযুক্তি রিলেটেড এবং প্রবাসী রিলেটেড সেবা পেতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আশা করি আপনার ভালো লাগবে।