মোবাইলের নোটিফিকেশন বন্ধ করার উপায় | How to Turn off Notifications on Android

5
(1)

আপনি কি আপনার ফোনে আশা বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করার উপায় জানতে চান.? যেহেতু আপনি ফোনের নোটিফিকেশন বন্ধ করার উপায় জানার জন্য গুগলে অথবা আরো অনেক জায়গায় সার্চ করতেছেন তাহলে বুঝাই যাচ্ছে আপনি কতটা নোটিফিকেশন এর যন্ত্রণায় আছেন, তবে আর টেনশন করার কোন কারণ নেই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন টেকনিক যার মাধ্যমে আপনি আপনার ফোনে আসা সকল নোটিফিকেশন বন্ধ করে দিতে পারবেন। চলুন আগে জেনে নেয়া যাক

নোটিফিকেশন মানে কি

Notification বা বিজ্ঞপ্তি মূলত আমরা আমাদের ফোনের মধ্যে যদি কোন অ্যাপস বা ব্রাউজার ব্যবহার করি তাহলে ওইসব অ্যাপস বা ব্রাউজারে যদি কোন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাহলে ওটি আমাদের ফোনের উপর থেকে একটি স্ট্যাটাস বার হিসেবে দেখা যায় যাকে আমরা নোটিফিকেশন বলে চিনি। 

অথবা আরো সহজ ভাবে বললে নোটিফিকেশনের মানে হচ্ছে আমরা অনেক সময় facebook, youtube, whatsapp, imo, সহ আরো অনেক ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি যেগুলোতে প্রতিনিয়তই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আর সেগুলো আমাদেরকে জানানোর জন্য একটি বার্তা পাঠানো হয় তাকে মূলত নোটিফিকেশন বলে।

মোবাইলে নোটিফিকেশন কেন আসে.?

মোবাইলে নোটিফিকেশন কেন আসে এ বিষয়টি খুবই সহজ একটি বিষয় কারণ আমরা আমাদের স্মার্টফোনগুলোতে প্রতিনিয়ত যেসব সফটওয়্যার বা ব্রাউজার ব্যবহার করে থাকি সেগুলোতে কোন না কোন ভাবে আমরা কিছু তথ্য জানার জন্যই ব্যবহার করি অথবা আমরা আমাদের প্রয়োজনের জন্য ব্যবহার করি। আর তাই এই সব সফটওয়্যার গুলো আমাদের নিত্যনতুন সংবাদ জানানোর জন্যই মোবাইলে নোটিফিকেশন দিয়ে থাকে।

⏩⏩ ১০ হাজার টাকার মধ্যে ভালো ফ্রিজ 

যেমন আমরা প্রতিনিয়ত ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব বিং বিগো সহ আরো নানা ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি এসব সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়তই নোটিফিকেশন দেওয়া হয় কারণ প্রতিটি সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত পোস্ট হয়ে থাকে আর সেই পোস্টগুলোর বার্তা আমাদের কাছে পৌঁছানোর জন্যই মূলত নোটিফিকেশন পাঠানো হয়।

মোবাইলে নোটিফিকেশন বন্ধ করার উপায়।

মোবাইলে নোটিফিকেশন বন্ধ করার উপায়
মোবাইলে নোটিফিকেশন বন্ধ করার উপায়

আপনি যদি আপনার মোবাইলে আসা সকল বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করতে চান তাহলে নিচে দেওয়া দিকনির্দেশনা গুলো মেনে কাজ করুন তাহলে আশা করি আপনি আপনার মোবাইলের আসা নোটিফিকেশনগুলো বন্ধ করতে পারবেন।

  • প্রথমে আপনি আপনার সেটিংস এ চলে যান
  • এবার নিচের দিকে মিসকল করতে থাকুন
  • এবার একটি অপশন দেখতে পাবেন নোটিফিকেশন ও স্ট্যাটাস বার
  • নোটিফিকেশন ও স্ট্যাটাসবার এই অপশনটি সবার ফোনে একটি জায়গায় নাও থাকতে পারে আপনি চাইলে উপরের সার্চ বক্সে সার্চ করেও পেতে পারেন।
  • নোটিফিকেশন ও স্ট্যাটাস বাড়ে ক্লিক করার পরে ম্যানেজ নোটিফিকেশনে ক্লিক করুন
  • এবার নিচের দিকে আপনি আপনার ফোনে ইন্সটল দেওয়া সকল অ্যাপস গুলো দেখতে পাবেন
  • এখান থেকে আপনার যেই সফটওয়্যারটির নোটিফিকেশন বন্ধ করা প্রয়োজন সেটিকে টিক মার্ক উঠিয়ে দিন আপনার কাজ শেষ

অ্যান্ড্রয়েড মোবাইলের নোটিফিকেশন বন্ধ করার উপায়

এর আগে জানলাম কিভাবে মোবাইলের সকল অ্যাপস গুলোর নোটিফিকেশন বন্ধ করতে পারবেন স্পেসিফিকলি ভাবে এবার জানবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সকল নোটিফিকেশন বন্ধ করে দিতে পারবেন যেমন আপনার ফোনে আসা মেসেজ ও আসবে না এবং আপনারকে কেউ কল করলে সেটিও নোটিফিকেশন আকারে দেখতে পাবেন না এটা কিভাবে করবেন জানতে নিচের নির্দেশনা ফলো করুন।

  • প্রথমেই আগের মতো আপনি আপনার ফোনের সেটিংস এ চলে যাবেন
  • এবার আগের মতই নোটিফিকেশন এবং স্ট্যাটাস বাড়ে যান
  • এরপর নিচে দেখবেন মোর বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করুন
  • এখানে দুইটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে শো মোর নোটিফিকেশন এবং দ্বিতীয় টি লেখা থাকবে রিডিউস নোটিফিকেশন আপনি এই অপশন দুইটি অফ করে দিলেই আপনার ফোনে আর কোন নোটিফিকেশন দেখতে পাবেন না

ব্রাউজারে নোটিফিকেশন বন্ধ করার উপায়

এর আগে জানলাম আমরা কিভাবে মোবাইলের সকল নোটিফিকেশন বন্ধ করতে পারি.? কিন্তু যদি মোবাইলের সকল নোটিফিকেশন বন্ধ করা দেয়া হয় তাহলে অনেক সময় আমাদের প্রয়োজনীয় নোটিফিকেশনগুলো আমরা নাও পেতে পারি তাই আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে শুধুমাত্র ব্রাউজারের যেমন ক্রোম ব্রাউজার এর নোটিফিকেশন বন্ধ করা অথবা মজিলা ফায়ারফক্স ব্রাউজারের নোটিফিকেশন বন্ধ করা সহ আরো নানা ধরনের ব্রাউজারের নোটিফিকেশন বন্ধ করতে হয়। 

⏩⏩ ১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন 

তাই এবার শিখব কিভাবে গুগল ক্রোম ব্রাউজারের বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করতে পারি চলুন দেখে নেয়া যাক ব্রাউজারের নোটিফিকেশন বন্ধ করার সঠিক উপায় কোনটি।

google chrome ব্রাউজার এর নোটিফিকেশন বন্ধ করার দুইটি মাধ্যম রয়েছে আমরা প্রথম মাধ্যমটি জানবো।

  • বাজারে নোটিফিকেশন বন্ধ করার জন্য প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারে লগইন করুন
  • আর উপরের দিকে থ্রি ডট আইকনে চাপ দিন
  • এবার নিচের দিকে স্ক্রল করে আসলে সেটিং নামের একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন
  • এবার নিচের দিকে দেখতে পাবেন নোটিফিকেশন বলে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করুন
  • নোটিফিকেশনে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন ব্রাউজার বলে একটি অপশন যেটি চালু করা রয়েছে
  • সেই ব্রাউজার অপশনটিকে আপনি অফ করে দিন তাহলেই আপনার ব্রাউজারে আসার সকল নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে।

নোটিফিকেশনের সুবিধা কি.?

যদিও আমাদের ফোনে কিছু বিরক্তি কর নোটিফিকেশন আসে যেগুলো আমরা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে থাকি কিন্তু কিছু কিছু সময় আমাদের ফোনে খুবই প্রয়োজনীয় কিছু নোটিফিকেশন আসে যেগুলো বন্ধ করে রাখলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। 

তাই নোটিফিকেশনের অনেক সুবিধা গুন রয়েছে যেমন: আপনি যদি ফেসবুকে কাউকে কমেন্ট করে আসেন তাহলে কেউ যদি ফেসবুকের ওই কমেন্টের রিপ্লাই করে তাহলে সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে একটি বার্তা চলে আসবে। এরপর ইমুতে যদি কেউ মেসেজ করে অথবা মেসেঞ্জারে যদি কেউ মেসেজ করে হয়তোবা সেটি হতে পারে আপনার খুবই প্রয়োজনীয় একটি মেসেজ সেটিরও একটি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি খুব সহজেই।

কেন নোটিফিকেশন আমাদের কাছে বিরক্তিকর.?

যদিও সবার কাছে নোটিফিকেশন বিরক্তিকর বলে মনে নাও হতে পারে কারণ যাদের কাছে প্রতিনিয়তই হাজারো নোটিফিকেশন  আসে তারা তাদের ফোনে প্রতিনিয়ত নোটিফিকেশন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে তাই তাদের নোটিফিকেশন আসলে তেমন একটা বিরক্তিকর বোধ হয় না।

তবে যারা খুবই ক্রিয়েটিভ ভাবে মোবাইল চালায় অথবা কম্পিউটার চালায় তারাই এইসব নোটিফিকেশনের সমস্যায় ভুগে থাকেন হয়তো বা কোন একটি ব্রাউজার অথবা সফটওয়্যারে ঢুকে তাদের এক্সেস দিয়ে আসছে তারপর থেকেই বারবার নোটিফিকেশন আসা শুরু করেছে তখন সেটাই তার কাছে বিরক্তিকর বলে মনে হয়।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve this post?

Leave a Comment