১০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ঃ আপনি যদি একটি বাটন ফোন কিনতে চান এবং আপনার বাজেট যদি হয়ে থাকে এক হাজার টাকা তাহলে আজকের এই আর্টিকেলে আমরা মূলত আলোচনা করব ১০০০ টাকার মধ্যে ভালো বাটন মোবাইল ফোন ২০২৩ এই সম্পর্কে। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দের ফোনটি বেছে নিতে পারেন।
আমাদের দেশে প্রতিনিয়তই স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু যতই স্মার্টফোন ব্যবহারকারী থাকুক না কেন ওই স্মার্টফোন ব্যবহারকারীরাই আবার চায় তাদের কাছে যেন একটি বাটন ফোন থাকে শুধুমাত্র কথা বলার জন্য তাই মূলত তারা 1000 হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ খুঁজে থাকে।
⏩⏩ ২০০০ টাকার মধ্যে ভালো মোবাইল
মোবাইল ফোন কেনার পূর্ব শর্ত হচ্ছে কম দামে একটি ভালো মোবাইল ফোন কেনা বা বাজেটের মধ্যে সম্মেলন ঘটানো। বর্তমান সময়ে ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে ভাল মোবাইল কোনটি সেটা খুঁজে বের করা খুবই সহজ কিন্তু কম বাজেটের ভালো মোবাইল কোনটি তা কিন্তু সবাই খুঁজে বের করতে পারে না।
তাই মোবাইল শপিং আরো দুর্দান্ত করতে আজকে আমরা দেখে নিব ১,০০০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল কোনগুলো, এবং কোন মোবাইলটি আপনার জন্য পারফেক্ট চলুন দেখে নেয়া যাক আমাদের আজকের আয়োজন ১০০০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল কোনটি সে সম্পর্কে।
১০০০ টাকার মধ্যে ভালো মোবাইল (Walton L21)

আপনি যদি একটি কম টাকায় ভাল ফোন কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশী ব্র্যান্ডের ফোন কিনতে হবে তাছাড়া বিদেশি ব্র্যান্ডের ফোনগুলো কিনতে গেলে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এক হাজার টাকার মধ্যে ওয়ালটন L21 এই ফোনটি।
যদিও Walton L21 এই ফোনটি প্রথম বাংলাদেশের বাজারে আসে ২০১৭ সালের দিকে, তবে দুর্দান্ত পারফর্মিং এবং ব্যাটারি ব্যাকআপের জন্য ফোনটি এখনো রয়ে গেছে বাংলাদেশের বাজারে। এই ফোনটির ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন ১.৭ ইঞ্চির একটি ডিসপ্লে যা রেজুলেশন হবে ১২৭×১৬০ পিক্সেল।
⏩⏩ ১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন
এখন ঠিক পিছনে থাকবে একটি ক্যামেরা এবং সাথে পেয়ে যাবেন সামনের দিকে একটি টর্চ লাইট। এফ এম রেডিও ব্লুটুথ সাপোর্ট তো থাকছেই। এই ফোনটিতে সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত মেমোরি ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এটিতে ব্যবহার করা হয়েছে ১৮০০ মিলিম্পিয়ারের একটি বড় ব্যাটারি যা দিয়ে প্রায় আপনি সারাদিন ব্যাকআপ পেয়ে যাবেন।
সবদিক বিবেচনা করে Walton L21 এই ফোনটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে ৮৫০ টাকা মাত্র
১০০০ টাকার মধ্যে ভালো বাটন মোবাইল ফোন ২০২২ (Walton OLVIO L19)

আমাদের আজকের লিস্টে দ্বিতীয় নাম্বারে ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইলটি হচ্ছে alton OLVIO L19 এই ফোনটিতে ওজন রয়েছে মাত্র ৯১ গ্রাম। এবং ফোনটির ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন ১.৮ ইঞ্চির একটি ডিসপ্লে। এই ফোনটিতে ও ডেডিকেটেড মেমোরি কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন 16 জিবি পর্যন্ত যেকোনো ব্র্যান্ডের মেমোরি কার্ড।
⏩⏩ ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
একই সাথে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ০.৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে ১৮০০ মিলিমিয়ারের একটি বড় ব্যাটারি যা দিয়ে নিয়ে একবার চার্জ করলে ৮ থেকে ১০ ঘণ্টার মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনটির বর্তমান বাজার মূল্য ৯৯০ টাকা মাত্র।
১০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ফোন (Micromax X098)

Micromax কোম্পানিটিও বর্তমান সময়ে বাটন মোবাইল কোম্পানি হিসেবে খুবই জনপ্রিয়। কারণ Micromax কোম্পানির ফোন গুলো খুবই কম বাজেটের মধ্যে ভালো কিছু অফার করে তাদের গ্রাহকদের জন্য। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম Micromax কোম্পানির একটি মোবাইল ফোন যার মডেল Micromax X098 এটি মূলত একটি জাভা বাটন মোবাইল।
এই ফোনটি দিয়ে মূলত আপনি বর্তমান সময়ের যে কনভার্ট ভিডিও গুলো 3জিপি এবং এমপি ফোর এই গানগুলো শুনতে পারবেন। এই ফোনটিতে আপনি সর্বোচ্চ ৮ জিবি ডেডিকেটেড মেমোরি কার্ড লাগাতে পারবেন। ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ০.৮ মেগাপিক্সেলের ক্যামেরা যা বাটন ফোনের জন্য একদমই পারফেক্ট, এই ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ডও করতে পারবেন।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১৭৫০ মিলিয়ন্ফিয়ারের একটি মিজন ব্যাটারি। Micromax X098 এই ফোনটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে ১০৯৯ টাকা মাত্র।
Walton L7 | ১ হাজার টাকার মধ্যে ভালো বাটন ফোন
আবারো নিয়ে আসলাম আপনাদের মাঝে ওয়ালটনের তরফ থেকে আরও একটি ১০০০ টাকার মধ্যে ভাল ফোন। ওয়ালটনের এই ফোনটির মডেল হচ্ছে Walton L7 এই ফোনটি ওয়ালটনের বাটন মোবাইলের জন্য খুবই জনপ্রিয় একটি ফোন। এটি 2017 সালের প্রথমদিকে বাংলাদেশের বাজারে আসলেও জনপ্রিয়তার কারণে এখনো টিকে আছে বাটন মোবাইল মার্কেটে।
Walton L7 ফোনটিতে ডিসপ্লের হিসেবে পেয়ে যাবেন ১.৭৭ ইঞ্চির একটি ডিসপ্লে। এবং ডেডিকেটেড মেমোরি হিসেবে লাগাতে পারবেন ১৬ জিবি পর্যন্ত তবে আপনি ৩২ জিবিও লাগিয়ে দেখতে পারেন আমি দেখেছি অনেক মোবাইলেই লেখা থাকে ১৬ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে তবে ৩২ জিবি মেমোরি কার্ড ও ওইসব ফোনেই ব্যবহার করা যায় কিন্তু এখানে একটু সতর্ক থাকবেন বেশি মেমোরি কার্ড লাগানোর ক্ষেত্রে।
কারণ অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহারে আপনার ফোনটি হ্যাং করতে পারে অল্প সময়ের মধ্যেই। এই ফোনটির ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ৭৫০ মিলিয়ম্পিয়ার এর একটি লিথিয়াম ব্যাটারি। এই ফোনটির দাম ধরা হয়েছে মাত্র ৭৫০ টাকা যা এইসব বিচারের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ।
মন্তব্য: আপনি যদি ১০০০ টাকার মধ্যে বাটন ফোন কিনতে চান তাহলে উপরে আলোচিত ফোন গুলোর মধ্যে যেকোনো একটি ফোন আপনার পার্শ্ববর্তী বাজার থেকে কিনে নিতে পারেন। কারণ উপরে আলোচিত প্রত্যেকটি ফোন খুবই দুর্দান্ত পারফরম্যান্স করবে মাত্র ১ হাজার টাকা বাজেটের ফোন হিসাবে।
তো এই ছিল আমাদের আজকের আয়োজন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে এই আর্টিকেলটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে।