১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন ২০২৩ | Best Gaming Phone Under 15000 in Bangladesh

4.8
(2345)

আপনি যদি একজন গেমিং লাভার হয়ে থাকেন এবং ১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন খুঁজে থাকেন তাহলে আজকের এই নিবন্ধটি আপনার জন্য আজকের এই আর্টিকেলে আমরা মূলত আলোচনা করব ১৫,০০০ টাকার মধ্যে সবচেয়ে ভালো গেমিং ফোন কোনটি এ সম্পর্কে | আপনি যদি একজন গেমার হয়ে থাকেন এবং আপনার বাজেট যদি হয় ১৫ হাজার টাকা তাহলে আজকের এই আর্টিকেলে আপনি জানতে পারবেন ১৫ হাজার টাকার মধ্যে ভালো ভালো গেমিং ফোন কোনগুলো সম্পর্কে।

বর্তমান বাংলাদেশ গেমারদের সংখ্যা প্রতিনিয়তই বেড়ে চলেছে আর গেম খেলতে প্রয়োজন ভালো মোবাইল বা কম্পিউটার অথবা ল্যাপটপ তবে বাংলাদেশের অনেক মানুষই মধ্যবিত্ত পরিবারের সবার পক্ষে একটি কম্পিউটার অথবা ল্যাপটপ কেনা সম্ভব নাও হতে পারে তাই অনেকের এই প্রয়োজন একটি কম দামের মধ্যে ভালো গেমিং ফোন।

আর তাই একটি ভালো গেমিং ফোন কিনতে গেলে একটু দেখেশুনে ভালো একটি গেমিং ফোন কেনা উচিত। আর তাই আমরা আপনাদের জন্য আজকের এই আর্টিকেলের নিয়ে আসলাম ১৫ হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো গেমিং ফোন কোনগুলো সেই বিষয়ে আলোচনা করব।

গেম খেলার জন্য স্মার্টফোন ব্যবহার করা এটা যদি আপনার অন্যতম কারণ হয়ে থাকে তাহলে আপনার প্রয়োজন একটি ভালো গেমিং ফোন দেখে কে না আর ভালো গেমিং ফোন কেনা মানেই হচ্ছে ফোনটির প্রসেসর রেম এসব দিক বিবেচনা করে কেনা।

আর গেম খেলার জন্য এইসব উন্নত মানের হাই স্পিডের প্রসেসর GPU ও‌ RAM সহ আরো অনেকগুলো বিষয় আছে যা আপনার ফোনের কর্মদক্ষতাকে দারুন ভাবে বাড়িয়ে দিতে সাহায্য করবে। আর একটি ফোনের কর্মদক্ষতা যত ভালো হবে আপনার গেমিং পারফরম্যান্স ততটাই স্মুথ হবে।

তবে ভালো কর্মদক্ষতা এবং স্মুথ গেমিং করার জন্য আপনার বাজেট যদি হয়ে থাকে ১৫ হাজার টাকা তাহলে এখনকার মার্কেটে আপনি অনেকগুলো গেমিং ফোন পেয়ে যেতে পারেন যার মধ্যে যে কোন একটি আপনি আপনার পছন্দের লিস্টে বেছে নিতে পারেন।

আর ১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন বেছে নেওয়ার জন্য আপনার প্রয়োজন একটু গবেষণা করা আপনি যদি মোবাইল ফোন সম্পর্কে তেমন কিছু জেনে না থাকেন শুধুমাত্র দোকানদার যেকোনো একটি ফোন আপনাকে ১৫ হাজার টাকার মধ্যে ধরিয়ে দিল তাহলে হয়তো বা ওই ফোনটি দিয়ে আপনার মনের মত গেমিং পারফরম্যান্স নাও পেতে পারেন। তাই আজকের এই আর্টিকেলে আমরা মূলত আপনাকে এই বিষয়ে জানাতে এসেছি যে পনের হাজার টাকা বাজেটের মধ্যে কোন ফোনটি নিলে আপনার জন্য বেস্ট হতে পারে।

১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন ২০২২ এর তালিকা:

এবার চলুন জেনে নেওয়া যাক পনেরো হাজার টাকার মধ্যে সেরা গেমিং ফোন কোন গুলো সেই সম্পর্কে। আমাদের এই আর্টিকেলে আলোচনা করা ফোন গুলোর মধ্যে আপনি নিজেই তুলনা করে বুঝতে পারবেন আপনার জন্য কোন ফোনটি সবথেকে বেস্ট হবে চলুন আজকের আর্টিকেলটি শুরু করা যাক দেখে নেয়া যাক ১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন কোনটি।

১. ১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন Realme C25 ডিজাইন:

১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন ২০২২
১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন ২০২২

আমাদের আজকের লিস্টের এক নাম্বারে রয়েছে Realme C25 এই ফোনটি প্রথম বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয় ২৭ শে মার্চ ২০২১ সালে। এই ফোনটিকে মোট দুইটি কালার ভেরিয়েন্ট এ পেয়ে যাবেন একটি ওয়াটার ব্লু অন্যটি ওয়াটার গ্রে। ফোনটির সাথে পেয়ে যাবেন টুজি থ্রিজি ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট।

এই ফোনটিতে আরও একটি বেনিফিট আছে সেটি হচ্ছে দুটি ন্যানো সিমের সাথে একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন কোনরকম কোন ঝামেলা ছাড়াই। সাথে থাকছে ব্লুটুথ জিপিএস রেডিও ইউএসবি ওটিজি এবং থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট।

এই ফোনটির বিল্ড কোয়ালিটি হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলে গ্লাসের প্রটেকশন এবং ব্যাকসাইটে প্লাস্টিক এর কভার ব্যবহার করা হয়েছে। ফোনটির ডায়মোশন হিসেবে পেয়ে যাবেন 164.5 x 75.9 x 9.6 মিলিমিটার। 

১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন Realme C25 পারফরম্যান্স

যেহেতু ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬০০০ এম এইচ এর একটি বড় ব্যাটারি সেতু এই ফোনটির ওজন একটু বেশি হবে এটাই স্বাভাবিক। Realme C25 ফোনটিতে ২০৯ গ্রাম ওজন যেটা সাধারণভাবে ইউজ করলে কয়েকদিন পরে নিজের কাছে কম্ফোর্টেবল বলে মনে হবে তাই ফোনটির ওজন নিয়ে টেনশন করার কোন দরকার নেই।

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

ফোনটিতে এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন এবং ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G70 প্রসেসর যা গেমিং এর জন্য বেশ শক্তিশালী বলে আমরা জানি। এই শক্তিশালী চিপসেটের সাথে বিশাল ৬ ০০০ মিলি আম্পিয়ারের ব্যাটারির মিশ্রণে Realme C25  ফোনটি থেকে দারুন গেমিং পারফরম্যান্স পাওয়া যাবে।

Realme C25  ফোনটির রেম হিসেবে ব্যবহার করা হয়েছে 4 জিবি এবং ফাইল স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে দুইটি ভেরিয়েন্ট ৬৪/১২৮ জিবি ডেডিকেটেড মেমোরি কার্ড লাগানোর অপশন তো থাকছেই। এবং ব্যাকসাইটে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং সাথে পেয়ে যাবেন ফেস আনলক এর ফিচারস।

১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন Realme C25 ডিসপ্লে:

Realme C25 ফোনটির দাম ১৫০০০ টাকা হলেও ডিজাইনের দিক এবং ডিসপ্লের দিক দিয়ে ফোনটিতে কোন কমতি পাওয়া যায়নি। তবে ফোনটিতে থাকছে না কোন আমলেড ডিসপ্লে।

ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি বড় ডিসপ্লে ডিসপ্লেটির রেজুলেশন পাবেন HD+ 720 x 1600 pixels (270 ppi) এবং টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি ট্রাস্ট স্কিন।

১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন Realme C25 ক্যামেরা

Realme C25 ফোনটির ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ত্রিপল ক্যামেরা সেটআপ যেখানে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এবং দুই মেকআপে জেলের একটি দেব সেনসর এবং অন্যটি দুই মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স যা দিয়ে ফুল এইচডি রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করা যাবে।

Realme C25 ফোনটির ফ্রন্ট ক্যামেরা মানে সামনের ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যেটাতে ফুল এইচডি ১০৮০ পিক্সজেলে ভিডিও রেকর্ডিং করা যাবে।

১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন Realme C25 এর দাম:

Realme C25 ফোনটি মূলত দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে ৪/৬৪ এবং ৪/১২৮ দুইটি কালার ভেরিয়েন্ট ব্যাক সাইডে ত্রিপল ক্যামেরা সেটা পসহ আরও সকল ফিচারস এর উপর ভিত্তি করে ফোনটির দাম রাখা হয়েছে ৪/৬৪ জিবি ১৩৯৯০ টাকা এবং ৪/১২ জিবি ১৪৯৯০ টাকা

২. ১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন Walton Primo RX8 Mini ডিজাইন ও ডিসপ্লে:

আজকের লিস্টের দুই নাম্বারে রয়েছে Walton Primo RX8 Mini এই ফোনটি প্রথম বাংলাদেশের বাজারে আসে ২০২১ সালের জুন মাসের প্রথম দিকে। ফোনটির ডিজাইন ও বিল কোয়ালিটি খুবই দারুণ। ফোনটি মোট একটি কালার ভেরিয়েন্ট এ পাওয়া যাবে ব্ল্যাক কালার।

Walton Primo RX8 Mini ফোনের ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে পাঞ্চ হোল 6.3 ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে 2340 x 1080 pixels ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে। এবং টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়েছে আইপিএস ট্রাস্ট স্কিন এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্ণিং গরিলা গ্লাস এর প্রটেকশন।

১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন Walton Primo RX8 Mini ক্যামেরা:

এই ফোনটিতে ও ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ত্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরায় হিসেবে ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল এর আরেকটা হোয়াইট সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের একটি ছোট্ট ডেপ্থ সেন্সর এবং ব্যাক ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করতে পারবেন।

২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

Walton Primo RX8 Mini ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে একটি ক্যামেরা যার ফিচার হিসেবে থাকছে PDAF, f/2.2, HDR এবং এই ক্যামেরাটি দিয়েও ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে।

১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন Walton Primo RX8 Mini পারফরমেন্স

Walton Primo RX8 Mini অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ১০ তবে যেহেতু এটা ২০২১ সালের ফোন সেতু এই ফোনটিতে এখন বর্তমানে অ্যান্ড্রয়েড ইলিভেন অপারেটিং সিস্টেম হিসেবে আপগ্রেড করতে পারবেন। ফোনটির সিভ সেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকাম স্নাপড্রাগন ৬৬০ যা ১৪ মিটার হিসেবে পারফরম্যান্স করবে।

আর আমরা সকলেই জানি বর্তমান সময়ে কোয়ালকম স্ন্যাপড্রাগণের প্রসেসরগুলো গেমিং এর জন্য খুবই জনপ্রিয় এবং দুর্দান্ত পারফরম্যান্স করে। ফোনটির রেম হিসেবে ব্যবহার করা হয়েছে 4gb এবং ফোন স্টোরেজ বা রং হিসেবে ব্যবহার করা হয়েছে ৬৪ জিবি ফোন স্টোরেজ। 

এবং সাথে থাকছে ৩.৫ এমএম জ্যাক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে মোবাইলের পিছন সাইডে যা খুবই ফাস্ট কাজ করে এবং ফোনটিতে স্পেশাল ফিচার হিসেবে ব্যবহার করা হয়েছে সিকিউরিটি স্লাইডার প্রাইভেসি কন্ট্রোল এবং ওভার মাইক্রোফোন সাউন্ড ব্লকার।

১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন Walton Primo RX8 Mini এর দাম:

ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগণ এর প্রসেসর ব্যবহার করায় এবং হাই রেজুলেশনের ক্যামেরা সহ সকল ফিচার মিলিয়ে ফোনটির দাম ধরা হয়েছে ১২৯৯৯ টাকা যা ঠিকঠাক বলেই মনে হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 2345

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve this post?

Leave a Comment