২০০০ টাকার মধ্যে বাটন মোবাইল ২০২৩। Best Phone Under 20000 in Bangladesh

4.9
(967)

হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব ২০০০ টাকার মধ্যে বাটন মোবাইল ২০২৩ এ সম্পর্কে। বর্তমান সময়ে আমাদের মধ্যে অনেকেই রয়েছি যারা একটি স্মার্টফোন থাকা সত্ত্বেও তার সাথে একটি বাটন ফোন ব্যবহার করে থাকি। কারণ সবার স্মার্ট ফোন দিয়ে কথা বলতে ভালো লাগে না তাই তারা একটি বাটন ফোন ব্যবহার করে। আর আপনি যদি এরকম অবস্থায় থাকেন যে একটি স্মার্টফোনের সাথে ২০০০ টাকার মধ্যে ভাল মোবাইল ২০২৩ ব্যবহার করতে চান তাহলে আজকের এই নিবন্ধনটি আপনার জন্য।

আজকের এই আর্টিকেলে আমরা মূলত আলোচনা করব ১ থেকে ২ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল কোনগুলো সে সম্পর্কে। আপনি যদি আপনার স্মার্টফোনের সাথে একটি বাটন ফোন ব্যবহার করতে চান অথবা শুধুমাত্র একটি বাটন ফোন কিনতে চান তাহলে আমাদের আজকের আর্টিকেলে আলোচনা করা ফোনগুলো দেখতে পারেন আশা করি এই ফোন গুলো আপনার জন্য খুবই ভালো মানের হতে চলেছে।

বর্তমান সময়ে মোবাইল বাজারে আমরা প্রতিনিয়তই দেখে আসছি ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল পাওয়া যাচ্ছে কিন্তু কেন আমরা দুই হাজার টাকার মধ্যে বাটন মোবাইল কিনতে যাব.? আসলে এর মূল কারণ হচ্ছে যারা একটু ভাল মানের কল কোয়ালিটি চাচ্ছেন এবং ব্যাটারি ব্যাকআপ ভালো চাচ্ছেন তারাই মূলত একটু বাজেট বাড়িয়ে একটি বাটন ফোন কিনবেন তাহলে সব দিক দিয়েই লাভবান হতে পারবেন।

⏩⏩ ১০ হাজার টাকার মধ্যে ভালো ল্যাপটপ

তাই আজ আমি আপনাদের জন্য নোট নিয়ে আসলাম ১ থেকে ২ হাজার টাকার মধ্যে সেরা কয়েকটি বাটন মোবাইল নিয়ে চলুন দেখে নেয়া যাক আমাদের আজকের আয়োজন ২ হাজার টাকার মধ্যে বাটন মোবাইল ২০২২ সেই সম্পর্কে।

২০০০ টাকার মধ্যে বাটন মোবাইল ২০২৩ Symphony S45

২ হাজার টাকার মধ্যে মোবাইল
২ হাজার টাকার মধ্যে মোবাইল

বাটন মোবাইল নিয়ে কথা হচ্ছে আর বাংলাদেশি কোম্পানি symphony মোবাইলের নাম থাকবে না সেটা কি হতে.? পারে অবশ্যই না.! তাই আমিও আর দেরি করিনি নিয়ে আসলাম আপনাদের জন্য symphony তরফ থেকে একটি বাটন ফোন। আমাদের আজকের লিস্টে ২০০০ টাকার মধ্যে সবচেয়ে ভালো মোবাইল হচ্ছে Symphony S45। এই মোবাইলটি মূলত 2021 সালের অক্টোবর মাসে প্রথম বাংলাদেশের বাজারে লঞ্চ করে symphony মোবাইল কোম্পানি।

এই ফোনটির ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন ২.৪ ইঞ্চির একটি ডিসপ্লে যার রেজুলেশন থাকবে ২৪০×৩২০ পিক্সেল যেটা বাটন ফোনের জন্য পারফেক্ট একটি সাইজ। symphony ফোন আর পিছনে ক্যামেরা থাকবে না সেটা কি হতে পারে তাই এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে ০.০৪ মেগাপিক্সেলের একটি ছোট্ট ক্যামেরা। যা দিয়ে খুব সহজেই ছোটখাটো ছবি তুলে নিতে পারবেন।

Symphony S45 এই ফোনটিতে রেম রয়েছে ১৬ এমবি এবং রম ও ১৬ এম বি। তবে এই ফোনটির ব্যাটারি সেকশনে একটু ঘাটতি রয়েছে কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মাত্র ১০০০ মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি তবে যেহেতু symphony মোবাইল এই ১০০০ মিলি এম্পিয়ারে ও ভালোই চার্জ ব্যাকআপ পাবেন ইনশাআল্লাহ। এই ফোনটির ওজন ৯১.৩ গ্রাম।

এই ফোনটি মোট একটি কালার ভেরিয়েন্টে পাবেন তার মধ্যে ফোনটি একটি কালার এর মধ্যেই অনেকগুলো কালার ব্যবহার করা হয়েছে যেমন কালো গাড়ো নীল এবং গাড়ো গুলো এই তিনটি কালারের মিশ্রনের এই ফোনটির তৈরি করা হয়েছে। ফোনটির সামনের দিকে পেয়ে যাবেন একটি টর্চ লাইট সাপোর্ট।

First Release Date 2021, October
Weight 90 grams
Display Size 2.4 inches 240 x 320 pixels
Battery Type and Capacity Lithium-ion 1000 mAh
Primary camera 0.08 MP
RAM NO
ROM NO

Symphony S45 এই ফোনটির সবদিক বিবেচনা করে কোনটির দাম ধরা হয়েছে ১৫৪০ টাকা। আপনার বাজেট যদি পনেরশো থেকে দুই হাজার টাকার মধ্যে হয় তাহলে এই মোবাইল ফোনটি আপনি কিনতে পারেন।

২০০০ টাকার মধ্যে বাটন মোবাইল Samsung Guru Music 2 

২০০০ টাকার মধ্যে মোবাইল ২০২৩
২০০০ টাকার মধ্যে মোবাইল ২০২৩

আমাদের আজকের লিস্টে থাকা দ্বিতীয় মোবাইলটি হচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে। আপনি হয়তো জানেন বাংলাদেশের যদিও symphony মোবাইল গুলো কম টাকার মধ্যে অনেক জনপ্রিয় তবে এগুলো বেশিদিন টেকসই হয় না। তাই যারা একটু ভালো বাজেটের মধ্যে ফোন কিনতে চায় তারাই শুধুমাত্র samsung এর ফোন গুলো ব্যবহার করে তাই আপনি যদি আপনার বাজেট একটু বাড়িয়ে একটু বাটন ফোন কিনতে চান তাহলে স্যামসাং এর Samsung Guru Music 2 এই ফোনটি দেখতে পারেন।

Samsung Guru Music 2 যদিও একজন টি অনেক আগে বাংলাদেশের বাজারে আসছে তবুও ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে স্যামসাংয়ের এই দুর্দান্ত পারফরম্যান্স ফোনটি এই ফোনটির পারফরম্যান্স দেখলে আপনি অবাক হয়ে যাবেন চলুন দেখে নেয়া যাক।

Samsung Guru Music 2 এই ফোনটি মূলত একটি কালার ভেরেন্টে পেয়ে যাবেন সেটি হচ্ছে ব্ল্যাক কালার এবং ব্ল্যাক কালার এর সাথে মোবাইলের বডির কালার টি থাকবে ব্লু তাই দুইটি কালার কম্বিনেশন খুবই দারুণ হয়েছে। ফোনটির ডিসপ্লে সাকশনে ব্যবহার করা হয়েছে 2 ইঞ্চির একটি ডিসপ্লে যা রেজুলেশন হবে ১২০×১৬০ তবে দুঃখের বিষয় হচ্ছে এই ফোনটিতে কোন ক্যামেরা ব্যবহার করা হয়নি।

এই ফোনটির রেম সেকশনে রয়েছে বড় চম কারণ এই ফোনটিতে রেম হিসেবে ব্যবহার করা হয়েছে ৪ এমবির একটি রেম তোমার সময়ে এর থেকেও কম রোমের ফোন রয়েছে। এখনটির ব্যাটারি সেকশনেও রয়েছে দুর্দান্ত পারফরমেন্স এটির ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন লিথিয়াম প্রোলাইমারের ৮০০ মিলি আম্পিয়ার এর একটি বড় ব্যাটারি যা দিয়ে আপনি প্রায় এক সপ্তাহের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যারা একটু বেশি ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন তারা এই ফোনটি চোখ বুঝে নিয়ে নিতে পারেন।

Release Date 21 june 2014
Weight 75 gm
Display Size 2.0 inches QQVGA 128 x 160 pixels
Battery Type and Capacity Lithium-ion 800 mAh
Primary camera NO
RAM 4MB
ROM NO

Samsung Guru Music 2 সকল ফিচারের দিকে লক্ষ্য রেখে ফোনটির দাম ধরা হয়েছে ২৪৫০ টাকা যারা ২ হাজার টাকার মধ্যে একটি বাটন ফোন কিনতে চান তারা আর ৪৫০ টাকা বাড়িয়ে এই ফোনটি কিনতে পারেন।

২ হাজার টাকার মধ্যে মোবাইল Nokia 110 

২০০০ হাজার টাকার মধ্যে মোবাইল
২০০০ হাজার টাকার মধ্যে মোবাইল

বাটন মোবাইল নিয়ে আলোচনা করছি আর নোকিয়া ফোন এই লিস্টে থাকবে না তা কি হতে পারে.? তাই আর দেরি না করে নিয়ে আসলাম আপনাদের জন্য নোকিয়ার একটি ফিচার ফোন Nokia 110 মডেল। এই ফোনটি মূলত ২০১৯ সালের প্রথম দিকে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছিল। ফোনটিতে রয়েছে দুর্দান্ত কিছু ফিচার।

আমরা সকলেই জানি বাটন মোবাইলের মধ্যে সবচেয়ে পুরনো কোম্পানি হচ্ছে nokia আর এই নোকিয়ায়াই একটা সময় ছিল এদেশের রাজা তাই আজ আমি আপনাদের মধ্যে নোকিয়ার এই মডেলটি নিয়ে আলোচনা করব। 

⏩⏩ ২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

Nokia 110 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন ১.৭ ইঞ্চির একটি ডিসপ্লে। সাথে পেয়ে যাবেন একটি ক্যামেরা QVGA। ফোনটিতে ওজন রয়েছে ৯১ গ্রাম। এবং এই ফোনটিতে ও ব্যবহার করা হয়েছে 800mh এর একটি ব্যাটারি যা দিয়ে আপনি প্রায় চার থেকে পাঁচ দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আপনারা যারা বেশি ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন তারা চাইলে এই ফোনটিও আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন। 

Release Date 18 September 2019
Weight — gm
Display Size 1.77 inches QQVGA 120 x 160 pixels
Battery Type and Capacity Lithium-ion 800 mAh up to 444 hours
Primary camera QVGA
RAM 4MB
ROM 4MB

Nokia 110 এই ফোনটির দারুন সব ফিচার এবং বেশি মিলিও আম্পিয়ারের ব্যাটারির সহ সকল দিক বিবেচনা করে ফোনটির দাম রাখা হয়েছে ২৩৫০ টাকা মাত্র।

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 967

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve this post?

Leave a Comment