হ্যালো বন্ধুরা আজ আমি আলোচনা করব ২৫ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন ২০২৩ কোনটি সে সম্পর্কে। আপনার ফোন কেনার জন্য যদি বাজেট হয়ে থাকে ২৫ হাজার টাকা আর আপনি যদি ২৫০০০ টাকার মধ্যে ভাল মোবাইল ২০২৩ কিনতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য।
বর্তমান সময়ে স্মার্টফোন এমন একটা বিষয় হয়ে গেছে বা এমন একটা পণ্য হয়ে গেছে যা বর্তমান যুগের মানুষের কাছে যদি না থাকে তাহলে তার দিনটাই যেন খারাপ কাটে। আর যদি একটি স্মার্ট ফোন হাতে থাকে তাহলে সে পুরোটা দিন শুধুমাত্র একটি স্মার্টফোনের সাথেই কাটিয়ে দিতে পারে।
আর একটি স্মার্ট ফোনের সাথে সারাদিন কাটাতে হলে বা অবসর সময় কাটাতে হলে প্রয়োজন একটি ভালো স্মার্টফোন আর যেহেতু একটি ভালো স্মার্টফোন প্রয়োজন তাই মিট বাজেট রেঞ্জের মধ্যেই বেশিরভাগ মানুষ স্মার্টফোন কিনতে পছন্দ করে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ২৫ হাজার টাকার মধ্যে কয়েকটি ভালো মোবাইল যা আপনার জন্য খুবই প্রয়োজনীয় হতে পারে।
এমনকি বর্তমান সময়ে আমরা অনেকেই গেমিং এর দিকে ঝুঁকে পড়েছি তাই বর্তমান বাংলাদেশ সহ সকল বিষয়েই রয়েছে গেম খেলার চাহিদা আর বর্তমান সময়ের যে গেমগুলো বের হয়েছে যেমন pubg, ফ্রী ফায়ার, কল অফ ডিউটি, এসফলক ৯, সহ আরো অনেক ধরনের গেম আছে যা খেলার জন্য প্রয়োজন একটু হাই লেভেলের একটা ফোন।
আরো পড়ুনঃ ১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন
আর বর্তমান সময়ে সকল মোবাইল ফোন কোম্পানিগুলো কম দামে ভালো ফোন উপহার দিচ্ছে তাদের গ্রাহকদের তেমনি যারা গেমিং করে তাদের জন্য রয়েছে মিড বাজেট রেঞ্জ মানে ২৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং মোবাইল আপনি যদি ২৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং মোবাইল খুজে থাকেন তাহলে ও আজকের এই আর্টিকেলটি দেখতে পারেন হয়তোবা এখান থেকেও আপনার একটি ফোন পছন্দ হয়ে যেতে পারে।

২৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২৩ (রিয়েলমি ৬ – Realme 6)
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ও কম বাজেটে ভালো ফোন প্রদানকারী কোম্পানি হচ্ছে রিয়েলমি আপনি যদি ২৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল খুজে থাকেন তাহলে realmi কোম্পানির একটি ফোন আপনি দেখতে পারেন। কারণ বর্তমান সময়ে realme তাদের ফোন গুলো খুবই নিখুঁতভাবে তৈরি করে থাকে
আরো পড়ুনঃ ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
realme এর ফোন গুলো পঁচিশ হাজার টাকার মধ্যে গেমিং এর জন্য বেস্ট ফোন কারণ এই ফোনগুলোতে রয়েছে দারুণ কিছু প্রসেসর যা গেমিং পারফরম্যান্স কে দুর্দান্ত করার জন্য সাহায্য করে আর তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ২৫০০০ টাকার মধ্যে একটি গেমিং স্মার্টফোন রিয়েলমি ৬ – Realme 6 নিয়ে চলুন দেখে নেয়া যাক এর খুঁটিনাটি সকল তথ্য।
২৫ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন (Realme 6 এর ডিজাইন ও ডিসপ্লে)
রিয়েলমি ৬ – Realme 6 এই ফোনটি মূলত ২০২০ সালের মার্চ মাসে মোট ২ টি কালার ভেরিয়েন্টে আসে এর মধ্যে একটি হচ্ছে কমেট ব্লু এবং অন্যটি হচ্ছে কমেট হোয়াইট। আমার কাছে হোয়াইট কালার টি সবচেয়ে ভালো লাগে তবে আপনি আপনার পছন্দের কালার টি বেছে নিতে পারেন।
ফোনটির বডি প্রটেকশন হিসেবে রয়েছে গরিলা গ্লাস ৩ এবং প্লাস্টিক বডি ব্যাকসাইড ও সবই প্লাস্টিকের। ফোনটিতে ব্যবহার করা হয়েছে পানচুয়াল ডিসপ্লে যেটা দেখতে খুবই দুর্দান্ত লাগে। ফোনটির ওজন ১৯১ গ্রাম যা মোটামুটি কম্ফোর্টেবল।
ফোনটির ডিসপ্লের হিসাবে পেয়ে যাবেন ৬.৫ ইঞ্চির একটি ডিসপ্লে যা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ডিসপ্লে সাইজ। এই ফোনটির ডিসপ্লে সুপার এমোলেড না হলেও ফোনটিতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে যার ভেজুলেশন হবে 1080 x 2400 pixels (405 ppi)
যেহেতু এটি একটি ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে এবং সাথে সুপার আমলের ডিসপ্লে দেওয়া হয়নি তাই এটিতে ব্যবহার করা হয়েছে ৯০ হার্জ এর একটি ডিসপ্লে যা আপনার ফোনকে খুবই স্মুথলি কাজ করার জন্য সাহায্য করবে। আর যারা একবার ৯০ হার্জ এর ডিসপ্লে ব্যবহার করেছে তারা কখনোই ৬০ হার্জের ডিসপ্লে ব্যবহার করতে চাইবে না।
আরো পড়ুনঃ ১০০০ টাকার মধ্যে ভালো মোবাইল
আপনি যদি একটি ভালো পারফর্মিং স্মার্টফোন কিনতে চান আর যদি গেমিং আপনার মূল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই ফোনটি গেমিং পারফরম্যান্স বাড়িয়ে দিতে সাহায্য করবে কারণ এটিতে যেহেতু ৯০ হার্জ রিফ্রেশ রেট এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তাই গেম খেলার জন্য এটি সবচেয়ে ভালো একটি ডিসপ্লে।
২৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন (Realme 6 এর ক্যামেরা ও ব্যাটারি:
রিয়েলমি ৬ – Realme 6 এই ফোনটিতে ক্যামেরা সেকশনে রয়েছে দারুন চমক কারণ মাত্র ২৫ হাজার টাকার ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ার্ড ক্যামেরা সেটআপ যেখানে থাকবে মোট চারটি ক্যামেরা, এর মধ্যে মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন ৬৪ মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং সাথে থাকবে একটি আলট্রাওয়াইড লেন্স ৮ মেগাপিক্সেলের, সাথে থাকবে দুই মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং আরেকটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।
যেহেতু ফোনটিতে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে তাই এই ফোনটি দিয়ে সর্বোচ্চ ফোরকে রেজুলেশনের ভিডিও রেকর্ডিং করতে পারবেন যা বর্তমানে সময়ের আপনার ক্যামেরা পারফরমানিতে খুবই অন্য লেভেলে নিয়ে যাবে।
এবার আসি ফোনটির সামনের ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে Realme 6 কোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাফিক্স জেলের একটি ক্যামেরা আপনারা যারা সেলফি তুলতে পছন্দ করেন তারা এই ফোনটি আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন কারণ যেহেতু ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে তাই এর সেলফি পারফরমেন্সও খুবই দুর্দান্ত হবে।
রিয়েলমি ৬ – Realme 6 ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4300 মিলি আম্পিয়ারের একটি ব্যাটারি যেটি চার্জ করার জন্য ৩০ ওয়াটের একটি পার্টস চার্জার ব্যবহার করা হয়েছে যা দিয়ে আপনি মাত্র ৫৫ মিনিটে এই ফোনটিকে ১০০% চার্জ করে নিতে পারবেন। যদিও ফোনটির ব্যাটারি একটু কম তবে যেহেতু ৩০ ওয়াটের একটি চার্জার ব্যবহার করা হয়েছে তাই ব্যাটারি ব্যাকআপ কম হলেও চার্জ তো খুবই তাড়াতাড়ি দিতে পারবেন তাই না।
২৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল (রিয়েলমি ৬ পারফরম্যান্স ও ফিচার)
যেহেতু আপনি ২৫ হাজার টাকার মধ্যে রিয়েলমি ৬ ফোনটি কিনতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে এই ফোনটির পারফরমেন্স সম্পর্কে জানতে হবে রিয়েলমি ৬ – Realme 6 ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে realme ইউ আই এন্ড্রয়েড ১০ যেটা আপলোড করে অ্যান্ড্রয়েড ১১ তে নিয়ে যেতে পারবেন।
আরো পড়ুনঃ ২০০০ টাকার মধ্যে বাটন মোবাইল
এবার আসি এর মূল ফোকাস প্রসেসর সম্পর্কে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G90T যা বর্তমান সময়ে মিডিয়াটেক প্রসেসরের সবচেয়ে জনপ্রিয় একটি প্রসেসর এটিকে মূলত একটি গেমিং প্রসেসর হিসেবে ধরা হয়ে থাকে আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে এই প্রসেসরটি আপনার জন্য বেস্ট হবে।
মিডিয়াটেক হেলিও G90T এই প্রসেসরটিকে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩০ এর সাথে তুলনা করা হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন কতটা পাওয়ারি হতে পারে এই প্রসেসরটি। ফোনটি মোট তিনটি রেম রম ভেরিয়েন্ট এ পেয়ে যাবেন ৪/ ৬/ ৮ এবং ফোনটিতে থাকছে অকটাকর এর একটি প্রসেসর যা ২.৫ গিগাহার্জ স্পিডে পারফরম্যান্স করবে।
এবং ফন্টের স্ট্রেস হিসেবে পেয়ে যাবেন ৬৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ যা তিনটি আলাদা আলাদা সাথে দেওয়া হয়েছে একই সাথে ফোনটিতে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড লাগানোর অপশন পেয়ে যাবেন সর্বোচ্চ ২৫৬ জিবি পর্যন্ত আলাদা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।
২৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন রিয়েলমি ৬ এর দাম ধরা হয়েছে মোট তিনটি বেরিয়ান্টের তিন ধরনের দাম এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভেরিয়েন্ট হচ্ছে ৮/128gb ভেরিয়েন্টটি এটির দাম ধরা হয়েছে ২২,৯৯০ টাকা মাত্র।
Phone Name | Realme 6 |
First Release | 20 March 2020 |
Display Size | 6.5 inches Full HD+ 1080 x 2400 pixels (405 ppi) |
Back Camera | Quad 64+8+2+2 Megapixel |
Front Camera | 16 Megapixel |
Battery Type and Capacity | Lithium-polymer 4300 mAh (non-removable) |
Chipset | Mediatek Helio G90T (12 nm) |
RAM | 4 / 6 / 8 GB |
Storage/ ROM | 64 / 128 GB (UFS 2.1) |
২৫,০০০ টাকার মধ্যে স্মার্টফোন 2023 (পোকো এম২ প্রো – Poco M2 Pro ডিজাইন ও ডিসপ্লে)
শাওমি কোম্পানী ও বর্তমানে খুবই জনপ্রিয় বাংলাদেশের মধ্যে আর শাওমির সাব ব্রান্ড পোকো বর্তমানে খুবই জনপ্রিয় কারণ পোকোর ফোন গুলো গেমিং এর জন্য খুবই জনপ্রিয় এই ফোনগুলোতে খুবই উচ্চ লেভেলের গেমিং পারফর্মেন্স প্রসেসর ব্যবহার করা হয় ঠিক তেমনি আজ আমরা পোকোর একটি ফোন নিয়ে আলোচনা করব সেটি হল Poco M2 Pro।
Poco M2 Pro এই ফোনটি ও ২০২০ সালের দিকে প্রথম বাংলাদেশের লঞ্চ করা হয় মোট তিনটি কালার ভেরিয়েন্টে এর মধ্যে একটি হচ্ছে ব্লু এবং আরেকটি হচ্ছে গ্রীন এবং অন্যটি ব্লাক যেটা সবারই পছন্দ। ফোনটিতে থাকবে টুজি থেকে শুরু করে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট এবং সাথে থাকবে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট।
আরো পড়ুনঃ ৩০০০ টাকার মধ্যে মোবাইল
Poco M2 Pro ফোনটিতে ডিসপ্লে হিসেবে একটি পাঞ্চ হোল্ড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এটি প্রটেকশন দেওয়া হয়েছে খুবই মজবুত একটি গ্লাস দিয়ে এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ফাইভ এর একটি প্রটেকশন। যা বর্তমান সময়ে ৪০ থেকে ৫০ হাজার টাকার ফোনগুলোতে ব্যবহার করা হয়ে থাকে।
এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক দুটো সাইটেই ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ফাইভ এর প্রটেকশন এবং শুধুমাত্র এটির ফ্রেমটি প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে। ফোনটির ওজন হচ্ছে ২০৯ গ্রাম যা বর্তমান সময়ে সব ফোনেই মোটামুটি এরকম ওজন হয়ে থাকে আর যদিও আপনার কাছে এটি একটি বেশি ওজন মনে হয়ে থাকে সেটা কয়েকদিন ব্যবহার করলেই ঠিক হয়ে যাবে।
ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চির একটি ডিসপ্লে এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রেজুলেশন হিসেবে রয়েছে 1080 x 2400 pixels তবে ফোনটিতে কোন সুপার আমলের ডিসপ্লে ব্যবহার করা হয়নি। যদিও ফোনটির ডিসপ্লে সাইজ একটু বড় আপনারা যারা গেমিং করবেন বা ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই ফোনটি আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন।
২৫০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ (Poco M2 Pro এর ক্যামেরা ও ব্যাটারি)
Poco M2 Pro এই ফোনটিতে মোট চারটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে মানে ফোনটি একটি কোয়াড ক্যামেরা সেটআপের ফোন যা বর্তমানে সময়ে সবচেয়ে জনপ্রিয়। আইফোনটির ব্যাক ক্যামেরায় পেয়ে যাবেন মোট চারটি ক্যামেরা এর মধ্যে মেইন ক্যামেরার হিসেবে পাবেন ৪৮ মেগাপিকজেলের একটি ক্যামেরা, সাথে পাবেন ৮ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইট লেন্স, সাথে থাকবে ৫ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের একটি ডেপ্থ সেন্সর।
এই ক্যামেরার মাধ্যমে আপনি ফোরকে রেজুলেশন এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবার আসি এর ফ্রন্ট সাইড বা সামনের ক্যামেরা নিয়ে Poco M2 Pro এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা দিয়ে আপনি খুবই হাই লেভেলের ফটো তুলতে পারবেন।
Poco M2 Pro ব্যাটারি
এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলিএম্পিয়ার এর একটি ব্যাটারি সাথে থাকবে একটি ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার আর যেহেতু 33 ওয়াটের একটি চার্জার ব্যবহার করা হয়েছে সেহেতু ফোনটিকে মাত্র ১ ঘন্টার মধ্যে আপনি চার্জ করে ফেলতে পারবেন আর ৫০০০ এম্পিয়ার ব্যাটারী মানে বুঝতেই পারছেন কতটা ব্যাকআপ পাবেন এই ফোনটির মাধ্যমে তাই আপনি যদি ভাল ব্যাকআপ চান তাহলে এই ফোনটি আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন।
২৫ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২৩ (Poco M2 Pro পারফরম্যান্স)
Poco M2 Pro এই ফোনের পারফরমেন্সের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন কারণ এত কম বাজেটে দুর্দান্ত পারফর্মিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে Poco M2 Pro ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড টেন যেটা আপগ্রেডেবল এবং সাথে পাবেন realme ui11
ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি যা বর্তমান সময়ে কোয়ালকাম স্ন্যাপড্রাগন প্রসেসরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি প্রসেসর। এই প্রসেসর টি বর্তমান সময়ে এত জনপ্রিয়তা হওয়ার মূল কারণ হচ্ছে এটি একটি গেমিং প্রসেসর আপনারা যারা ফ্রি ফায়ার বা পাবজি গেম খেলতে যাচ্ছেন তারা এই প্রসেসরটি নিতে পারেন।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি এই প্রসেসরের মাধ্যমে আপনি যে কোন গেম হাই গ্রাফিক্সের মাধ্যমে খেলতে পারবেন কোন ধরনের কোন লেগিং পাবেন না তাই আপনার বাজে যদি হয় ২৫ হাজার টাকা তাহলে আপনি চোখ বুজে এই ফোনটি আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন।
Poco M2 Pro এই ফোনটি মোট দুইটি রেম রম ভেরিয়েন্ট পাবেন মধ্যে একটি হচ্ছে 4gb এবং ৬ জিবি এর সাথে দুইটি রাম ভেরিয়েন্টের পাশাপাশি পেয়ে যাবেন রম হিসেবে ৬৪ জিবি এবং ৬ জিবি সাথে 128gb। সাথে ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা সাইড মাউন্টেড পাওয়ার বাটনের হিসাবেই ব্যবহার করা হয়েছে। আর ফেস আনলক করার সুবিধা তো থাকছেই।
Phone Name | Poco M2 Pro |
First Release | July 14, 2020 |
Display Size | 6.67 inches Full HD+ 1080 x 2400 pixels (395 ppi) |
Back Camera | Quad 48+8+5+2 Megapixel |
Front Camera | 16 Megapixel HDR, f/2.5, 1/3.06″ 1.0µm & more |
Battery Type and Capacity | Lithium-polymer 5000 mAh Wite 33W Fast Charging |
Chipset | Qualcomm Snapdragon 720G (8 nm) |
RAM | 4 / 6 GB |
Storage/ ROM | 64 / 128 GB (UFS 2.1) |