বাংলাদেশ থেকে ওমান বিমান ভাড়া কত ২০২৩। বাংলাদেশ টু ওমান বিমান ভাড়া কত 2023

4.9
(853)

আসসালামু আলাইকুম সম্মানিত পাঠক বৃন্দ আজকের আর্টিকেলে জানাবো বাংলাদেশ থেকে ওমান বিমান ভাড়া কত ২০২৩ সালের এবং বাংলাদেশে টু ওমান বিমান ভাড়া নতুন আপডেট অনুযায়ী নির্ধারিত বিমান ভাড়া কত সে সম্পর্কে আলোচনা করব চলুন তাহলে আমরা জেনে নিব বাংলাদেশ টু ওমান বিমান ভাড়া সম্পর্কে।

প্রতিটি দেশে যাওয়ার জন্য নির্ধারিত পরিমাণ একটি বিমান ভাড়া ধরা হয় ঠিক তেমনি আপনি যদি প্রমাণ যেতে চান তাহলে ওমান যাওয়ার জন্য একটি নির্ধারিত পরিমাণ বিমান ভাড়া ধরা হয়েছে তাই আপনারা যারা ওমান যেতে চান কিন্তু ওমান যাওয়ার বিমান টিকেট কত টাকা সে সম্পর্কে না জেনে থাকলে আজকের এই নিবন্ধন থেকেই সবকিছু ক্লিয়ার হতে পারবেন।

আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে কোন কোন দেশে লটারির মাধ্যমে যাওয়া যায়?

আজকের এই নিবন্ধনে আমরা বাংলাদেশ টু ওমান বিমান ভাড়া কত ২০২৩ সালের নতুন রেট সম্পর্কে জানব এবং দেখবো চলুন তাহলে আমরা ওমান যেতে কত টাকা লাগে বা ওমানের বিমান টিকেট মূল্য কত সে সম্পর্কে জেনে নেই।

বাংলাদেশ থেকে ওমান বিমান ভাড়া কত ২০২৩
বাংলাদেশ থেকে ওমান বিমান ভাড়া কত ২০২৩

বাংলাদেশ থেকে ওমান বিমান ভাড়া কত ২০২৩

বাংলাদেশ থেকে ওমান US Bangla Airlines বিমান এর টিকিট মূল্য 49,662 এবং Biman Bangladesh Airlines বিমানের টিকেট মূল্য 51,748 টাকা। এবং বাংলাদেশ টু ওমান লোকাল ফ্লাইটের বিমান ভাড়া 54,720 টাকা।

আরো পড়ুনঃ ঢাকা টু বেঙ্গালুরু বিমান ভাড়া

বন্ধুরা বাংলাদেশ থেকে ওমানের বিমান ভাড়া সবগুলো প্লেনে এক নয় এক একটি প্লেনের বিমান ভাড়া এক এক রকম চাই আপনি যদি US Bangla Airlines বিমান টিকেট ক্রয় করেন তাহলে আপনার খরচ পড়বে একটি সিঙ্গেল টিকিটের জন্য 49,662 টাকা এবং আপনি যদি Biman Bangladesh Airlines এর একটি সিঙ্গেল টিকিট কিনেন তাহলে আপনার খরচ পড়বে 51,748 টাকা।

আবার Biman Bangladesh Airlines এর অনেকগুলো টিকেট প্রাইস লিস্টিং রয়েছে কারণ সবগুলো বিমানের মধ্যকার অবস্থায় এক রকম নয় একেকটার সিস্টেম এক এক রকম তাই প্রতিটি বিমানের টিকেট মূল্য আলাদা হয়ে থাকে। তাই Biman Bangladesh Airlines এর অনেকগুলো বিমান থাকায় এদের টিকেট মূল্য আলাদা আলাদা রয়েছে।

বাংলাদেশ টু ওমান বিমান ভাড়া কত 2023

বাংলাদেশ টু ওমান সাধারণ ফ্লাইটের টিকেট মূল্য 40,000-45,000 টাকা। আবার বাংলাদেশ টু ওমান VIP ফ্লাইটের টিকেট মূল্য 50,000-60,000 টাকা।  বাংলাদেশ টু ওমান Air Arabia বিমানের টিকেট মূল্য 59,973 টাকা।

যেহেতু আমরা প্রথমেই বলে এসেছি বাংলাদেশ থেকে ওমান বা বাংলাদেশ টু ওমান অনেকগুলো বিমান চলাচল করে এবং এক এক সময় এক একটি বিমান চলাচল করে আর প্রতিটি বিমানের টিকিট মূল্য আলাদা আলাদা হয়ে থাকে।

তাই বাংলাদেশ টু ওমান বিমান ভাড়া কত হবে সেটা কোন কোম্পানির বিমানের টিকিট কাটছেন এবং ভিআইপি নাকি সাধারণ ফ্লাইট তার ওপর নির্ভর করবে বাংলাদেশ থেকে ওমান বিমান ভাড়া কত হবে। উপরের দিকে কিছু বিমান ভাড়া উল্লেখ করেছি আপনি এখান থেকে কিছুটা ধারণা নিতে পারেন।

আরো পড়ুনঃ বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে

বাংলাদেশ টু ওমান এয়ার টিকেট প্রাইস 2023

নতুন ঘোষণা অনুযায়ী বাংলাদেশ টু ওমান সিঙ্গেল এয়ার টিকিট প্রাইস 49,563 টাকা এবং বাংলাদেশ টু ওমান লোকাল ফ্লাইট এয়ার টিকিটের মূল্য 40,695 টাকা।

এখানে বলে রাখা ভালো টিকেট মূল্য প্রতিনিয়ত আপডেট হয়ে থাকে তাই এখন আমরা যে মূল্য লিখেছি এর থেকে কম বেশি টিকেট প্রাইস হতে পারে তাই আপনি যদি বাংলাদেশ টু ওমান এয়ার টিকেট প্রাইস জানতে চান তাহলে বাংলাদেশ টু ওমান এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রিকেট মূল্য জেনে আসতে পারেন।

ওমান টু বাংলাদেশে বিমান ভাড়া কত 2023

ওমান টু বাংলাদেশ সরাসরি ফ্লাইটের বিমানের টিকিটের মূল্য 19,000-20,000 টাকা। এবং ওমান টু বাংলাদেশ লোকাল ফ্লাইট বিমানের টিকিটের মূল্য 12,000-13,000 টাকা।

আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে বাংলাদেশ থেকে ওমান যতটা দূরত্ব আবার ওমান থেকে বাংলাদেশের দূরত্ব তো ঠিক ততটুকুই কিন্তু বাংলাদেশ টু ওমান বিমান ভাড়া এত বেশি কেন আর ওমান টু বাংলাদেশের বিমান ভাড়া এত কম কেন।

আসলে আপনি বাংলাদেশ থেকে যে দেশেই যাবেন সব দেশে যাওয়ারই বিমান ভাড়া অনেক বেশি তবে অন্য দেশ থেকে বাংলাদেশে আসতে গেলে বিমান ভাড়া খুবই কম। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশী কিছু চক্র তাদের কু-চক্রের মাধ্যমে বিমান ভাড়া গুলো অনেক বৃদ্ধি করে ফেলে। আবার অনেক সময় ফ্লাইট কম থাকায় বিমান ভাড়া বেড়ে যায়।

বাংলাদেশ থেকে ওমান দূরত্ব কত কিলোমিটার 

গুগল ম্যাপ এর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ থেকে ওমানের দূরত্ব 3,528 km বাংলাদেশ থেকে ওমান যেতে ফ্লাইটে সময় লাগবে 4-5 ঘন্টা। 

আপনারা যারা বাংলাদেশ থেকে ওমান যেতে চান তারা অনেকেই হয়তো বা বাংলাদেশ থেকে ওমানের দূরত্ব কত সে সম্পর্কে জানতে চেয়েছিলেন আমরা আশা করি আপনাকে সঠিক তথ্য দিতে পেরেছি আর আমরা যে তথ্য দিয়েছি এটি সরাসরি গুগল ম্যাপ এর মাধ্যমে দেখানো হয়েছে।

তাই গুগল ম্যাপ সব সময় সত্যিই বংশ ঠিক তথ্য দিয়ে থাকে তাই আমরা অবশ্যই ধরে নিতে পারি বাংলাদেশ থেকে ওমানের দূরত্ব 3,528 km.

শেষ কথা

সম্মানিত পাঠক বৃন্দ আমাদের আজকের আর্টিকেলে বাংলাদেশ থেকে ওমানের বিমান ভাড়া কত সে সম্পর্কে আলোচনা করেছি আশা করি বাংলাদেশ টু ওমান বিমান ভাড়া কত সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন একই সাথে আরো জানিয়েছি ওমান টু বাংলাদেশের বিমান ভাড়া কত সেই সম্পর্কে।

বাংলাদেশ থেকে ওমান বিমান ভাড়া সম্পর্কে আপনার যদি কোন মতামত থেকে থাকে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের আজকের আর্টিকেল ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 853

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve this post?

Leave a Comment