সেরা ৫ টি স্ক্রিন শেয়ারিং অ্যাপ সম্পর্কে জানুন। Top 5 Screen Sharing Software in 2022

0
(0)

হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলব বর্তমান সময়ের সেরা ৫টি স্কিন শেয়ারিং অ্যাপ সম্পর্কে। আপনি যদি আপনার ফোনের স্ক্রিন অথবা ল্যাপটপ বা কম্পিউটারের স্কিন অন্যদের কাছে শেয়ার করতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই আর্টকেলের মাধ্যমে আপনি আপনার ফোনের বা ডেস্কটপ এর স্ক্রিন টি অন্যদের সাথে শেয়ার করতে পারবেন।

বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমে আমরা অনেক কাজই করে থাকি তার মধ্যে অনেক সময় আমাদের প্রয়োজন হয় নিজের ফোন বা ডেস্কটপ বা ল্যাপটপ এর স্ক্রিন শেয়ার করার কারণ এমন অনেক কাজই রয়েছে যেগুলো আমরা হয়তোবা অনেকেই পারিনা বা এর সমাধান হয়তো বা কেউ না দেখে দিতে পারবে না।

অনেক সময় এমনও হয় যে আমরা আমাদের ল্যাপটপে এমন কোন সমস্যা বাধিয়ে বসি যেগুলো সারার জন্য কোন একজন পারদর্শী লোক দরকার কিন্তু সে আপনার কাছে নেই এজন্য সে চায় যেন আপনার স্ক্রিনটি সে দূরে বসেই তার ল্যাপটপের স্কিনে যেন দেখতে পায় এজন্যই মূলত এই স্কিন শেয়ারিং এর ব্যবস্থা টা চালু করা হয়েছে।

সেরা ৫ টি স্ক্রিন শেয়ারিং অ্যাপ

আর আপনি যদি এরকম সমস্যায় পড়ে থাকেন যে আপনার ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিন শেয়ার করা খুবই দরকারী হয়ে পড়েছে কিন্তু আপনি জানেন না কিভাবে মোবাইল স্ক্রিন শেয়ার করতে হয় বা কিভাবে ল্যাপটপ বা ডেস্কটপ এর স্ক্রিন শেয়ার করতে হয় তাই মূলত আমাদের আজকের এই আর্টিকেলটি নিয়ে আসা।

তাই আজকের এই আর্টিকেলে আমরা মূলত আলোচনা করব কিভাবে মোবাইলের স্ক্রিন শেয়ার করা যায় অথবা কিভাবে ডেক্সটপ বা ল্যাপটপ এর স্ক্রিন অন্যদের মাঝে শেয়ার করে নিজের গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করে যায় চলুন দেখে নেয়া যাক আমাদের আজকের আর্টিকেল সেরা ৫টি স্ক্রিন শেয়ারিং অ্যাপ সম্পর্কে।

মোবাইল স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয়?

বর্তমান সময়ে আমাদের খুঁটিনাটি অনেক কাজের জন্যই আমাদের মোবাইল স্ক্রিন অথবা কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে হয় তাই আপনি যদি মোবাইল স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয় সে সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেল থেকেই আপনি মূলত জানতে পারবেন কিভাবে মোবাইলের স্ক্রিন অন্য মোবাইলে শেয়ার করতে হয়।

মোবাইল স্ক্রিন শেয়ার করা তেমন একটা কঠিন কাজ নয় শুধুমাত্র একটি অ্যাপ ব্যবহার করেই আপনি চাইলে আপনার ফোনের স্ক্রিন অন্য ফোনে শেয়ার করতে পারবেন খুব সহজেই এবং সেও আপনার ফোনের স্ক্রিন টি একদম ফ্রেশ ভাবে দেখতে পারবে তবে অবশ্যই মনে রাখবেন এজন্য কিন্তু আপনাকে আপনার মোবাইলের ডাটা কানেকশনটি অন রাখতে হবে।

মোবাইল স্ক্রিন কিভাবে কম্পিউটারে শেয়ার করবেন.?

মোবাইল স্ক্রিন খুব সহজেই আপনি চাইলে আপনার কম্পিউটারে বা ডেস্কটপে অথবা ল্যাপটপে দেখতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপ ব্যবহার করেই তাই মূলত আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচটি সেরা মোবাইল স্ক্রিন কম্পিউটারে শেয়ার করার জন্য জনপ্রিয় পাঁচটি অ্যাপ।

যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার মোবাইলের স্ক্রিন কম্পিউটারে মানে ডেক্সটপ এর শেয়ার করতে পারবেন অথবা ল্যাপটপেও চাইলে আপনি আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার করাতে পারবেন এই অ্যাপ গুলো ব্যবহার করে। চলুন দেখে নেয়া যাক কি সেই মোবাইল স্ক্রিন শেয়ার করার অ্যাপ।

  • স্ক্রিন শেয়ারিং অ্যাপ (Anydex)

স্ক্রিন শেয়ার করার জন্য বর্তমান সময়ের জনপ্রিয় কয়েকটি অ্যাপ রয়েছে এর মধ্যে Anydex খুবই জনপ্রিয় একটি স্ক্রিন শেয়ারিং অ্যাপ। আপনি যদি আপনার ফোনের স্ক্রিন অন্য ফোনে দেখতে চান অথবা আপনার ফোনের স্কিন ল্যাপটপ অথবা কম্পিউটারের স্ক্রিনে দেখতে চান তাহলে Anydex এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।

Anydex এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফোনের স্ক্রিন টি কম্পিউটার স্ক্রিনে শেয়ার করতে পারবেন অথবা আপনার ফোনের স্ক্রিন টি অন্য ফোনে শেয়ার করতে পারবেন চলুন এবার জেনে নেই কিভাবে Anydex এর মাধ্যমে আপনার ফোনের স্ক্রিন অন্য কারো ফোনে শেয়ার করবেন।

  • প্রথমে বলে নিচ্ছি একটি ফোন থেকে অন্য ফোনে স্ক্রিন শেয়ার করার জন্য দুটো ফোনেই আগে Anydex এই অ্যাপসটি ইন্সটল করে নিতে হবে
  • প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে এবং উপরে সার্চ বার এ গিয়ে লিখবেন Anydex তাহলে আপনি কাঙ্ক্ষিত একটি পেয়ে যাবেন এবং এটিকে ইন্সটল করে নিন
  • ইন্সটল করা হয়ে গেলে অ্যাপ থেকে ওপেন করুন এবং কয়েকটি পারমিশন চাইতে পারে পারমিশনগুলো এলাও করে দিন
  • এবার আপনি একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে উপরের দিকে একটি কোড নাম্বার লেখা থাকবে এবং নিচে একটি খালি বক্স দেখতে পাবেন
  • আপনার ফোনের স্ক্রিন যদি অন্য ফোনে শেয়ার করতে চান তাহলে উপরে যেই কোডটি দেখতে পাচ্ছেন সেই কোড আপনার যেই ফোনে শেয়ার করতে চান সেই ফোনে এনিডেক্স অ্যাপটিতে বসিয়ে দিন
  • আর যদি অন্য ফোনের স্ক্রিন আপনার ফোনে দেখতে চান তাহলে তার ফোনের Anydex অ্যাপটি ওপেন করে তার ফোনের ওই কোডটি আপনার ফোনের দ্বিতীয় বক্সে বসিয়ে দিন
  • সঠিকভাবে কোর্ট বসানোর পরে সামনে আরো বাটন বলে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন এবং দেখতে পাবেন আপনার ফোনের স্ক্রিন শেয়ার হয়ে গেছে।

Anydex এর মাধ্যমে মোবাইল স্ক্রিন কম্পিউটারে শেয়ার করার উপায

এতক্ষণ আমরা জানলাম কিভাবে একটি ফোনের স্ক্রিন অন্য ফোনে শেয়ার করা যায় এবার আপনি জানতে পারবেন Anydex এই অ্যাপটির মাধ্যমে কিভাবে মোবাইলের স্ক্রিন কম্পিউটারে শেয়ার করা যায় অথবা একটি কম্পিউটারের স্ক্রিন অন্য কম্পিউটারে শেয়ার করা যায় সেই সম্পর্কে বিস্তারিত।

আসলে উপরের দিকে আমরা আলোচনা করে এসেছি কিভাবে Anydex  এর মাধ্যমে মোবাইল স্ক্রিন অন্য মোবাইলে শেয়ার করা যায় তবে Anydex এই অ্যাপটি মোবাইল এবং কম্পিউটার জন্য প্রায় সেম কারণ Anydex এই অ্যাপটি যদি আপনার কম্পিউটারে ইন্সটল করেন তাহলে ঠিক ওই উপরের একই উপায়ে কম্পিউটারে চালাতে পারবেন।

তবে এখানে একটি মজার বিষয় হচ্ছে মোবাইলের চেয়ে একটু বেশি ফ্যাসিলিটিস পাবেন কম্পিউটারে আর সেটি হচ্ছে আপনি চাইলেই অন্যের কম্পিউটারের মাউস এর কাজগুলো আপনি আপনার মাউসের মাধ্যমে করতে পারবেন মানে আপনি তার কম্পিউটারটিকে সম্পূর্ণ আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন।

তবে এখানে মোবাইলের বিষয়টি আলাদা কারণ Anydex এর মাধ্যমে আপনি চাইলেই অন্যের মোবাইলের কন্ট্রোল আপনার হাতে নিতে পারবেন না মোবাইলে শুধুমাত্র আপনার বন্ধু যা করবে সেটাই আপনার ফোনে দেখতে পারবেন তাছাড়া অন্য কিছুই করতে পারবেন না। আর এটাই মূলত কম্পিউটার আর মোবাইলের মধ্যে স্ক্রিন শেয়ারিং এর পার্থক্য।

  • স্ক্রিন শেয়ারিং অ্যাপ (TeamViewer)

বর্তমান সময়ে মোবাইল স্ক্রিন শেয়ারিং অথবা কম্পিউটার বা ল্যাপটপে স্কিন শেয়ারিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে Team Viewer কারণ বর্তমান সময়ে স্কিন শেয়ারিং এর জন্য টিম ভিউয়ার এই অ্যাপটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ইউজারদের মধ্যে।

Team Viewer এই অ্যাপটি গ্রাহকদের মাঝে বেশি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এই অ্যাপটির মাধ্যমে আপনি অল্প নেট কানেকশন দিয়েও খুবই ভালো পারফর্মিং স্পিড পাবেন স্কিন শেয়ারিং এর মাধ্যমে কারণ অন্যান্য অ্যাপ গুলোতে যদি নেট স্পিড কম থাকে তাহলে কাজ অনেক স্লো করে।

আর একটি অ্যাপ যদি কাজ শুরু করে তাহলে বুঝতেই পারছেন আপনার অপজিটে যেই ব্যক্তি থাকবে তার কম্পিউটার অবস্থা কি হতে পারে অথবা সে হয়তো দেখতেই পাবে না যে আপনি আপনার কম্পিউটারে কি করছেন বা আপনার ফোনে কি করছেন। যাই হোক চলুন দেখে নেয়া যাক কিভাবে Team Viewer এর মাধ্যমে আপনার মোবাইল স্ক্রিন অন্য মোবাইলে শেয়ার করবেন অথবা কম্পিউটার স্ক্রীন অন্য কম্পিউটারে শেয়ার করবেন।

  • এবারও মোবাইল স্ক্রিন শেয়ার করার জন্য দুটো ফোনেই Team Viewer এই অ্যাপটি ইন্সটল করা থাকতে হবে
  • এরপর এপটিতে ওপেন করলে কোন পারমিশন চাইলে সেগুলো ওকে করে দিন
  • এই অ্যাপটিও Anydex এর মতই তাই এই অ্যাপেও আপনি একটি কোড দেখতে পাবেন এবং নিচের দিকে একটি পাসওয়ার্ড দেখতে পাবেন
  • এবার আপনার স্ক্রিন শেয়ারের জন্য আপনার আইডি নাম্বারটি এবং পাসওয়ার্ডটি আপনার ফ্রেন্ডের কাছে দিন
  • এবার আপনার ফ্রেন্ড কে বলুন ওই আইডি এবং পাসওয়ার্ডটি তার ফাঁকা স্থানে বসিয়ে দিতে তাহলেই আপনার ফোনের স্ক্রিন অন্য ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে 

Team Viewer এর মাধ্যমে মোবাইল স্ক্রিন কম্পিউটারে শেয়ার করার উপায

আসলে উপরে আলোচিত TeamViewer এবং Anydex দুটো অ্যাপের মাধ্যমেই মোবাইল স্ক্রিন কম্পিউটারের শেয়ার করা যাবে অথবা কম্পিউটার স্ক্রিন মোবাইলে শেয়ার করা যাবে তবে এর পদ্ধতি ও ঠিক একই। মোবাইলে যে পদ্ধতিতে আপনি অন্য ফোনের সাথে আপনার ফোনের স্ক্রিন শেয়ার করেছেন ঠিক একই পদ্ধতিতে কম্পিউটারেও TeamViewer ব্যবহার করে আপনার কম্পিউটার স্ক্রিন অন্য কম্পিউটারে শেয়ার করতে পারবেন।

 

ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম

 

তবে TeamViewer এর মাধ্যমেও আপনি চাইলে অন্য কম্পিউটারের সকল কন্ট্রোল আপনার কম্পিউটারে নিয়ে নিতে পারবেন এবং TeamViewer এর সবচেয়ে ভালো দিক হচ্ছে এটির মাধ্যমে আপনি আপনার ফোনের বা কম্পিউটারের সকল কিছু খুবই স্মুথলি এবং অল্প নেটওয়ার্ক কানেকশন এই কন্ট্রোল করতে পারবেন।

  • স্ক্রিন শেয়ারিং অ্যাপ Screen Mirroring & TV Miracast

Screen Mirroring & TV Miracast এই অ্যাপটির মাধ্যমে আপনি চাইলে আপনার ফোনের স্ক্রিন অন্য ফোনের শেয়ার করতে পারবেন খুব সহজেই। অথবা আপনি চাইলে আপনার কম্পিউটারের স্ক্রিন ও অন্য কম্পিউটারে শেয়ার করতে পারবেন এই অ্যাপ ব্যবহার করে।

এই অ্যাপটিও ব্যবহার করা খুবই সহজ এর মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই আপনার ফোনের স্ক্রিন অথবা কম্পিউটারের স্ক্রিন আপনার বন্ধুর ফোনে করতে পারবেন আর এটিও বর্তমান সময়ে অনেকটাই জনপ্রিয় একটি স্ক্রিন শেয়ারিং অ্যাপ।

  • স্ক্রিন শেয়ারিং অ্যাপ Masenger

আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে মেসেঞ্জার পুরো বিশ্বের মধ্যে খুবই জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম তবে আপনি জানেন কি এই Masenger মাধ্যমেই আপনি আপনার ফোনের স্ক্রিন আপনার বন্ধুকে বা আপনি যাকে দেখাতে চাচ্ছেন সে আপনার ফোনের স্ক্রিন দেখতে পাবে..!

হ্যাঁ বন্ধুরা এখন থেকে মেসেঞ্জার এর নতুন আপডেট আসার পরেই আপনি আপনার মেসেঞ্জার এর মাধ্যমে খুব সহজেই আপনার ফোনের স্ক্রিন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন এজন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে চলুন দেখে নেয়া যাক কি সেই স্টেপগুলো।

  • প্রথমেই আপনি আপনার যেই বন্ধু বা যে লোকের সাথে স্ক্রিন শেয়ার করতে চান তাকে একটি ভিডিও কল দিন
  • এরপর ভিডিও কলে থাকা অবস্থায় আপনার ফোনের একদম নিচের দিকে যেখান থেকে আমরা কলটি কেটে দেই সেখানে চেপে ধরে উপরের দিকে একটু টান দিলেই নিচে আরো অনেকগুলো অপশন দেখতে পাবেন
  • এবং সেই অপশনগুলো থেকে একটি অপশন দেখতে পাবেন স্ক্রিন শেয়ার সেখানে ক্লিক করলেই আপনার ফোনের স্ক্রিন আপনার বন্ধু দেখতে পাবে।
  • এবং ওকে বাটনে ক্লিক করে মোবাইলের হোম বাটনে ক্লিক করুন এবং আপনার ফোনের যে বিষয়টি আপনার বন্ধু দেখতে পারবেন
  • স্ক্রিন শেয়ারিং অ্যাপS (creen Mirroring Cassto)

আমাদের আজকের লিস্টর শেষে রয়েছে creen Mirroring Cassto এই অ্যাপটি মূলত মোবাইল স্ক্রিন শেয়ারের পাশাপাশি এটির মাধ্যমে আপনি টিভিতেও আপনার মোবাইলের স্ক্রিন টি শেয়ার করতে পারবেন। তবে টিভিতে স্ক্রিন শেয়ার করার জন্য আপনাকে কোন টিভিতে অ্যাপস ব্যবহার করতে হবে না।

তবে creen Mirroring Cassto এই অ্যাপটি টিভিতে ব্যবহার করতে হলে অবশ্যই টিভিতে ওয়াইফাই কানেকশন থাকতে হবে তাছাড়া কোনভাবেই স্ক্রিন শেয়ার দিতে পারবেন না তাই আপনি যদি আপনার ফোনের স্ক্রিন অথবা ল্যাপটপও কম্পিউটার স্ক্রিন আরো বড় করে টিভির মাধ্যমে দেখতে চান তাহলে Creen Mirroring Cassto এই অ্যাপটি ব্যবহার করতে পারেন

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve this post?

Leave a Comment