আইফোন ১৪ প্রো এর দাম কত বাংলাদেশে 2023। iphone 14 Pro Price in Bangladesh

4.9
(1934)

হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলব বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং দামি ফোন আইফোন ১৪ প্রো এর দাম কত বাংলাদেশে 2023 সে সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আইফোন ১৪ প্রো কেমন পারফরম্যান্স সেই সম্পর্কেও বিস্তারিত জানানোর চেষ্টা করব তাই আপনারা যারা আইফোন ১৪ প্রো ফোনটি নিয়ে খুবই এক্সাইটেড তারা আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।

বর্তমান সময়ে যেসব ফোনগুলো বাজারে আসছে তার মধ্যে আইফোন ১৪ প্রো এই ফোনটি খুবই জনপ্রিয় কারণ আইফোনের প্রতিটি পণ্যই বাজারে আসলে মানুষের মধ্যে হইহুল্লোড় পড়ে যায় ফোন কেনার জন্য এবং নতুন ফোনে কি কি ফিচার ব্যবহার করা হয়েছে সেটি জানার জন্য।

আরো পড়ুনঃ সেকেন্ড হ্যান্ড মোবাইলের দাম

তাই আপনিও হয়তো প্রতিনিয়তই গুগলে বা ইউটিউবে সার্চ করছেন আইফোন ১৪ প্রো এর দাম কত বাংলাদেশে সে সম্পর্কে কারণ আইফোন যতটা না অন্য দেশের জনপ্রিয় তার থেকে কম জনপ্রিয় বাংলাদেশে হলেও যারা আইফোন কিনে তাদের মনে হয় যেন তারা খুবই এক্সাইটেড হয়ে থাকে iphone কেনার জন্য।

তাই আপনি যদি আইফোন ১৪ প্রো ফোনটি কেনার জন্য খুবই এক্সাইটেড হয়ে থাকেন বা এই ফোনটি সম্পর্কে আপনি তেমন কিছু ভালোভাবে জানেন না আইফোন ১৪ প্রো এর স্পেসিফিকেশন সম্পর্কেও জানেন না তাহলে আজকের এই নিবন্ধনটি আপনার জন্য আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব আইফোন ১৪ প্রো এর দাম কত বাংলাদেশে সে সম্পর্কে এবং আরো এই ফোনটি সম্পর্কে অনেক কিছু বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব।

আইফোন ১৪ প্রো এর দাম কত বাংলাদেশে
আইফোন ১৪ প্রো এর দাম কত বাংলাদেশে

আইফোন ১৪ প্রো এর দাম কত বাংলাদেশে 2023

iphone প্রতিনিয়তই বাজারে নতুনত্ব সৃষ্টি করে গ্রাহকদের মাঝে একটি প্রতিবিম্ব সৃষ্টি করে ফেলে যা iphone গ্রাহকেরা খুবই এক্সাইটেড হিসেবে এই বিষয়টিকে ধরে নেয় কারণ প্রতিনিয়ত iphone তাদের ফোনগুলোতে নতুনত্ব নিয়ে আসছে এবং গ্রাহকদের মনে জায়গা করে নিচ্ছে তাদের সকল ফিচারগুলো।

কারন আমরা এর আগেও দেখে এসেছি আইফোন এর যতগুলো মডেল বের হয়েছে তার প্রতিটা মলেলে আলাদা আলাদা ফিচার ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি ফোনের দামও তাই আলাদা করা হয়েছে আর প্রতিনিয়তই দেখা যাচ্ছে আইফোনের দাম বেড়েই চলছে।

আরো পড়ুনঃ ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন

আর আপনি যদি এখন পর্যন্ত না জেনে থাকেন আইফোন ১৪ প্রো এর দাম কত বাংলাদেশে তাহলে আজকের এই আর্টিকেল থেকেই আপনি জানতে পারবেন আইফোন ১৪ প্রো এর দাম কত বাংলাদেশে সে সম্পর্কে বিস্তারিত।

মূলত ২০২২ সালে আইফোনের মোট ৩ টি ভেরিয়েন্ট এসেছে এর মধ্যে একটি হচ্ছে আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, তবে এই সকল মডেল গুলোর মধ্যে আইফোন ১৪ প্রো ম্যাক্স সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশের বাজারে এবং অন্যান্য সকল দেশেই।

কারণ আমরা সকলেই জানি এবং প্রতিনিয়ত দেখে এসেছি যে আইফোনের যে মডেলটি এই বের হোক না কেন তার প্রোম্যাক্স যে মডেলটি থাকে সেটির দাম যেমন বেশি থাকে এবং ফিচারও তেমনি বেশি থাকে তাই iphone 14 তেও এর কোন কমতি হয়নি।

আইফোন ১৪ প্রো ফুল স্পেসিফিকেশন

আইফোন ১৪ প্রো এই ফোনটি মোট চারটি কালার ভেরিয়েন্ট পাবেন এর মধ্যে প্রথমটি হচ্ছে ব্লাক এবং দ্বিতীয়টি হচ্ছে গোল্ড এবং তৃতীয়টি হচ্ছে পার্পেল এবং চতুর্বে নম্বর কালার টি হচ্ছে সিলভার আপনি আপনার পছন্দমত যে কোন একটি কালার চুজ করতে পারেন এটা আপনার ব্যাপার।

আইফোন ১৪ প্রো এর নেটওয়ার্ক কোয়ালিটি হিসেবে সর্বোচ্চ ফাইভ জি নেটওয়ার্ক সাপোর্ট পেয়ে যাবেন, ফোনটিতে দুইটি ন্যানো সিম কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। আইফোন ১৪ প্রো ফোনটিতে বডি ফেস্টাকচার হিসেবে পাবেন ডাবল পাঞ্চ হোল ডিসপ্লে এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস ফ্রন্ট এবং ব্যাক দুটো সাইটেই এবং ফোনটির ফ্রেম ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের।

ফোনটির ডিসপ্লের সাইজ ৬.১ ইঞ্চির হলেও ফোনটির ওজন হচ্ছে ২০৬ গ্রাম। আইফোন ১৪ প্রো ফোনের ডিসপ্লে রেজুলেশন হিসেবে পেয়ে যাবেন 1179 x 2556 pixels একটি ডিসপ্লে যা দিয়ে আপনি সর্বোচ্চ 8k পর্যন্ত ভিডিও দেখতে পারবেন।

আমরা প্রতিনিয়তই জানি আইফোন সব সময় তাদের নিজস্ব ডিসপ্লে ব্যবহার করে থাকে এবং তাদের নিজস্ব টেকনোলজি ব্যবহার করে এবং এই ফোনটিতেও তার কোন কমতি হয়নি আইফোন ১৪ প্রো ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে আইফোনের নিজস্ব টেকনোলজির ডিসপ্লে। এবং ডিসপ্লে স্মার্টনেস হিসেবে ব্যবহার করা হয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট।

আইফোন ১৪ প্রো ক্যামেরা

আমরা সকলেই জানি আইফোনে সব সময় মাত্র তিনটি ক্যামেরা ব্যবহার করা থাকে আর এই তিনটি ক্যামেরায় অন্যান্য ফোনের চেয়ে দুর্দান্ত পারফরমেন্সের ছবি প্রদান করে থাকে ঠিক তেমনি আইফোন ১৪ প্রো ফণ্ডিত ব্যবহার করা হয়েছে মোট তিনটি ক্যামেরা। যার মেইন ক্যামেরা হিসেবে পাবেন ৪৮ মেগাপিক জেলার একটি ক্যামেরা এবং সাথে থাকবে দুইটি ১২ এবং ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।

পিছনের এই ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4k রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন আর বর্তমান সময়ে এর বেশি প্রয়োজন হয় না তেমন । এবং সামনের ক্যামেরা হিসেবে ও পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেটা দিয়েও আপনি ফোরকে রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন।

আইফোন ১৪ প্রো এর ব্যাটারি সম্পর্কে এখনো তেমন বিস্তারিত তথ্য দেওয়া হয়নি তবে এই ফোনটিতে শোনা গেছে খুবই উচ্চমানের ব্যাটারি ব্যবহার করা হয়েছে তবে এটিতে দেওয়া হয়নি কোন চার্জার সে নিয়ে অন্য কোন আর্টিকেলে কথা বলা যাবে কারণ চার্জার নিয়ে বর্তমান সময়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে অ্যাপল কোম্পানি।

আইফোন ১৪ প্রো এর পারফরম্যান্স

আইফোন ১৪ প্রো ফোনের পারফরম্যান্স হিসেবে এর আইওএস ব্যবহার করা হয়েছে আইফোনের নিজস্ব ios ১৬ ফোনটিতে চিফসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Apple A16 Bionic। এবং রেম পেয়ে যাবেন সাথে ৬ জিবি। তবে স্টোরেজ সেকশনে রয়েছে বড় ধরনের তফাৎ আইফোন ১৪ প্রো ফোনটিতে এসেছিলিস হিসেবে ব্যবহার করা হয়েছে 128 / 256 / 512 GB / 1 TB।

যেহেতু আলাদা আলাদা স্টোরেজের ফোন তাই এর দামটিও আলাদা আলাদা রয়েছে তাই আপনার বাজেট অনুযায়ী আপনি যে কোন একটি স্টোরেজের পছন্দ করতে পারেন। তবে এ ফোনটিতে থাকছে না কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৩.৫ এমএম জ্যাক যেটা গ্রাহকদের জন্য খুবই দুঃখজনক একটি বিষয়।

আইফোন ১৪ প্রো প্রাইস ইন বাংলাদেশ

যেহেতু iphone খুবই এক্সট্রিম লেভেল এর একটি ফোন তাই এর দাম টিও একটু বেশি আর প্রতিনিয়তই আমরা দেখে এসেছি আইফোনের দাম সব সময় একটু বেশি হয়ে থাকে তবে আইফোনের দাম গ্রাহকদেরকে প্রতিনিয়তই সন্তুষ্ট করে এসেছে তাদের সেবার মান ও তাদের ফোনের পারফরমেন্স দিয়ে।

আইফোন ১৪ প্রো ফোনটির মোট চারটি ভ্যারিয়েন্ট হয়েছে এবং চারটি ভেরিয়েন্টের প্রাইস আলাদা আলাদা তাই চলুন দেখে নিব আইফোন ১৪ প্রো ফোনটির বাংলাদেশে দাম কত.!

আইফোন ১৪ প্রো এর দাম বাংলাদেশে: ৳183,499 128 GB/ ৳201,599 256 GB/ ৳237,799 512 GB/ ৳272,999 1 TB

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 1934

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve this post?

Leave a Comment