Itel বাটন মোবাইলের দাম ও ছবি 2023। iTel Button Bobile Price in Bangladesh

4.9
(1234)

আপনি কি আইটেল কোম্পানির একটি বাটন ফোন কিনতে চান বা Itel বাটন মোবাইলের দাম 2023 জানতে চান.? তাহলে আজকের এই নিবন্ধনটি আপনার জন্য আজকের এই আর্টিকেলে আমরা মূলত আলোচনা করেছি আইটেল বাটন মোবাইলের দাম ২০২৩ সম্পর্কে 

বর্তমান সময়ে যদিও সবাই আমরা স্মার্টফোন ব্যবহার করি তারপরেও আমাদের মাঝেমধ্যে প্রয়োজন হয় একটি Itel বাটন ফোন কারণ অনেকেরই স্মার্টফোনগুলো দিয়ে কথা বলতে ভালো লাগে না বা কমফোর্টেবল ফিল করে না কারণ স্মার্টফোনগুলোর ওজন একটু বেশি হয়ে থাকে আর তেমন একটা ফিল পাওয়া যায় না।

আরো পড়ুনঃ Symphony বাটন মোবাইলের দাম

তাই মূলত আমরা বাটন ফোন ব্যবহার করে থাকি আর এজন্যই আপনি হয়তো একটি বাটন ফোন কেনার চিন্তা-ভাবনা করেছেন তাই itel বাটন ফোনের দাম সম্পর্কে জানার জন্য গুগলে খুজতেছেন। আর এই খোঁজাখুঁজি থেকে বাঁচানোর জন্য আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কয়েকটি itel বাটন মোবাইল যার মধ্যে থেকে আপনি যে কোন একটি ফোন আপনার বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন।

Itel বাটন মোবাইলের দাম ও ছবি

আপনি যদি একটি ফিচার ফোন বা বাটন ফোন কিনতে চান তাহলে অবশ্যই সেটির বাইরের লোক আগে দেখে কিনবেন তাই না। তাই মূলত আইটেল ফোন গুলো ইউজারদের পছন্দের কথা বিবেচনা করে তারা তাদের বাটন ফোনগুলো খুবই চমৎকারভাবে তৈরি করে থাকে। আপনি যদি google এ গিয়ে সার্চ করেন আইটেল বাটন মোবাইলের দাম ও ছবি তাহলে প্রচুর পরিমাণে আইটেল ফোনের ছবি পেয়ে যাবেন। 

আপনি চাইলে সেখান থেকেও আপনার পছন্দের ফোনটি বেছে নিতে পারেন। তবে শুধুমাত্র বেছে নিলেই তো হবে না কোন ফোনটি আপনার জন্য ভালো হবে আর আপনি যে বাজেট করেছেন তার মধ্যে কোন ফোনটি ভালো হবে সেটির দিকনির্দেশনা দেওয়ার জন্যই মূলত আমাদের আজকের এই আর্টিকেল।

iTel Button Bobile Price in Bangladesh

আপনি হয়তো বা দেখে থাকবেন যে বর্তমান সময়ে যেসব বাটন মোবাইল কোম্পানি গুলো রয়েছে তার মধ্যে আইটেল কোম্পানি এই সবচাইতে কম দামে ভালো ফোন গুলো অফার করে থাকে আর তাই মূলত আইটেল কোম্পানি এত দ্রুত বাটন ফোনের জন্য অনেকটা জনপ্রিয়তা লাভ করেছে আমাদের বাংলাদেশ।

আরো পড়ুনঃ ৩০০০ টাকার মধ্যে মোবাইল

তাই আপনি যদি আইটেল বাটন মোবাইলের দাম সম্পর্কে জানতে চান তাহলে আমি বলব আপনি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন কারণ অন্যান্য ফোন গুলোর চেয়ে itel মোবাইলের দাম একটু হলেও কম। তাই আমি বলব অবশ্যই আপনি একটি আইটেল বাটন মোবাইল কিনে নিন।

Itel বাটন মোবাইলের দাম (iTel Power 100)

Itel বাটন মোবাইলের দাম
Itel বাটন মোবাইলের দাম

আমাদের আজকের আর্টিকেলের প্রথম আইপিএল ফোনটি হচ্ছে iTel Power 100 এই ফোনটি মূলত ২০১৯ সালের ডিসেম্বর মাসের দিকে প্রথম বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়। যদিও এই ফোনটি প্রায় দুই বছর আগে বাংলাদেশের বাজারে আসে তবে এখনো এই ফোনটির জনপ্রিয়তা প্রচুর।

কারণ আইটেল বাটন মোবাইল প্রথমত ২০১৯ সালের দিকেই জনপ্রিয়তা পায়। আর তখনই মূলত এই ফোনটি বাজারে আসে। এই ফোনটি মোট তিনটি কালার পেন্টি পাবেন একটি হচ্ছে কফি গোল্ড, কালার ব্ল্যাক এবং গোল্ড রেড।

আরো পড়ুনঃ ২০০০ টাকার মধ্যে বাটন মোবাইল

iTel Power 100 এই ফোনটি বেশি জনপ্রিয়তা লাভ করার মূল কারণ হচ্ছে এটির কম দামে ভাল পারফরমেন্সের জন্য কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4 জিবির একটি রেম সাথে পেয়ে যাবেন 4 জিবি ফোন স্টোরেজ তাহলে বুঝতে পারছেন একটি বাটন মোবাইলে যদি 4gb রেম ব্যবহার করা হয় তাহলে কতটা পারফরম্যান্স ভালো হতে পারে এই ফোনটিতে।

এবং ক্যামেরা হিসেবে ও বাটন মোবাইলে আমরা নরমালি যে ক্যামেরা গুলো দেখি তা কিন্তু খুবই ছোট একটি ক্যামেরা বা বাটন মোবাইলের একটি ক্যামেরা সে হিসাবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 1.3 মেগাপিক্সেলের একটি ক্যামেরা।

iTel Power 100 এই ফোনটিতে ব্যাটারি সেকশনে রয়েছে বড় চমক কারণটির ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ২৫০০ মিলিম্পিয়ারের একটি লিথিয়াম পলিমারের ব্যাটারি যা দিয়ে আপনি প্রায় দুই থেকে তিন দিন ব্যাকআপ পেতে পারেন খুব সহজেই।

iTel Power 100 এই ফোনটিতে এতসব দারুন ফিচার থাকা সত্ত্বেও ফোনটির দাম কিন্তু তেমন একটা বেশি নয় এই ফোনটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে ১২৫০ টাকা মাত্র আমরা এর আগেও দেখেছি সিম্ফনির একটা মোবাইল তার দামও প্রায় তিন হাজার টাকা কিন্তু ফিচার এই একই। তাই আপনি যদি আইটেল বাটন মোবাইল নিতেই চান তাহলে এই ফোনটি আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন।

মোবাইল নামঃ iTel Power 100
ডিসপ্লে সাইজঃ DISPLAY1.7″ (4.32 cm)
রেম 512 MB
মেমরি কার্ড Yes Up to 32 GB
ব্যাটারি BATTERY 2500 mAh
নির্মাতা কম্পানি Itel
বাংলাদেশে মূল্য ৳1,250

Itel বাটন মোবাইলের দাম (Itel magic core IT5260)

Itell magic core IT5260 এই ফোনটির নামটি অনেক বড় হলেও কাজও কিন্তু খুবই ভালো করে। আইটেল এর এই বাটন ফোনটিতে পেয়ে যাবেন কয়েকটি দারুণ ফিচার। এই ফোনটি মূলত ২০২১ সালের দিকে প্রথম বাংলাদেশে আসে।

Itell magic core IT5260 এই ফোনটিতে নেটওয়ার্ক কোয়ালিটি হিসেবে পেয়ে যাবেন টুজি নেটওয়ার্ক কোয়ালিটি এবং ডিসপ্লে হিসেবে থাকছে ১.৭৭ ইঞ্চি একটি ডিসপ্লে। ক্যামেরা হিসেবে পাবেন ১.৩ মেগাপিক্সেল একটি ক্যামেরা।

আগের ফোনটির মতো এই আইটেল ফোনটি তো পেয়ে যাবেন 4gb রেম এবং 4 gb ফোন স্টোরেজ সাথে ডেডিকেটেড মেমোরি কার্ড হিসেবে সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে।

Itell magic core IT5260 এই ফোনটির ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে লিথিয়াম আয়নের ১৯০০ মিলিয়ম প্লেয়ারের একটি ব্যাটারি যা দিয়ে আপনি যদি নরমাল ইউজার হয়ে থাকেন তাহলে প্রায় পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ হয়ে যাবেন। আর এই ফোনটির সব বিবেচনা করে ফোনটির দাম রাখা হয়েছে মাত্র ১২০০ টাকা।

মোবাইল নামঃ Itel magic core IT5260
ডিসপ্লে সাইজঃ 109.3 x 47.3 x 14.2 mm
রেম 4MB RAM
মেমরি কার্ড 4MB ROM
ব্যাটারি 1900 mAh
নির্মাতা কম্পানি Itel
বাংলাদেশে মূল্য 1,200 BDT

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 1234

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve this post?

Leave a Comment