আসসালামু আলাইকুম সম্মানিত পাঠক আপনি কি একটি নতুন জমি কিনতে চাচ্ছেন? বা আপনার জমির তথ্য যাচাই করতে চাচ্ছেন? তাহলে খুব সহজে জমির দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করুন দাগসূচি ব্যবহার করে। এবং দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম দেখুন মাত্র ১ মিনিটে।
বর্তমান সময়ে এই ডিজিটাল যুগে সবকিছুই ডিজিটাল পদ্ধতিতে করা যাচ্ছে। একটা সময় ছিল যখন ভূমি সংক্রান্ত তথ্য জানতে হলে আমাদের সরাসরি ভূমি অফিসে যেতে হতো কিন্তু ডিজিটাল বাংলাদেশ খাওয়ার পরে ঘরে বসে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনার সকল জমি জমার তথ্য এক মিনিটের মধ্যে দেখে নিতে পারবেন।
আরো পড়ুনঃ জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম
এমনকি আপনি যদি একটি নতুন জমি কিনতে চান তাহলে ওই জমির আসল মালিক কে সেটিও খুব সহজেই যাচাই করা যায় তাই আজ আমরা আমাদের আজকের নিবন্ধনে জমির দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করব দাগসূচি ব্যবহার করে চলুন এটা কিভাবে করবেন এবং দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম কিভাবে দেখবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আমাদের এই বিবর্তনে চলুন তাহলে শুরু করা যাক।

জমির দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করুন দাগসূচি
জমির দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করার জন্য ভিজিট করুন বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় অফিশিয়াল ওয়েবসাইট https://eporcha.gov.bd/ এখানে বিভাগ, জেলা সিলেক্ট করে খতিয়ান টাইপ (আর এস) দিয়ে উপজেলা, মৌজা নির্বাচন করুন এবং দাগ নং লিখে ক্যাপচা কোড দিয়ে (অনুসন্ধান করুন) এ ক্লিক করলেই জমির খতিয়ানটি দেখতে পাবেন।
আরো পড়ুনঃ ভোটার আইডি কার্ড চেক 2023
বন্ধুরা আমরা উপরের দিকে খুবই সহজ এবং সংক্ষেপে বলেছি কিভাবে আপনি জমির দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করবেন দাগ সূচি দিয়ে। এখান থেকে যদি আপনি খতিয়ান বের করতে না পারেন তাহলে আমরা নিচের দিকে কিছু ছবি আকারে এবং স্টেপ স্টেপ ব্যবহার করে খুবই সহজ পদ্ধতিতে আপনাদের বোঝানোর চেষ্টা করব।
চলুন এবার আমরা কয়েকটি স্টেপের মাধ্যমে দেখে নেই কিভাবে জমির দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করতে হয় দাগসূচি ব্যবহার করে। চলুন তাহলে দেখে নেয়া যাক।
ধাপ ১: বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় অফিশিয়াল ওয়েবসাইট সার্চ করুন
দাগ নাম্বার দিয়ে জমির খতিয়ান বের করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটারের যে কোন ব্রাউজার থেকে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://eporcha.gov.bd/ লিখে সার্চ করলে নিচে দেওয়া ফটোর মতন একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং ই-পর্চা অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
ধাপ ২: খতিয়ান অপশন নির্বাচন করুন
ই-পর্চা অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে একটু নিচের দিকে গেলে (খতিয়ান) নামে একটি অপশন দেখতে পাবেন সেটি সিলেক্ট করুন। যেমনটি নিচের ফটোতে দেখতে পাচ্ছেন।
ধাপ ৩: দাগ নাম্বার দিয়ে খতিয়ান দেখুন
এই স্টেপে আপনার জমির সকল তথ্য দিতে হবে প্রথমে বিভাগ ও জেলা নির্বাচন করুন খতিয়ান টাইপ নির্বাচন করুন
- বি এস
- সি এস
- বি আর এস
- আর এস
- এস এ
- পেটি
- দিয়ারা
- নামজারি
উপরের খতিয়ান টাইপ গুলোর মধ্যে আপনি যেই খতিয়ানের জায়গার তথ্য দেখতে চাচ্ছেন বা কার নামে রয়েছে সেটি দেখতে যাচ্ছেন সেই খতিয়ান টাইপ সিলেক্ট করুন বেশিরভাগ আরএস খতিয়ান হয়ে থাকে তাই আমরা আর এস খতিয়ান সিলেক্ট করে কিভাবে চেক করব সেটি দেখব।
আরো পড়ুনঃ ভোটার আইডি কার্ড সংশোধন
খতিয়ান (আর এস) সিলেট করে উপজেলা ও আপনি যেই মৌজার জায়গা বা খতিয়ান দেখতে চাচ্ছেন সেই মৌজা নির্বাচন করুন। এবং দাগ নম্বর লিখে নিচে একটি ক্যাপচার বক্স দেখতে পাবেন সেখানে চারটি সংখ্যা লেখা দেখতে পাবেন সেই লেখাগুলো খালি বক্সে বসিয়ে (অনুসন্ধান করুন) বাটনে ক্লিক করলেই নতুন একটি ইন্টারফেজে নিয়ে যাবে।
ধাপ ৪: খতিয়ান যাচাই করুন
এই স্টেপ হচ্ছে শেষ ধাপ এইভাবে আপনি উপরের কাজগুলো সঠিকভাবে করে আসতে পারলে নিচের ফটোর মতো একটি অপশন দেখতে পাবেন সেখানে আপনি দাগ সুচি ব্যবহার করেছেন এবং সেই দাগ সুচি অনুযায়ী আপনার খতিয়ান নাম্বার কত সেটি এবং জমির মালিক ও দখলদারকে সেটিও দেখতে পারবেন যেমনটি নিজের ফটোতে দেখানো হয়েছে।

দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করার নিয়ম
দাগ নম্বর দিয়ে জমির মালিকানা বের করার জন্য ভিজিট করুন https://land.gov.bd/ এখান থেকে (আর এস খতিয়ান) সিলেক্ট করে জেলা, উপজেলা নির্বাচন করুন এবং খতিয়ান টাইপ (আর এস) দিয়ে উপজেলা ও মৌজা নির্বাচন করে দাগ নম্বর লিখে ক্যাপচার পূরণ করে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করলেই খতিয়ান সহ জমির মালিকের নাম দেখতে পাবেন।
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক
আমরা উপরের দিকে খুব সহজ পদ্ধতিতে দেখেছি দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম কিভাবে বের করবেন সেই পদ্ধতিতে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে একজন জমির মালিকের নাম বাছাই করতে হয়।
আমরা উপরে দিকে শুধুমাত্র আর এস খতিয়ান এর মালিকের নাম বা খতিয়ানের নম্বর কিভাবে দেখবেন সেই বিষয়ে আলোচনা করেছি আপনারা চাইলে আরো যে কয় ধরনের খতিয়ান রয়েছে সবগুলো টাইপের খতিয়ান যাচাই করতে পারবেন। চলেন আমরা কয়েকটি স্টেপ দেখে নেই কিভাবে আপনি দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করবেন।
- বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://land.gov.bd/citizens-corner/ এ প্রবেশ করুন।
- ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে (আর এস খতিয়ান) অপশনটি সিলেক্ট করে দিন
- আর এইচ খতিয়ান সিলেট করলে আপনাকে নতুন একটি ওয়েবসাইটে নিয়ে যাবে https://eporcha.gov.bd/
- ই-পর্চা এই ওয়েবসাইট থেকে আপনি আপনার জমির সকল তথ্য এবং দাগ সূচি দিয়ে ক্যাপচার পূরণ করে সাবমিট করলেই জমির আসল মালিকের নাম বের করতে পারবেন।
উপরে দেখানো চারটি নিয়ম সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আপনি দাগ সুচি অথবা দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার ব্যবহার করে খুব সহজে আপনার জমির আসল মালিক কে বা একটি নতুন জমি কিনতে চাইলে সেই জমির আসল মালিক কে সেটি খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে ১ মিনিটের মধ্যে দেখে নিতে পারবেন।
জমির দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করা সম্পর্কে জিজ্ঞাসিত প্রশ্ন
অনলাইনে খতিয়ান কিভাবে পাওয়া যায়?
অনলাইনে খতিয়ান পাওয়ার জন্য বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://eporcha.gov.bd/ ব্যবহার করে খুব সহজে খতিয়ান বের করা যায়।
দাগ নং ও খতিয়ান নং এর মধ্যে পার্থক্য কি?
দাগ নম্বর হলো এমন একটি নম্বর যেটি ব্যবহার করে খতিয়ান নাম্বার দেখা যায় এবং জমির মালিকানা যাচাই করা যায় এবং খতিয়ান নং হল এমন একটি নাম্বার যা দিয়ে জমির রেকর্ড বিবরণ সনাক্ত করা হয়।
শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ আমাদের আজকের নিবন্ধনে আলোচনা করেছি দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করুন দাগসূচি ব্যবহার করে। একই সাথে দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করার উপায় সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে দাগ নম্বর থেকে জমির খতিয়ান বের করা যায় এই বিষয়ে আপনাদের যদি কোন মতামত থেকে থাকে বা আমাদের নিমন্ত্রণ থেকে যদি আপনি খতিয়ান বের করার পদ্ধতি না বুঝে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা যথাসম্ভব আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।
আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত জমি সংক্রান্ত নানা ধরনের আপডেট দেওয়া হয় আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমরা আমাদের ওয়েবসাইটে নিত্য নতুন জমি সংক্রান্ত আর্টিকেল পাবলিশ করি যেগুলো আপনার ভালো লাগতে পারে তাই অবশ্যই আমাদের সাইট ভিজিট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।