আসসালামু আলাইকুম সম্মানিত পাঠক বৃন্দ আমাদের আজকের আর্টিকেলে আলোচনা করব অনলাইনে কুয়েত ভিসা চেক করার নিয়ম এবং পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক করার নিয়ম একই সাথে কুয়েত ই-ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
তাই আপনি যদি কুয়েত ভিসার জন্য আবেদন করে থাকেন অথবা কুয়েত যাওয়ার জন্য এজেন্সির সাথে আলোচনা করেছেন এবং আপনার এজেন্সি বলেছে আপনার ভিসা হয়ে গেছে এবং আপনাকে একটি ভিসা কার্ড দিয়েছে তাহলে আপনি সেই ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার ব্যবহার করে এবং পাসপোর্ট নাম্বার ব্যবহার করে খুব সহজেই কুয়েত ভিসা চেক করে নিতে পারবেন।
আরো পড়ুনঃ মালয়েশিয়া ভিসা কবে খুলবে
কুয়েত ভিসা চেক করা এখন খুবই সহজ এখন আর আপনাকে কোন দোকানে গিয়ে কম্পিউটারের কাছ থেকে ভিসা চেক করা লাগবে না আপনি এখন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই খুব সহজে কুয়েতের সকল ভিসা চেক করতে পারবেন এমনকি কুয়েত ই ভিসাও চেক করতে পারবেন আপনার স্মার্টফোনের মাধ্যমে চলুন তাহলে আমরা কুয়েত ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জেনে আসি।

পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক করার নিয়ম ২০২৩
পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক করতে আপনার ফোনের যে কোন ব্রাউজারে গিয়ে সার্চ করুন evisa.moi.gov.kw এই ওয়েবসাইটে আপনার eVisa Reference Number: এবং Passport Number দিয়ে Ok বাটনে ক্লিক করলেই কুয়েত ভিসার সকল তথ্য যাচাই করতে পারবেন।
বন্ধুরা কুয়েত ভিসা চেক করা খুবই সহজ আমরা উপরের দিকে যেই লিংকটি দিয়েছি এই লিংকের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পাসপোর্ট নাম্বার ও ই ভিসার রেফারেন্স নাম্বার ব্যবহার করে খুব সহজে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কুয়েতের যে কোন ভিসা চেক করতে পারেন।

অনলাইনে কুয়েত ভিসা চেক করার নিয়ম 2023
অনলাইনে কুয়েত ভিসা চেক করতে rnt.moi.gov.kw এই লিঙ্কে গিয়ে Visa Application Number এবং Captcha text লিখে Submit বাটনে ক্লিক করলেই কুয়েত ভিসা স্ট্যাটাস যাচাই করতে পারবেন।
আরো পড়ুনঃ কুয়েত ফ্রি ভিসা ও কোম্পানি ভিসা
বর্তমান সময়ে কুইট ভিসা যাচাই করা খুবই সহজ তাই আপনি চাইলে উপরের নিয়ম ফলো করে খুব সহজে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই কুয়েত ভিসা চেক করতে পারবেন চলুন আমরা আরও একটু বিস্তারিতভাবে ছবি আকারে দেখে নেই কিভাবে আপনি অনলাইনে কুয়েত ভিসা চেক করবেন।
ধাপ ১: কুয়েত ভিসা চেক পোর্টাল সার্চ করুন
অনলাইনে কুয়েত ভিসা চেক করার জন্য প্রথমেই আপনার ফোনে যে কোন একটি ব্রাউজারে গিয়ে সার্চ করুন kuwait visa check এবং এটি লিখে সার্চ করলেই প্রথমে একটি ওয়েবসাইট পাবেন সেখানে প্রবেশ করুন।
ধাপ ২: কুয়েত ভিসা চেক করতে সঠিক তথ্য প্রদান করুন
কুয়েত ভিসা চেক করতে https://rnt.moi.gov.kw/ এই ওয়েবসাইটে গিয়ে মেনু থেকে visa application status অপশনটি সিলেক্ট করে Visa Application Number ও Captcha text লিখে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ছবি সহ কুয়েত ভিসার সকল তথ্য যাচাই করতে পারবেন।
হোম পেজ | Tech Bongo 24 |
কুয়েত ফ্রি ভিসা | কুয়েত ফ্রি ভিসা ও কোম্পানি ভিসা |
মালয়েশিয়া ভিসা খবর | মালয়েশিয়া ভিসা কবে খুলবে |
দুবাই ভিসা চেক | পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক |
সৌদি ভিসা চেক | পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক |
সৌদি আরব ভিসা | সৌদি আরবে ভিসা চেক |

কুয়েত ই-ভিসা চেক করার নিয়ম ২০২৩
কুয়েত ই-ভিসা ভিসা চেক করতে evisa.moi.gov.kw/evisa/visaPubInq.do এই লিংকে গিয়ে Passport Number ও eVisa Reference number ব্যবহার করে Submit বাটনে ক্লিক করলেই কুয়েত ই-ভিসার সকল তথ্য ছবি সহ যাচাই করতে পারবেন।
আমরা সকলেই জানি বর্তমান সময়ে অনলাইন যুগ আর এই অনলাইন যুগে সবকিছু অনলাইনের মাধ্যমেই হয়ে থাকে তাই আপনি যদি আপনার কুয়েত ভিসা করার জন্য দিয়ে থাকেন এবং আপনার ভিসা রেডি হয়ে যায় এবং আপনার এজেন্স থেকে আপনাকে যদি কুয়েত ভিসা দিয়ে থাকে আপনি অন্তত একবার হলেও আপনার ভিসা চেক করে নিবেন।
আর যেহেতু সবকিছু বর্তমান সময়ে অনলাইন হচ্ছে সেহেতু আপনার ভিসাও অনলাইনে হবে আর অনলাইন ভিসা মানেই হচ্ছে ই ভিসা আর এ বিষয় হচ্ছে আপনার কুয়েতের ই ভিসা আপনি খুব সহজেই আপনার স্মার্টফোনের মাধ্যমে কুয়েত ই ভিসা চেক করতে পারেন।
কুয়েত ভিসা চেক সম্পর্কে প্রশ্নাবলী (FAQ)
কুয়েত ভিসা কিভাবে চেক করব?
কুয়েত ভিসা চেক করতে https://evisa.moi.gov.kw এই ওয়েবসাইটে আপনার Passport Number এবং Visa Reference number ব্যবহার করে সাবমিট করলেই আপনি কুয়েত ভিসা visa application status যাচাই করতে পারবেন।
কুয়েত যেতে কত টাকা লাগে?
কুয়েত যেতে বাংলাদেশী টাকায় ২ থেকে ৪ লক্ষ টাকা লাগবে তবে কুয়েত যেতে কত টাকা লাগবে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কোন ভিসায় কুয়েত যাবেন এবং আপনার ভিসা ক্যাটাগরি উপর নির্ভর করে কুয়েত ভিসার দাম নির্ধারণ করা হবে।
শেষ কথা:
সম্মানিত পাঠ্যবৃন্দ আমাদের আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করেছি কিভাবে আপনারা খুব সহজে অনলাইনে কুয়েত ভিসা চেক করবেন এবং পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক করার নিয়মসহ কুয়েত ই ভিসা চেক করার নিয়ম সম্পর্কে আলোচনা করেছি।
আমাদের আর্টিকেলে দেখানোর নিয়ম সঠিকভাবে ফলো করলে খুব সহজে মাত্র এক মিনিটের মধ্যে আপনি আপনার কুয়েত ভিসা চেক করতে পারবেন আমাদের আজকের এই আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের এই ওয়েবসাইটে প্রতিনিয়ত ভিসা সম্পর্কে নতুন নতুন আপডেট দেওয়া হয় তাই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।