মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক 2023 – Malaysia Medical Report Check

4.9
(1080)

মালয়েশিয়া যাওয়ার জন্য মেডিকেল করেছেন কিন্তু রিপোর্ট হাতে পাননি? দেখে নিন মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার সঠিক নিয়ম। কোন ওয়েবসাইট থেকে Malaysia Medical Report Check করবেন দেখে নিন এখানে।

যে কোন দেশে প্রবাসী হিসেবে যেতে অবশ্যই মেডিকেল টেস্ট করাতে হয়। আপনি যদি প্রবাসী হিসেবে বা কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া যেতে চান তাহলে অবশ্যই মেডিকেল টেস্ট করাতে হবে। আপনি যদি অলরেডি মেডিকেল টেস্ট করে থাকেন তাহলে অবশ্যই তার একটি রিপোর্ট লাগবে যেটি এজেন্সির কাছে জমা দিতে হবে।

যারা অলরেডি মেডিকেল করে এসেছেন কিন্তু এখনো রিপোর্ট হাতে পাননি খুব সহজেই অনলাইনে মেডিকেল রিপোর্ট চেক করে নিতে পারবেন। আপনি যদি মালয়েশিয়া যাওয়ার জন্য মেডিকেল করে থাকেন তাহলে এই পোস্ট থেকে জেনে নিতে পারবেন কিভাবে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক (Malaysia Medical Report Check by passport number) করবেন সে বিষয়ে দেখব।

আরো পড়ুনঃ মালয়েশিয়া ভিসা কবে খুলবে

তবে বলে রাখা ভালো কিছু কিছু মেডিকেল সেন্টার রয়েছে যারা অনলাইনে মেডিকেল রিপোর্ট সাবমিট করে না তাদের মেডিকেল রিপোর্ট জানতে হলে অবশ্যই সে মেডিকেল সেন্টারের নাম্বার রেখে দিবেন অথবা আপনি যেই এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যেতে চাচ্ছেন সেই এজেন্সির সাথে যোগাযোগ করলেও তাদের কাছ থেকে আপনার মেডিকেল রিপোর্ট জেনে নিতে পারবেন।

তাহলে চলুন বন্ধুরা আর কারখানা বাড়িয়ে দেখে নিব মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার সঠিক পদ্ধতি ও Malaysia Medical Report Check System। নিচের স্টেপ গুলো ফলো করুন তাহলে আশা করি আপনার মেডিকেল রিপোর্ট পজিটিভ নাকি নেগেটিভ সেটি যাচাই করতে পারবেন।

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক - Malaysia Medical Report Check.webp
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক – Malaysia Medical Report Check

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক – Malaysia Medical Report Check

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে ভিজিট করুন https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus এখানে আপনার Passport No এবং Warganegara সিলেক্ট করে Carian বাটনে ক্লিক করলে নামসহ মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট দেখতে পাবেন।

আরো পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই আপনার মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। যদিও আমরা খুবই সংক্ষেপে Malaysia Medical Report Check‌ করার উপায় সম্পর্কে বলেছি চলুন এবার আমরা আরেকটু বিস্তারিতভাবে জেনে নিব Malaysia Medical Report Check by passport number দিয়ে কিভাবে চেক করবেন সে বিষয়ে বিস্তারিত।

  • পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে প্রথমে আপনার ফোনের যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus এই লিংকে প্রবেশ করুন।
  • এখানে Carian 1 বক্সে দুটি অপশন দেখতে পাবেন No Passport এবং Warganegara এখানে প্রথম বক্সে আপনার Passport Number লিখুন দ্বিতীয় বক্সে Country সিলেক্ট করুন।
  • পাসপোর্ট নাম্বার দিয়ে কান্ট্রি সিলেক্ট করা হলে Carian বাটনে ক্লিক করুন।
  • উপরের দেওয়া সকল তথ্য সঠিক থাকলে আপনার নাম সহ মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস FTI বা UNFIT দেখতে পাবেন।

উপরে বলা স্টেপ গুলো সঠিকভাবে ফলো করতে পারলে আশা করি আপনি আপনার পাসপোর্ট নাম্বার ব্যবহার করে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক (Malaysia Medical Report Check) করতে পারবেন।

উপরে বলা স্টেপ গুলোর মাধ্যমেও যারা মেডিকেল রিপোর্ট যাচাই করতে না পারবেন তাদের জন্য এবার একেবারে ছবি সহ হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি আপনার মেডিকেল রিপোর্ট চেক করবেন চলুন তাহলে এবার ছবিসহ দেখে আসি কিভাবে Malaysia Medical Report Check by passport number বিয়ে করবেন সেই পদ্ধতি।

আরো পড়ুনঃ মালয়েশিয়া যেতে কত বয়স লাগে

উপরে বলা স্টেপ গুলোর মাধ্যমেও যারা মেডিকেল রিপোর্ট যাচাই করতে না পারবেন তাদের জন্য এবার একেবারে ছবি সহ হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি আপনার মেডিকেল রিপোর্ট চেক করবেন চলুন তাহলে এবার ছবিসহ দেখে আসি কিভাবে Malaysia Medical Report Check by passport number বিয়ে করবেন সেই পদ্ধতি।

মেডিকেল রিপোর্ট চেকিং সময় 5 minutes

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেকিং ওয়েবসাইট ভিজিট করুন

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক - Malaysia Medical Report Check.webp (2)

আপনি যদি পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া মেডিকেলে রিপোর্ট চেক করতে চান তাহলে প্রথমেই আপনার ফোনের যে কোন একটি ব্রাউজারে যাবেন এবং গিয়ে সার্চ করবেন মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেকিং ওয়েবসাইট https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus এটি সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইট আসবে সেখানে প্রবেশ করুন।

পাসপোর্ট নাম্বার ও দেশ ‍নির্বাচন করুন

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক - Malaysia Medical Report Check.webp (2)

Malaysia Medical Report Checking ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি দুটি বক্স দেখতে পাবেন Carian 1 এবং Carian 2 এখান থেকে আপনি Carian 1 বক্সে দুটি অপশন পাবেন No Passport এবং Warganegara এখানে প্রথম বক্সে আপনার Passport Number দিবেন এবং দ্বিতীয় বক্সে কান্ট্রি Bangladesh সিলেক্ট করুন।

মেডিকেল রিপোর্ট চেক করুন

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক - Malaysia Medical Report Check.webp (2)

উপরের দুইটি বক্সে সঠিক তথ্য সাবমিট করা হলে সবশেষে হাতের ডান পাশে Carian লেখা একটি বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। Carian বাটনে ক্লিক করলেই আপনার নাম সহ Status Fomema দেখতে পাবেন।

অ্যাপস দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক। Malaysia Medical Report Check by Apps

অ্যাপস দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে প্লে স্টোর থেকে Medical Report Check With Verify App এটি ডাউনলোড করুন এবং Fomema অপশনটি সিলেক্ট করে আপনার Passport No এবং Citizen সিলেক্ট করে Search বাটনে ক্লিক করলেই মেডিকেল রিপোর্ট চেক দেখতে পাবেন।

আরো পড়ুনঃ মালয়েশিয়া যেতে কত টাকা লাগে

যারা মূলত ওয়েবসাইট দিয়ে শর্টকাটে মেডিকেল রিপোর্ট চেক করতে চায় তাদের জন্য মূলত এই অ্যাপস দিয়ে Malaysia Medical Report Check করার পদ্ধতি বলা হয়েছে কারণ অ্যাপস দিয়ে খুব সহজেই সকল কাজ সম্পন্ন করা যায়।

ব্রাউজারের বিজ্ঞাপন ঝামেলা এবং ওয়েবসাইট খুঁজে না পাওয়া সহ নানা ধরনের সমস্যা বেড়াতে অ্যাপস দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করে নিন। এবং আমরা যেই অ্যাপসটির লিংক এখানে দিয়েছি সেটি ১০০% ভেরিফাইড একটি অ্যাপস। এই অ্যাপসটি দিয়ে আপনি চাইলে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন। 

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট কিভাবে দেখব?

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট দেখতে https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus এই লিংকে ভিজিট করুন। অথবা Medical Report Check With Verify App ডাউনলোড করেও মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন।

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট কতদিন লাগে?

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট করতে ২৪ ঘন্টা সময় লাগে। তবে অনলাইনের মেডিকেল রিপোর্ট পেতে ১০-১৫ দিন সময় লাগতে পারে।

মালয়েশিয়া ফোমেমা মেডিকেল চেক কি?

মালয়েশিয়ান সরকার Fomema নামে একটি সংস্থা গঠন করেছে যেখানে মালয়েশিয়া ঢুকতে হলে অবশ্যই Fomema সংস্থার কাছে ব্যক্তির শারীরিক স্বাস্থ্য সম্পর্কে বাধ্যতামূলক রিপোর্ট প্রদান করতে হবে। তাই বাংলাদেশ থেকেই মেডিকেল রিপোর্ট করে Fomema সংস্থায় সাবমিট করা হয় এবং Fomema অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত মেডিকেল রিপোর্ট ফিট বা আনফিট চেক করায় হচ্ছে মালয়েশিয়া ফোমেমা মেডিকেল চেক।

শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করা যায়?

হ্যাঁ শুধুমাত্র পাসপোর্ট নাম্বার ও দেশের নাম ব্যবহার করেই মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। 

শেষ কথা

সম্মানিত পাঠক বৃন্দ আমাদের আজকের পোস্টে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার সঠিক নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। ওয়েবসাইট দিয়ে Malaysia Medical Report Check করার নিয়ম ও Verify App দিয়ে Malaysia Medical Report Check করার নিয়ম সম্পর্কে আলোচনা করেছি।

আশা করি যারা মেডিকেল করে এসেছেন এখনো হাতে পাননি তারা মেডিকেল পড়ার তিন থেকে সাত দিন পরে আমাদের পোস্টে দেখানো নিয়ম ফলো করে মেডিকেল রিপোর্ট চেক করুন আশা করি আপনার মেডিকেল রিপোর্ট টেস্ট Fit নাকি UNFIT এই পদ্ধতি অনুসরণ করেই চেক করতে পারবেন।

পাসপোর্ট ভিসা ও যে কোন দেশে মেডিকেল রিপোর্ট চেক করা সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট techbongo24.com ভিজিট করুন। এবং আজকের এই পোস্টটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 1080

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve this post?

Leave a Comment