পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক। মালয়েশিয়া কলিং ভিসা চেকিং

4.9
(4436)

মালয়েশিয়া ভিসার জন্য আবেদন করেছেন? পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করে জেনে নিন ভিসা হয়েছে কিনা। ভিসা জালিয়াতি এড়াতে দেখে নিন মালয়েশিয়া ভিসা চেকিং পদ্ধতি ও মালয়েশিয়া ই ভিসা চেক করার সঠিক নিয়ম।

আরো পড়ুনঃ মালয়েশিয়া যেতে কত টাকা লাগে

যেহেতু সম্প্রতি মালয়েশিয়া কলিং ভিসা ছেড়ে দেওয়া হয়েছে তাই অনেকেই বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য ভিসা আবেদন করেছে আর তাই অনেকেই পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে চেয়েছেন। তাই আপনিও যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে আমাদের আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 2023
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 2023

এবার আপনি জানতে পারবেন কিভাবে পাসপোর্ট নাম্বার ব্যবহার করে মালয়েশিয়া ভিসা চেক করতে হয় সে বিষয়ে বিস্তারিত। আপনি হয়তো জানেন না আপনার এমপ্লয়ার আইডেন্টিফিকেশন কার্ড নাম্বার কি অথবা কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার কি।

তাহলে আপনার প্রয়োজন পাসপোর্ট এর মাধ্যমে ভিসা চেক করার নিয়ম জানা তাই এখন আমরা জেনে নিব পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার পথিক প্রসেস সম্পর্কে চলুন শুরু করা যাক।

প্রথমেই আপনি ওয়েব সাইটে গেলে নিচের ফটোর মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে দুইটি বক্স রয়েছে যেখানে প্রথম বক্সে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন এবং দ্বিতীয় বক্সে অন্য একটি নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন।

যেহেতু আপনার কাছে পাসপোর্ট রয়েছে সেহেতু আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি প্রথম বক্সে ব্যবহার করুন এবং সামনের দিকে সার্চ বাটন নামের একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।

মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম (1)
মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম (1)

সার্চ বাটনে ক্লিক করলেই আপনি আপনার বর্তমান মালয়েশিয়া ভিসা স্ট্যাটাস দেখতে পারবেন। তবে এখানে একটি সুবিধা রয়েছে যে পাসপোর্ট দিয়ে ভিসা চেক করলে আপনার অনেকগুলো মানুষের ভিড়ে আপনাকে খুঁজে যেতে হবে না শুধুমাত্র আপনার নামটি এই এখানে আসবে অন্য কারো নাম আসবে না।

আরো পড়ুনঃ মালয়েশিয়া কলিং ভিসা 2023 কবে চালু হবে

তাই আপনি যদি আপনার ভিসা স্ট্যাটাস বা ভিসার বর্তমান অবস্থা চেক করতে চান তাহলে পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজেই উপরে দেখানো নিয়ম মানলে আপনি আপনার মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন।

মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম
মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম

মালয়েশিয়া কলিং ভিসা চেক করার সহজ পদ্ধতি

অনলাইনে মালয়েশিয়া কলিং ভিসা চেক করতে https://eservices.imi.gov.my/ এই ওয়েবসাইটে গিয়ে Employer identification Card No অথবা Company Registration No (উদাহরন- 329758-V) ব্যবহার করে খুব সহজেই মালয়েশিয়ার ভিসা স্ট্যাটাস দেখতে পারবেন।

বন্ধুরা এবার আমরা দেখে নিব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন। এখন আমরা কয়েকটি ধাপের মাধ্যমে আপনাদের ভিসা চেক করার সকল প্রসে স বলে দিব তাহলে আপনি খুব সহজে আপনার ভিসা চেক করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক।

হোম পেজে জান Tech Bongo 24
মালয়েশিয়া ভিসা খরচ মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
সৌদি আরবে ভিসা সৌদি আরবে ভিসা চেক
মালয়েশিয়া ভিসা চেক মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম
ইউরোপের ভিসা ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া

ধাপ ১:মালয়েশিয়া ভিসা চেকিং পোর্টাল সার্চ করুন

মালয়েশিয়া ভিসা চেক করার জন্য প্রথমেই মালয়েশিয়া সরকারের ভিসা চেকিং পোর্টালে ওয়েবসাইট https://eservices.imi.gov.my/ যেতে হবে এরপরে আপনি নিচের ফটোর মতো একটি পেজ দেখতে পাবেন।

এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটি বক্স রয়েছে যার মধ্যে একটি হচ্ছে Employer identification Card No এবং আরেকটি বক্সে Company Registration No দেওয়ার জায়গা রয়েছে আপনি এই দুটি মাধ্যমেই ভিসা চেক করতে পারবেন।

আরো পড়ুনঃ মালয়েশিয়া যেতে কত বয়স লাগে

যেহেতু আমার কাছে Company Registration No রয়েছে তাই আমি Company Registration No বার করে মালয়েশিয়া ভিসা চেক করার পদ্ধতি দেখানোর চেষ্টা করছি।

Company Registration No বক্সে আপনি আপনার কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটি দিন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি সার্চ বাটন রয়েছে সেখানে ক্লিক করুন। 

মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 2023

ধাপ ২:

এবার সার্চ বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন নতুন একটি ওয়েব পেজ খুলে গিয়েছে এবং আপনি যে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করেছেন ওই কোম্পানিতে কতগুলো ভিসা রয়েছে সবগুলো ভিসার লিস্ট আপনি নিচের দিকে দেখতে পাবেন তাদের নাম সহকারে। একই সাথে আপনার ভিসা স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন।

এবার Nama Pembantu Rumah/Pekerja কলাম থেকে আপনি যেই নাম দিয়ে ভিসা আবেদন করেছেন দেখুন আপনার নাম কি এই কলামের মধ্যে রয়েছে কিনা তাহলেই বুঝতে পারবেন আপনার বিষয়টি কার্যকর রয়েছে

এবং সামনের দিকে Status বলে আরেকটি কলাম দেখতে পাবেন সেখানে আপনার ভিসার বর্তমান অবস্থা কি রকম রয়েছে সে বিষয়ে জানতে পারবেন। আপনার ভিসার বর্তমান অবস্থা যদি CETAK লেখা আসে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভিসাটি সফলভাবে করা হয়েছে এবং আপনি সেটি ডাউনলোড করে নিতে পারবেন।

Status কলামে আপনি আরো কয়েক ধরনের স্ট্যাটাস দেখতে পারবেন যদি আপনি নতুন এ আপনার ভিসা আবেদন করে থাকেন। তবে আপনার ভিসা স্ট্যাটাস যখন CETAK খাবে তখনই বুঝতে পারবেন আপনার বিশ্বাস সফল হবে হয়ে গিয়েছে।

মালয়েশিয়া ভিসা চেক

মালয়েশিয়া ই-ভিসা চেক করার নিয়ম ২০২৩

মালয়েশিয়া ই-ভিসা চেক করতে ভিজিট করুন https://malaysiavisa.imi.gov.my/ এখানে আপনার Passport Number ও Sticker Number লিখুন। ক্যাপচা কোড Answer বক্সে লিখে, সবশেষে I have obtained my eVISA অপশনে টিক দিয়ে Check বাটনে ক্লিক করে ই-ভিসা চেক করুন।

যদিও বর্তমান সময়ে বাংলাদেশে ই-ভিসার উপরে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি তারপরেও যেহেতু মালয়েশিয়া ভিসা চেক করা সম্পর্কে আপনি জানতে এসেছেন তাই কিভাবে ই ভিসা চেক করতে হয় সেটিও এখান থেকেই জেনে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেই কিভাবে মালয়েশিয়ার ই-ভিসা চেক করতে হয়।

    • এবার আপনি দুইটি বক্স দেখতে পাবেন যেখানে প্রথম বক্সে পাসপোর্ট নাম্বার এবং দ্বিতীয় বক্সে ই ভিশার স্ট্রিট নাম্বার ব্যবহার করুন

    • এরপরে নিচের দিকে answer বক্স পাবেন সেখানে আপনি ক্যাপচার পূরণ করুন এবং নিচের দিকে একটি ছোট্ট টিক মার্ক অপশন দেখতে পাবেন সেখানে একটি টিক মার্ক করে দিন

    • শেষ ধাপে Check এবং Reset কি অপশন দেখতে পাবেন এর মধ্যে Check শুনে ক্লিক করলে আপনার বর্তমান ভিসা অবস্থা দেখতে পাবেন

মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম (2)

মালয়েশিয়া কলিং ভিসা চেক করার নিয়ম

মালয়েশিয়া কলিং ভিসা চেক করা খুবই সহজ, কলিং পেপারে থাকা Visa Application Number অথবা Company Registration Number ব্যবহার করে খুব সহজেই কলিং ভিসা চেক করা যায় মালয়েশিয়ার কলিং ভিসা চেক করার নিয়ম নিচে দেখুন।

  1. কলিং ভিসা চেক করতে আপনার ফোনের যেকোনো ব্রাউজার থেকে ভিজিট করুন eservices.imi.gov.my এই ওয়েবসাইটে। এখানে আপনি তিনটি ঘর দেখতে পাবেন। 
  2. No. Pendaftaran Syarikat এর ঘরে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার ( উদাহরণ 5698423-C ) টাইপ করুন।
  3. অথবা Nombor Permohonan এর ঘরে কলিং পেপারের বারকোডের উপরে থাকা এপ্লিকেশন নাম্বার ( উদাহরণ BPA/FWCMS / MLAD8360082316) টাইপ করুন। 
  4. সবশেষে Carian বাটনে ক্লিক করলে কলিং ভিসার সকল তথ্য দেখতে পাবে।

মালয়েশিয়া ভিসা চেক সম্পর্কে আমাদের মন্তব্য

বন্ধুরা যেহেতু আপনি মালায়েশিয়ায় যেতে চাচ্ছেন অথবা মালয়েশিয়ায় রয়েছেন তাই মালয়েশিয়ার ভিসার বর্তমান অবস্থা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের জন্য মালয়েশিয়া ভিসা চেক করার সঠিক পদ্ধতি আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করার চেষ্টা করেছি।

আশা করি আপনি আপনার বর্তমান ভিসার অবস্থা চেক করতে পেরেছেন যদি আপনি আমাদের আজকের আর্টিকেলটি পছন্দ করে থাকেন বা আপনার সমাধান পেয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন তারাও আপনার মাধ্যমে জানতে পারবে কিভাবে অনলাইনের মাধ্যমে ভিসা চেক করতে হয়।

তাহলে একই সাথে আপনারা দুজনেই উপকৃত হতে পারবেন আর নিত্য নতুন ভিসা সম্পর্কিত তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং বেশি বেশি শেয়ার করার চেষ্টা করুন আমাদের লেখাগুলো এতক্ষণ পর্যন্ত আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

FAQ

অনলাইনে মালয়েশিয়া ভিসা কিভাবে চেক করব?

মালয়েশিয়া ভিসা চেক করতে https://eservices.imi.gov.my/ এখানে আপনার Employer identification Card No অথবা Company Registration No দিয়ে খুব সহজেই ভিসার সকল তথ্য দেখতে পারবেন।

মালয়েশিয়া ই-ভিসা কিভাবে চেক করব?

মালয়েশিয়া ই-ভিসা চেক করতে https://malaysiavisa.imi.gov.my/ এই ওয়েবসাইটে আপনার সঠিক passport no এবং sticker ব্যবহার করে মালয়েশিয়া এই ভিসা চেক করতে পারবেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 4436

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve this post?

Leave a Comment