ভ্রমণ কিংবা কাজের উদ্দেশ্যে বিদেশ যেতে অবশ্যই বাধ্যতামূলক মেডিকেল রিপোর্ট চেক করতে হবে। মেডিকেল সেন্টারে না গিয়ে ঘরে বসে Medical Report Check করে জেনে নিতে পারেন মেডিকেল Report FIT নাকি UNFIT। চলুন তাহলে জেনে নেই পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম।
আপনি হয়তো শুনেছেন বিদেশ যাওয়ার জন্য মেডিকেল রিপোর্ট বের করতে হয় কিন্তু এই মেডিকেল রিপোর্ট কিভাবে বের করবেন কিংবা আপনি মেডিকেল করে এসেছেন এখনও মেডিকেল রিপোর্ট হাতে পাননি তাহলে আপনি ৩ টি উপায়ে মেডিকেল রিপোর্ট জাচাই করতে পারবেন।
Medical Report Check করার ৩ টি উপায়ের মধ্যে প্রথম উপায়টি হচ্ছে যেই দেশে যাচ্ছেন সেই দেশের নিজস্ব ভিসা ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে, ২/ মেডিকেল সেন্টার এর ওয়েবসাইট দিয়ে, ৩/ যেই এজেন্সির মাধ্যমে বিদেশ যাচ্ছেন সেই এজেন্সির সাথে কন্টাক করে। এই তিনটি পদ্ধতি অনুসরণ করে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।
আরো পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক
তবে যেহেতু বর্তমান অনলাইন যুগ আর এই যুগে কেউ সরাসরি গিয়ে মেডিকেল সেন্টার থেকে মেডিকেল রিপোর্ট চেক করে না তাই সরাসরি না গিয়ে ঘরে বসে কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট বের করবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো এই পোস্টে।
তাই আপনি যদি বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করে থাকেন তাহলে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে Medical Report Check করার উপায় জেনে নিন এখান থেকে চলুন তাহলে দেখে আসি কিভাবে সকল দেশের মেডিকেল রিপোর্ট যাচাই করা যায় সে বিষয়ে বিস্তারিত।

মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম – (Medical Report Check)
যে কোন দেশের মেডিকেল রিপোর্ট চেক করতে অবশ্যই সেই দেশের কাঙ্ক্ষিত ইমিগ্রেশন ওয়েবসাইট খুঁজে বের করতে হবে। এরপরে সেই ওয়েবসাইটে মেডিকেল রিপোর্ট অপশন থেকে আপনার পাসপোর্ট নাম্বার ব্যাবহার করে খুব সহজেই মেডিকেল রিপোর্ট দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে বেশিরভাগ লোক আরব দেশে ফোন কিংবা কাজের উদ্দেশ্যে যায়। আপনি যদি আরব দেশ বা মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ৬ টি দেশ যেমন: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহারাইন এই সকল দেশে যেতে চান তাহলে শুধুমাত্র একটি ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে সব কয়টি দেশের মেডিকেল রিপোর্ট দেখতে পারবেন।
মধ্যপ্রাচ্যের এই ৬ টি দেশের মেডিকেল রিপোর্ট জাচাই করতে (wafid medical report checking) ওয়েবসাইট থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে হবে চলুন দেখে আসি কিভাবে এই দেশগুলোর Medical Report Check করবেন।
মেডিকেল রিপোর্ট চেক করতে ভিজিট করুন https://wafid.com/medical-status-search। এখানে আপনার Passport No অথবা GCC Slip No দিয়ে Nationality সিলেট করুন। সবশেষে Capture পূরণ করে Check বাটনে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার Medical Report দেখতে পাবেন।
আরো পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক
উপরে দেখানো নিয়ম ফলো করে আপনি মধ্যপ্রাচ্যের মোট ছয়টি দেশের মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন আর wafid medical report checking ওয়েবসাইটে যদি আপনার রিপোর্ট দেখতে পান Fit তাহলে বুঝবেন আপনার মেডিকেল ঠিক আছে তবে আপনি যদি রিপোর্ট চেক করার করেন unift দেখতে পান তাহলে বুঝবেন আপনার শরীরে হয়তো কোন সমস্যা রয়েছে।
চলুন এবার আমরা আরও একটু বিস্তারিতভাবে দেখে আসি কিভাবে সকল দেশের মেডিকেল রিপোর্ট চেক করবেন আপনার প্রথমেই বলেছি প্রতিটি দেশের ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে নিজস্বভাবে Medical Report Check করতে হয় চলুন এবার আমরা প্রথমে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম জানবো এর পরের মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম জানবো।
প্রতিটি দেশের ইমিগ্রেশন ওয়েবসাইট আলাদা আলাদা হওয়ায় আপনি যে দেশে যাবেন সেই দেশের ইমিগ্রেশন ওয়েবসাইট সার্চ করতে হবে এবং আপনি যেই দেশে যাবেন সেই দেশের ইমিগ্রেশন ওয়েবসাইট সার্চ করার জন্য আপনি আপনার ফোনের যে কোন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন প্রথমে দেশের নাম এবং সামনে ইমিগ্রেশন ওয়েবসাইট লিখে সার্চ করলেই হবে যেমন: Malaysia immigration website এভাবে সার্চ করলেই পেয়ে যাবেন।
তবে এভাবে যদি আপনি না পান তাহলে আমরা নিচের দিকে কয়েকটি জনপ্রিয় দেশের মেডিকেল রিপোর্ট চেক করার উপায় বলেছি এবং বেশিরভাগ লোক বাংলাদেশ থেকে এই দেশগুলোকেই যাতায়াত করে তাই আপনারা যারা সৌদি ওমান কাতার মালয়েশিয়া এই সকল দেশগুলোতে যাওয়ার জন্য মেডিকেল করেছেন তারা এই পোস্ট থেকে দেখে নিন Medical Report Check করার সঠিক নিয়ম।
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে ভিজিট করুন https://wafid.com/medical-status-search/ এখানে আপনার Passport Number অথবা GCC Slip Number দিয়ে Nationality সিলেট করুন। সবশেষে ক্যাপচার পূরণ করে Check বাটনে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার Medical Report দেখতে পাবেন।
আরো পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
উপরে দেখানোর নিয়ম ফলো করে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহারাইন এই সকল দেশগুলোর মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। তবে আপনার কাছে যদি পাসপোর্ট নাম্বার না থাকে তাহলে শুধুমাত্র GCC Slip Number ব্যবহার করেও Medical Report Check করতে পারবেন।
মেডিকেল রিপোর্ট চেক সৌদি
সৌদি আরব মেডিকেল রিপোর্ট চেক করতে গামকা অর্থাৎ GCC মেডিকেল রিপোর্ট ওয়েবসাইট https://wafid.com/medical-status-search/ এ গিয়ে আপনার পাসপোর্ট নাম্বার অথবা জিসিসি স্লিপ নাম্বার দিয়ে capture পূরণ করুন সবশেষে Check বাটনে ক্লিক করে সৌদি Medical Report দেখুন।

উপরে বলা নিয়ম ফলো করে খুব সহজেই আপনি সৌদি মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। উপরের দিকে আমরা যেই ওয়েবসাইটটি সম্পর্কে আলোচনা করেছি এটি হচ্ছে সৌদি ভিসা ইমিগ্রেশন ওয়েবসাইট। এখানে আপনি চাইলে আপনার পাসপোর্ট নাম্বার ব্যবহার করেও মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে ভিজিট করুন https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus এই লিংকে। পরবর্তী ধাপে Passport Number এবং Warganegara সিলেক্ট করে Carian বাটনে ক্লিক করলে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট FIT নাকি UNFIT সেটি দেখতে পাবেন।

আরো পড়ুনঃ মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট দেখুন এখানে
উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই আপনি মালয়েশিয়া যাওয়ার জন্য করা মেডিকেল এর রিপোর্ট চেক করতে পারবেন। এখানে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার ও Warganegara দিতে বলা হয়েছে তবে অনেকেই Warganegara চিনবে না এটা হচ্ছে ন্যাশনালিটি বা জাতীয়তা কিংবা নাগরিকত্ব।
আপনি প্রথমে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন এবং Warganegara এর জায়গায় আপনার দেশ এর নাম সিলেট করে দিবেন সবশেষে Carian বাটনে ক্লিক করলেই মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট FIT নাকি UNFIT সেটি দেখতে পাবেন।
মেডিকেল রিপোর্ট চেক বাংলাদেশ
অনেকেই রয়েছে যারা বাংলাদেশে বসে সকল দেশের মেডিকেল রিপোর্ট দেখতে চায় তাই তারা মেডিকেল রিপোর্ট চেক বাংলাদেশ লিখে সার্চ করে আসলে তারা মূলত অন্য দেশের মেডিকেল রিপোর্ট চেক করার জন্য বাংলাদেশ মেডিকেল রিপোর্ট চেক লিখে সার্চ করে।
তবে বাংলাদেশের যে সকল মেডিকেল সেন্টার রয়েছে সবগুলো মেডিকেল সেন্টারের হয়তো অফিসিয়াল ওয়েবসাইট নেই কিছু কিছু মেডিকেল সেন্টার রয়েছে যারা তাদের মেডিকেল সেন্টারে মেডিকেল করলে সেই রিপোর্টগুলো তাদের ওয়েবসাইটে জানিয়ে দেয়। তবে বাংলাদেশে বহু সংখ্যক মেডিকেল সেন্টার থাকায় স্পেসিফিক কোন মেডিকেল সেন্টারের ওয়েবসাইট লিংক দিতে পারছি না।
তবে আপনি যেই দেশে যাওয়ার জন্য মেডিকেল দিয়েছেন সেই দেশের মধ্যে ইমিগ্রেশন ওয়েবসাইটের মাধ্যমেই খুব সহজে আপনার মেডিকেল রিপোর্ট এর তথ্য যাচাই করতে পারবেন।
মেডিকেল রিপোর্ট FIT ও UNFT কেন হয়
যেহেতু আপনি জানতে চাচ্ছেন মেডিকেল রিপোর্টে FIT ও UNFT কেন হয় তাহলে বলতেই হচ্ছে যদি আপনি আপনার দেওয়া মেডিকেল টেস্টে FIT লেখা আসে তাহলে বুঝবেন আপনার শারীরিকভাবে বিদেশ যাওয়ার জন্য কোন ধরনের সমস্যা নেই তাই আপনার ফিট এসেছে।
তবে যাদের মেডিকেল রিপোর্ট UNFT আসে তাদের নিয়ে একটু ঝামেলা রয়েছে আপনার মেডিকেল রিপোর্ট কয়েকটি কারণে আনফিট আসতে পারে। নিচে মেডিকেল রিপোর্ট আসার কয়েকটি উল্লেখযোগ্য কারণ সম্পর্কে আলোচনা করা হলো।
- হেপাটািইটিস সমস্যা
- এইচআইভি পজিটিভ (HIV Positive)
- করো না পজেটিভ Corona Positive
- চর্মরোগ
- জন্ডিস
- হৃদরোগ ( হার্টের সমস্যা রোগি হলে)
- শ্বাসকষ্ট বা হাঁপানি জনিত সমস্যা
- গর্ভবতী মহিলা হলে
- শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোন ত্রুটি দেখতে পেলে
- হাতের ফিঙ্গার না মিললে
উপরে দেওয়া এই সকল উল্লেখযোগ্য কারণগুলির জন্য আপনার মেডিকেল রিপোর্ট UNFT আসতে পারে তবে খুবই কম সংখ্যক সময়ে মেডিকেল রিপোর্ট আনফিট আসে তবে আপনার যদি মেডিকেল রিপোর্ট আনফিট আসে তাহলে অবশ্যই আপনার জন্য কিছুটা হলেও সুবিধা কারণ এই মেডিকেল টেস্ট করার কারণে আপনার শরীরের একটি রোগ ধরতে পেরেছেন।
মেডিকেল রিপোর্ট কি?
মেডিকেল রিপোর্ট হচ্ছে একজন ব্যক্তির physical fitness বা স্বাস্থ্য পরীক্ষা। শারীরিক নানা ধরনের রোগব্যাধি ডিজিটাল মেশিন দ্বারা পরীক্ষা করার মাধ্যমে যেই রিপোর্ট বের হয় তাকেই মেডিকেল রিপোর্ট বলে।
মেডিকেল রিপোর্ট কিভাবে চেক করব?
অনলাইনে মেডিকেল রিপোর্ট চেক করতে ভিজিট করুন https://wafid.com/medical-status-search/ এখানে আপনার Passport No অথবা GCC Slip No দিয়ে দেশ Select করুন। সবশেষে Capture পূরণ করে Check বাটনে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার Medical Report দেখতে পাবেন।
শেষ কথা
সম্মানিত পাঠাগবৃন্দ আজকের এই পোস্টে আমরা মূলত মেডিকেল রিপোর্ট চেক করার উপায় সম্পর্কে বলেছি আপনারা যারা বিদেশ যাওয়ার জন্য মেডিকেল রিপোর্ট যাচাই করতে চান তারা আজকের এই পোস্ট থেকে দেখে নিন পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার সঠিক নিয়ম।
একই সাথে আপনারা যারা মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে চাচ্ছিলেন এবং সৌদি মেডিকেল রিপোর্ট চেক ও কাতার মেডিকেল রিপোর্ট চেক করা সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মেডিকেল রিপোর্ট যাচাই করার পদ্ধতি সম্পর্কে আজকের এই পোস্টে বলা হয়েছে। আশা করি এই প্রশ্নের মাধ্যমে সকল দেশের মেডিকেল রিপোর্ট দেখতে পারবেন।
নিত্য নতুন এরকম টিপস এন্ড ট্রিকস পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন ধন্যবাদ।