আসসালামু আলাইকুম সম্মানিত পাঠক, ইসলামের বিধান অনুসারে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতের আগে ওযু করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ ওযুর মাধ্যমে দেহের অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করা হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন করা যায় তাই আজ আমরা জানবো ইসলামের দৃষ্টিকোণ থেকে ওযুর ফরজ কয়টি ও কি কি? এ সম্পর্কে বিস্তারিত।
পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আর এই ধর্মের রয়েছে সকল সু দিকনির্দেশনা ও নিয়ম, তাই প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতের আগে ওযু করার নির্দেশ দেওয়া হয়েছে, চলুন ওদের সম্পর্কে আমরা একটি হাদিস শুনে আসি, “নিশ্চয়ই আল্লাহ্ তওবাকারীকে ভালবাসেন এবং যাহারা পবিত্র থাকে তহাদিগকেও ভালবাসেন। ’-(সূরা বাকারা,আয়াত:২২২)।
আরো পড়ুনঃ ম দিয়ে সাহাবীদের নাম অর্থসহ
সম্মানিত পাঠক আমরা আর কথা বাড়াবো না চলুন এবার আমরা জানবো এবং বিস্তারিত দেখব ওযুর ফরজ কয়টি ও কি কি সে সম্পর্কে আপনারা যারা এখনো অজুর ফরজ সম্পর্কে জানেন না বা অজু কিভাবে করতে হয় সেই সম্পর্কে জানেন না তারা আজকের নিবন্ধনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।

ওযুর ফরজ কয়টি ও কি কি?
ওযুর ফরজ মোট ৪ টি, ১/ মুখমণ্ডল ধৌত করা, ২/ দুই হাতের কনুইসহ হাতের কব্জি পরিষ্কার করা, ৩/ মাথার চার ভাগের এক ভাগ মাসেহ্ করা, ৪/ দুই পায়ের টাখনুসহ পা পরিষ্কার করা।
আরো পড়ুনঃ কোন জায়গায় গেলে মানসিক শান্তি পাওয়া যায়?
কোন কোন ফকীহর মতে, নিম্নবর্ণিত ২টি কাজ ওযু করার সময় মনে রাখা ভালো
১/ ধারাবাহিকতা রক্ষা করা। অর্থাৎ ওযুর সময় অঙ্গ ধৌত করার ক্রমধারা ভঙ্গ না করা। আরবীতে এ সিরিয়ালকে বলা হয় তারতীব।
২/ ওযু করার সময় এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বেই পরবর্তী অঙ্গ ধৌত করা। এটাকে আরবীতে বলা হয় মুওয়ালাহ।
তবে শেষের দুইটি ফরজ এমনটি নয় এটি অন্য জায়গা থেকে কালেক্ট করা হয়েছে তাই এই দুইটি আপনারা চাইলে পালন করতে পারেন তবে অযুর মেন ফরজ ৪ টি।
সম্মানিত পাঠক পরিষ্কার-পরিচ্ছন্নতা যেমন ঈমানের অঙ্গ ঠিক তেমনি ওযুও একটি ঈমানের অঙ্গ হিসাবে ধরা যায় কারণ ওজুর মাধ্যমে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারেন এবং আপনি পাক পবিত্র হতে পারেন।
ওযু ছাড়া নামাজ হবে না তাই আপনারা যারা ওযু খরচ সম্পর্কে অবগত ছিলেন না তারা আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আশা করি জানতে পেরেছেন ওজুর ফরজ কয়টি এবং কি কি। চলুন এবার আমরা আরও একটু বিস্তারিতভাবে জেনে নেই কিভাবে ওযু করতে হয়।
আরো পড়ুনঃ কাগজ দিয়ে বানানো সবচেয়ে দামি জিনিস কি
ওযুর ফরজ কয়টি ও ওযু করার সঠিক নিয়ম
সম্মানিত পাঠক আমরা প্রথমেই বলে এসেছি ওযুর ফরজ চারটি চলুন আমরা এবার দেখে নিব এই চারটি খরচ কিভাবে করতে হয় এবং কিভাবে করলে সঠিকভাবে আপনার ওযু অন্যভাবে চলুন তাহলে দেখে নিন চারটি ফরজ সম্পর্কে।
১/ মুখমণ্ডল ধৌত করা
ওযুর প্রথম ফরজ হিসেবে বলা হয়েছে মুখমন্ডল ভালোভাবে পরিষ্কার করা বা ধৌত করা, ওযুর প্রথম ফরজ মুখমণ্ডল ধৌত করার সময় অবশ্যই গড়গড়া সহ ৩ বার ধৌত করতে হবে। তবে রোজা থাকা অবস্থায় গড়গড়াসহ ধৌত করা বাধ্যতামূলক নয়।
২/ দুই হাতের কনুইসহ হাতের কব্জি পরিষ্কার করা
ওযুর ২য় নাম্বার খরচ হচ্ছে দুই হাতের কনুইসহ হাতের কব্জি পরিষ্কার করা এখানে দুই হাত ধৌত করার সময় আপনার দুই হাতের কোনু যেন সম্পূর্ণভাবে ভিজে যায় এবং দুই হাতের কোনু পর্যন্ত ভালোভাবে দেখে নিবেন সব জায়গায় পানি গিয়েছে কিনা এবং হাতের কব্জি ভালোভাবে পরিষ্কার করুন যাতে কোন ময়লা না থাকে।
৩/ মাথার চার ভাগের এক ভাগ মাসেহ্ করা
ওযুর ৪টি ফরজের মধ্যে তিন নাম্বার ফরজ হচ্ছে মাথার ৪ ভাগের একভাগ মাছেহ্ করা আসলে এখানেই অনেকে ভুল করে আপনি যখন মাথার চার ভাগের এক ভাগ মাসেহ্ করবেন তখন দুই হাতের শেষের তিনটি আঙ্গুল দিয়ে মাথার চার ভাগের একভাগ মাসেহ্ করবেন, এবং বিদ্যাহ আঙুল দিয়ে কানের অপর পাশ মাসেহ্ করবেন এবং শাহাদাত আঙুল দিয়ে কানের ভিতরে মাসেহ্ করবেন, সবশেষে ছোট আংটি দিয়ে কানের মেইন ফুটোতে হালকা পানি লাগাবেন।
৪/ দুই পায়ের টাখনুসহ পা পরিষ্কার করা
সবশেষে দুই পায়ের টাকনুসহ পরিষ্কার করতে হবে মানে আমাদের দুই পায়ের গিরার উপর পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে এবং প্রতিটি আঙুলের ফাঁকে ফাঁকে যেন পানি ঢুকে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং সম্পূর্ণ গীরার উপর পর্যন্ত বা টাখনুর উপর পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে যেন কোথাও শুকনো না থেকে যায়।
শেষ কথা
সম্মানিত পাঠক আমাদের আজকের আর্টিকেলে
ওযুর ফরজ কয়টি ও কি কি? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আশা করি ওযুর ফরজ কয়টি ও কি কি সে সম্পর্কে বিস্তারিত জানাতে পেরেছি এবং ইসলাম ধর্ম সম্পর্কে আরো জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আশা করি আপনার ভালো লাগবে।
আমাদের আজকের আর্টিকেল যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আর্টিকেলে অবশ্যই একটি ফাইভ স্টার ওয়েটিং দিবেন যাতে আরো বেশি মানুষ এই পোস্ট পড়তে পারে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।