হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলব সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়ম সম্পর্কে। আপনি যদি সৌদি আরব যেতে চান বা সৌদি আরব যাওয়ার জন্য টিকেটের আবেদন করেছেন কিন্তু আপনি জানেন না আপনার সৌদি আরবের বর্তমান টিকেট কোন অবস্থায় রয়েছে।
তাই আপনার বর্তমান এয়ারলাইন্স টিকিট চেক করার জন্য আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই এক নিমিষে সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করে ফেলতে পারবেন। আজকের এই আর্টিকেলে মূলত এই বিষয়টি নিয়েই আমরা আলোচনা করেছি। আপনি যদি এয়ারলাইন্স টিকেট চেক করতে চান তাহলে আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। আশা করি আপনি আপনার সমাধান পাবেন।

সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়ম ২০২৩
সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করতে https://www.saudia.com/ এর “Manage Booking” অপশন থেকে “Booking Reference Number” এ গিয়ে টিকেট নাম্বার অথবা পি এন আর (PNR) নাম্বার ব্যবহার করে এয়ারলাইন্স টিকেট চেক করতে পারবেন।
আপনি যদি সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করতে চান তাহলে খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে মাত্র এক মিনিটের মধ্যে আপনার টিকেট আপনি চেক করে ফেলতে পারবেন তবে এর জন্য রয়েছে কিছু নির্দেশনা আর সেই নির্দেশনাগুলো সঠিকভাবে ফুলফিল করতে পারলেই আপনি টিকিট চেক করতে পারবেন।
আর তাই আমরা আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে সৌদি আরবের টিকেট কিভাবে চেক করবেন সেই বিষয়ে একদম বিস্তারিত আলোচনা করব যাতে আপনি আপনার পি এন আর (PNR) নাম্বার ব্যবহার করে এবং টিকেট নাম্বার ব্যবহার করে সৌদি আরব এয়ারলাইন্স টিকেট চেক করতে পারবেন।
চলুন তাহলে আমরা দেখে নিব কিভাবে এয়ারলাইন্স টিকিট চেক করতে হয় তার নিয়ম গুলো এবং বিস্তারিত জেনে নিব সকল বিষয় সম্পর্কে আর কথা না বলে চলুন এবার শুরু করা যাক।
অনলাইনে সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করার পদ্ধতি
বন্ধুরা আমরা প্রথমে সহজ ভাষায় কিভাবে এয়ারলাইন্স টিকেট চেক করতে হয় সেই বিষয়ে বলে এসেছি তবে আমরা বলেছিলাম কিছু নির্দেশনা মেনে এয়ারলাইন্স টিকেট চেক করতে হবে তবে কি সেই নির্দেশনা আপনি হয়তো বা জানেন না।
আসলে আপনি যদি অনলাইনে ঘরে বসে সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করতে চান তাহলে আপনি মূলত দুটি মাধ্যমে আপনার এয়ারলাইন্স টিকেট চেক করতে পারবেন এর মধ্যে প্রথমটি হচ্ছে আপনার টিকেট নাম্বার আর দ্বিতীয়টি হচ্ছে পি এন আর (PNR) নাম্বার। আর এখন আপনারা জানতে পারবেন টিকেট নাম্বার এবং পিএনআর নাম্বার ব্যবহার করে কিভাবে এয়ারলাইন্স টিকেট চেক করবেন।

টিকেট নম্বর দিয়ে সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়মঃ
যেহেতু আমরা বলে এসেছি দুটি মাধ্যমে টিকেট চেক করতে পারবেন তাই আমরা টিকেট নাম্বার দিয়ে কিভাবে আপনার এয়ারলাইন্স টিকেট চেক করবেন সে বিষয়টি প্রথমে আলোচনা করব চলুন দেখে নেওয়া যাক কিভাবে টিকেট নাম্বার ব্যবহার করে এয়ারলাইন্স টিকিট চেক করবেন।
টিকেট নাম্বার দিয়ে সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করতে https://www.saudia.com/ এর E-Ticket অপশনটিতে ক্লিক করুন এবং E-Ticket Number অপশনে আপনার এয়ারলাইন্স টিকেট নাম্বার ব্যবহার করুন এবং Last Name এর জায়গায় আপনার ফুল নামের শেষের অংশটুকু দিলেই আপনার টিকেট চেক করতে পারবেন।
এখানে Last Name বলতে বোঝানো হয়েছে মনে করেন আপনার নাম যদি হয় Shakib Al Hasan তাহলে আপনি Last Name এর জায়গায় শুধু Hasan খেয়ে দিবেন তাহলেই হবে। এবং সবশেষে “Retrieve My Booking” অপশনে ক্লিক করলেই আপনি আপনার টিকেটের বর্তমান অবস্থা দেখতে পাবেন।

পি এন আর (PNR) নাম্বার দিয়ে সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়মঃ
প্রথমেই জানলাম ই টিকেট নাম্বার দিয়ে এয়ারলাইন্স টিকেট চেক করা সম্পর্কে এবার আপনাদের জানাবো পিএনআর নাম্বার দিয়ে কিভাবে এয়ারলাইন্স টিকেট চেক করবেন চলুন তাহলে দেখে নেয়া যাক (PNR) নাম্বারের মাধ্যমে এয়ারলাইন্স টিকেট চেক করার পদ্ধতি।
পি এন আর ((PNR) নাম্বার দিয়ে টিকেট চেক করতে https://www.saudia.com/ এর “MANAGE BOOKINGS” অপশন ব্যবহার করে Booking Reference অপশনে (PNR) নাম্বার ব্যবহার করে আপনার নামের শেষের অংশ দিয়ে Retrieve Booking এ ক্লিক করলেই আপনার এয়ারলাইন্স টিকিট চেক করতে পারবেন।
এবার উপরে উঠে লিখিত সকল তথ্য ব্যবহার করতে পারলে আপনি আপনার এয়ারলাইন্স টিকেটের সকল তথ্য আপনার ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে দেখতে পাবেন। একই সাথে আপনার ফ্লাইট এর সময় ও তারিখ কখন সে বিষয়টিও দেখতে পাবেন।
কোনো যান্ত্রিক ত্রুটি বা এয়ারলাইন্সের কোন সমস্যার কারণে যদি আপনার টিকেট এখানে না দেখতে পান তাহলে খুব বেশি দেরি না করে সরাসরি সৌদি এয়ারলাইন্স ট্রাভেল এজেন্সির কাছে অথবা সরাসরি এয়ারলাইন্স এর কাছে যোগাযোগ করুন।
সৌদি এয়ারলাইন্স টিকেট চেক নিয়ে আমাদের মন্তব্য
আপনারা যারা সৌদি যাওয়ার জন্য এপ্লাই করেছেন এবং আপনাদের টিকেট হয়ে গেছে বলে জানিয়েছে আপনাদের এয়ারলাইন্স কর্তৃপক্ষ কিন্তু আপনি সঠিকভাবে শিউর হওয়ার জন্য আপনি চাচ্ছেন আপনার ক্রিকেট চেক করতে।
আর তাই আপনি কিভাবে আপনার এয়ারলাইন্স টিকেট সঠিকভাবে চেক করবেন সে জন্যই আমাদের আজকের এই আর্টিকেলটি দেওয়া হয়েছে আশা করি আপনি আপনার এয়ারলাইন্স টিকেট চেক করতে পেরেছেন।
কোন সমস্যা বা ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ।