হ্যালো কেমন আছেন সবাই.? আশা করি ভালই আছেন আপনি কি Symphony বাটন মোবাইলের দাম ২০২৩ জানতে চান.? তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। আপনার স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি আপনি যদি একটি symphony বাটন মোবাইল ব্যবহার করতে চান তাহলে আজকের এই আর্টিকেল থেকে আপনার পছন্দের যেকোনো symphony বাটন মোবাইল বেছে নিতে পারেন।
বর্তমানে অনেকে আছেন যারা কিনা একটি স্মার্ট ফোন ব্যবহারের পাশাপাশি ছোট্ট একটি symphony বাটন ফোন বা একটি symphony ফিচার ফোন ব্যবহার করতে চান যারা হয়তোবা প্রতিনিয়তই গুগলে সার্চ করছেন Symphony বাটন মোবাইলের দাম ২০২৩ সেই সম্পর্কে। কোন সমস্যা নেই আমি তো আছি আছে এই আর্টিকেলে আমি আপনাদের জন্য সিম্ফোনির তরফ থেকে নিয়ে আসলাম কিছু জাঁক চমক symphony বাটন মোবাইল।
আরো পড়ুনঃ Itel বাটন মোবাইলের দাম ও ছবি
আপনি আপনার বাজেট এবং পছন্দ অনুযায়ী আমাদের এই আর্টিকেলে আলোচিত symphony বাটন মোবাইল যেকোনো একটি বেছে নিতে পারেন এখান থেকে তো চলুন আর দেরি না করে দেখা যাক আমাদের আজকের আয়োজন symphony বাটন মোবাইলের দাম ২০২৩ সম্পর্কে।

Symphony বাটন মোবাইলের দাম ও ছবি 2023
আপনি যদি Symphony বাটন মোবাইলের দাম সম্পর্কে জানতে চান তাহলে প্রথমেই Symphony এর পক্ষ থেকে একটি চমৎকার ফোন Symphony D78 এই ফোনটি দেখতে পারেন Symphony D78 এই ফোনটিতে রয়েছে 0.8MP ক্যামেরা সাথে 2.4 ইঞ্চি ডিসপ্লে এবং memory card slot up to 16GB এবং ফোনটিতে Li-ion 1000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সব দিক বিবেচনা করে Symphony D78 ফোনটির দাম ধরা হয়েছে মাত্র 1299 টাকা।
Model | Symphony D78 |
First Release | 08 August 2021, |
Display siz | 2.4″ 240×320 pixels |
Back Camera Resolution | Camera: 0.08MP |
Battery Capacity | Battery: 1000mAh Li-ion |
RAM/ROM | NO/NO |
Symphony D78 Price | BDT. 1,299 |
এই ছিল Symphony D78 এর ফুল স্পেসিফিকেশন। আপনাদের যাদের বাজেট 1000-1300 TK. তারা চাইলে Symphony এই মডেলের ফোনটি কিনতে পারেন। এই ফোনটি আকর্ষণীয় 2 টি কালার ভেরিয়েন্টে পাচ্ছেন।
আরো পড়ুনঃ ১০০০ টাকার মধ্যে ভালো মোবাইল

Symphony বাটন মোবাইলের দাম ২০২৩ (Symphony PD1)
আপনি হয়তো প্রতিনিয়ত শুনে এসেছেন বা দেখে এসেছেন এন্ড্রয়েড মোবাইলে ফোরজি সিম লাগানো যায় বা ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট করে কিন্তু কখনো কি শুনেছেন বাটন মোবাইলে ফোরজি চালানো যায় বা বাটন মোবাইলে ফোরজি চালানোর উপায় কি। হ্যাঁ symphony বাটন মোবাইলের মধ্যে এমনই একটা মোবাইল রয়েছে যেটাতে ব্যবহার করা হয়েছে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট।
আরো পড়ুনঃ ৩০০০ টাকার মধ্যে মোবাইল
মূলত আমরা সবাই চাই বাটন মোবাইল দিয়ে যেন একটু কল কোয়ালিটি ভালো হয় তাই আপনাদের জন্য নিয়ে আসলাম বাটন মোবাইল এর মধ্যে সেরা কল কোয়ালিটির ফোন যেটাতে ব্যবহার করা হয়েছে ফোরজি নেটওয়ার্ক স্পিড। তাই বুঝতেই পারছেন কতটা ভালো হতে পারে আপনার কথোপকথন।
আজ আমি আপনাদের জন্য যে Symphony বাটন মোবাইলটি নিয়ে আসলাম সেটির মডেল হচ্ছে Symphony PD1 বন্ধুরা এটি মূলত একটি সাংফোনের সবচাইতে নেটওয়ার্ক কোয়ালিটির ভালো একটি ফোন বা একে নিউ ফিচার ফোন বলতে পারেন।
ফোনটি মূলত ২০২২ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে বাংলাদেশে লঞ্চ করা হয়। Symphony PD1 এই ফোনটি মোট দুইটি কালার ভেরিয়েন্ট পাবেন ব্লাক এবং ব্লু এই ফোনটিতে দুইটি সিম কার্ডের সাপোর্টও রয়েছে। সাথে টুজি থ্রিজি ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট তো থাকছেই।
এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে ২.৪ ইঞ্চি যার রেজুলেশন থাকবে ২৪০×৩৬০ মেগাপিক্সেল। ফোনটি ক্যামেরা সেকশনে থাকবে ০.৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ অটো ফ্লাশ ব্যবহার করতে পারবেন।
এবার যেটি আপনাদের শুনাব সেটা শুনলে হয়তো বা আপনি পুরাই অবাক হয়ে পড়বেন সেটা হলো এর পারফরম্যান্স সেক্টরে। Symphony PD1 এই ফোনটিতে রেম হিসেবে ব্যবহার করা হয়েছে ৪ জিবির একটি রেম এবং এস্টরেস হিসেবে পেয়ে যাবেন ৫১২ এমবির ফোন স্টোরেজ। সাথে ডেডিকেটেড এসডি কার্ড হিসেবে লাগাতে পারবেন সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত।
ফোনটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে লিথিয়াম প্রাইমারের ১৭০০ মিলি আম্পিয়ার এর একটি ব্যাটারি। Symphony PD1 এই ফোনটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে ৩০০০ টাকা। যদিও বাটন মোবাইল হিসেবে তিন হাজার টাকায় একটু বেশি হয়ে যায় তবে এর ফিচারগুলো তো আপনি এতক্ষণ পড়ে আসলেন তাই বুঝতেই পারছেন এত পারফর্মিং একটি ফোন দাম তো একটু বেশি হবেই।
মোবাইল নামঃ | Symphony PD1 |
ডিসপ্লে সাইজঃ | 2.4 Inches |
রেম | 512 MB |
মেমরি কার্ড | 4 GB |
ব্যাটারি | 1700 mAh |
নির্মাতা কম্পানি | Symphony |
বাংলাদেশে মূল্য | BDT. 3,000 |
Symphony বাটন মোবাইলের দাম ও ছবি (Symphony L33)

আমাদের আজকের লিস্টের দ্বিতীয় নাম্বারে রয়েছে symphony তরফ থেকে আরো একটি দারুন ফিচার ফোন Symphony L33 যদিও এই ফোনটিতে আগের ফোনটির মতো ফোরজি সাপোর্ট নেই তারপরেও খুবই দারুণ একটি ফোন আপনি চাইলে আপনার লিস্টে এই ফোনটি রাখতে পারেন কারণ এই ফোনটির দামও একটু কম।
আরো পড়ুনঃ এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ
এই ফোনটিতে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ২.৪ ইঞ্চি একটি ডিসপ্লে যার রেজুলেশন ২৪০ ইনটু ৩৬০ ফিক্সেল। এই ফোনটিতে পারফরম্যান্স হিসেবে কোন রেম রম কিছুই পাওয়া যায়নি তবে কিছু তো অবশ্যই আছে কিন্তু ডেডিকেটেড ইন্টার্নাল স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন 16 জিবি পর্যন্ত মেমোরি কার্ড।
এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহা২র করা হয়েছে লিথিয়াম আয়নের ১৭০০ মিলিয়ন এর একটি ব্যাটারি। যেহেতু ফোনটিতে তেমন একটা ফিচার নেই সেহেতু দাম একটু কমেই হবে বুঝতেই পারছেন তাই সবদিক বিবেচনা করে এই ফোনটির দাম রাখা হয়েছে ১৩৫০ টাকা।
মোবাইল নামঃ | Symphony L33 |
ডিসপ্লে সাইজঃ | 2.4 ” QVGA + 240 x 320 pixels |
রেম | 1 MB |
মেমরি কার্ড | 1 MB |
ব্যাটারি | 1700 mAh Li-Ion (Lithium Ion) |
নির্মাতা কম্পানি | Symphony |
বাংলাদেশে মূল্য | BDT. 1,490 |
সিম্ফনি বাটন মোবাইলের দাম ২০২৩( Symphony L44)

আমাদের আজকের লিস্টের দ্বিতীয় নাম্বারে সিম্ফনির যে ফোনটি রেখেছি সেটির মডেল হচ্ছে Symphony L44 এই ফোনটি ও অল্প টাকা বাজেটের মধ্যে symphony এর খুবই দারুণ একটি বাটন ফোন। এই ফোনটি দেখতে কিছুটা Symphony S45 এই ফোনটির মতো লাগে তবে ডিজাইন এক হলেও ফিচার কিন্তু এক নয়।
এই ফোনটির ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 0.8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার মাধ্যমে আপনি 8x জুম করতে পারবেন। এখন কি ডিসপ্লে ২.৪ ইঞ্চি। তবে এই ফোনটিতে রেম তেমন একটা ব্যবহার করা হয়নি বা স্টোরেজ হিসেবে ও কোন জায়গা পাবেন না আপনাকে অবশ্যই ডেডিকেটেড মেমোরি কার্ড লাগাতে হবে।
এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে ১৭০০ মিলিম্পিয়ারের একটি ব্যাটারি যেটা দিয়ে আপনি প্রায় সারাদিন ব্যাকআপ পেতে পারেন। Symphony L44 আইফোনটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে ১৩৩০ টাকা।
মোবাইল নামঃ | Symphony L44 |
ডিসপ্লে সাইজঃ | 2.4 ” QVGA + 240 x 320 pixels |
রেম | 4 MB |
মেমরি কার্ড | 4 MB |
ব্যাটারি | 1700 mAh Li-Ion (Lithium Ion) |
নির্মাতা কম্পানি | Symphony |
বাংলাদেশে মূল্য | BDT. 1,330 |