টেলিটক ব্যালেন্স চেক কোড নাম্বার। Teletalk Balance Check Code Number

4.9
(2356)

আপনি হয়তো একটি নতুন টেলিটক সিম কিনেছেন কিন্তু টেলিটক ব্যালেন্স চেক নাম্বার কোনটি সেই সম্পর্কে অবগত নন, কোন সমস্যা নেই আজকের এই আর্টিকেলেই আমরা আপনাকে Teletalk Balance Check Code বলে দেবো আপনি এই কোড ব্যবহার করে খুব সহজেই আপনার টেলিটক সিমের ব্যালেন্স চেক করতে পারবেন।

আমরা সকলে জানি প্রতিটি গভারমেন্ট চাকরির সার্কুলারের আবেদন এবং আবেদনের পেমেন্ট করার জন্য টেলিটক সিমের প্রয়োজন হয় কারণ সরকারি সকল সার্কুলার গুলোই টেলিটক সিমের মাধ্যমে তাদেরকে পেমেন্ট করতে হয় তাই আপনি হয়তো এটি টেলিটক সিম কিনেছেন এবং টেলিটক সিম দিয়ে পেমেন্ট করতে চাচ্ছেন কিন্তু টেলিটক সিমে রিচার্জ করেছেন কিন্তু টেলিটক ব্যালেন্স চেক করে কিভাবে সে সম্পর্কে কোন ধারণা নেই আপনার।

আরো পড়ুনঃ রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড

কোন সমস্যা নেই আপনি যদি কোন চাকরির পেমেন্ট করা ছাড়াও শুধুমাত্র নিজে টেলিটক সিম চালানোর জন্য এবং ভালো ভালো অফার নেওয়ার জন্য যদি টেলিটক সিম ব্যবহার করে থাকেন তাহলেও আপনার এই যে বিষয়টি জানা খুবই জরুরী অনেক সময় আমরা টেলিটক সিমে এমবি অফার কিনে থাকি কিন্তু টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক কিভাবে করতে হয় সে সম্পর্কেও অনেকে অবগত নন।

আজকের এই আর্টিকেলে আমরা টেলিটক সিমের যত ব্যালেন্স চেক কোড আছে সবগুলো কোড আলোচনা করব তাই আপনারা যারা Teletalk Internet Balance Check করা সম্পর্কে জানতে চান তারাও চাইলে আমাদের আজকের এই আর্টিকেলটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়তে পারেন আশা করি আপনি টেলিটক সিমের যতগুলো ব্যালেন্স চেক কোড আছে সবগুলো কোড আমাদের এখান থেকেই পেয়ে যাবেন অন্য কোথাও যেতে হবে না চলুন তাহলে আমরা টেলিটক সিমের ব্যালেন্স চেক কোড গুলো দেখে আসি।

আরো পড়ুনঃ বাংলালিংক সিম রিপ্লেসমেন্ট কত টাকা 

টেলিটক ব্যালেন্স চেক কোড নাম্বার
টেলিটক ব্যালেন্স চেক কোড নাম্বার

টেলিটক ব্যালেন্স চেক করার নিয়ম

টেলিটক সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল প্যাডে থেকে টাইপ করুন *১৫২# অথবা*152# এই USSD কোড ব্যাবহার করে টেলিটক সিমের মেইন ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স, মিনিট ব্যালেন্স, এবং এসএমএস ব্যালেন্স চেক করতে পারবেন। 

যেহেতু টেলিটক একটি বাংলাদেশ সরকারের আওতাধীন ছিনতাই এটির অনেক সময় সার্ভার ব্যস্ত থাকার কারণে *১৫২# অথবা*152# এই কোড ব্যবহার করে টেলিটক ব্যালেন্স চেক করতে সমস্যা হয় তখন টেলিটক এসএমএসের মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারবেন।

আরো পড়ুনঃ My GP থেকে জিপি সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম

টেলিটক সিমের এসএমএসের মাধ্যমে ব্যালেন্স চেক করতে আপনার মেসেজ বক্সে গিয়ে টাইপ করুন U এবং এই মেসেজটি পাঠিয়ে দিন ১১১ নামারে।

Teletalk Balance Check Code 2023

আপনারা অনেকেই রয়েছেন টেলিটক ব্যালেন্স চেক করার জন্য অনেক ভাবে গুগল এ সার্চ করেন যেমন অনেকে গুগলে এভাবে সার্চ করে টেলিটক ব্যালেন্স চেক করার নিয়ম আবার অনেকে Teletalk Balance Check Code বিষয়টি লিখেও সার্চ করে তাই আপনারা যারা ইংরেজিতে বা বাংলিশ আকারে সার্চ করেন তাদের জন্য আমরা এইটুকু লিখেছি।

চলেন আমরা আবারও সংক্ষেপে কিছু টেলিটক সিমের ব্যালেন্স চেক করার পদ্ধতি দেখে নেই যেখানে আলাদা আলাদা ভাবে টেলিটক সিমের ব্যালেন্স চেক করার পদ্ধতি দেখানো হয়েছে যাতে আপনি আরো সহজ ভাবে বুঝতে পারেন যে কিভাবে ব্যালেন্স চেক করতে হয়।

টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক কোড Teletalk Internet Balance Check Code

টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক কোড Teletalk Internet Balance Check Code

আমরা উপরের দিকে টেলিটক সিমের ব্যালেন্স চেক করার নিয়ম জেনে এসেছি আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা টেলিটক সিমের ৫জি সেবা নেওয়ার জন্য টেলিটক সিমে ইন্টারনেট কিনেছেন কিন্তু কিভাবে টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হয় তার কোড জানেন না তাদের জন্যই মূলত আমাদের এই আর্টিকেলটি সাজানো হয়েছে চলুন তাহলে ইন্টারনেট ব্যালেন্স চেক কোড দেখে নেই।

আরো পড়ুনঃ রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড

টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল প্যাড থেকে টাইপ করুন *১৫২# অথবা*152# এটি টাইপ করলেই আপনি একটি লিস্ট দেখতে পাবেন নাম্বার আকারে সেখান থেকে ইন্টারনেট ব্যালেন্স চেক করা পদ্ধতি কত নাম্বারে রয়েছে সেটি লিখে সেন্ড বাটনে ক্লিক করলেই আপনার সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন।

টেলিটক মিনিট ব্যালেন্স চেক কোড Teletalk Minute Balance Check Code

টেলিটক মিনিট ব্যালেন্স চেক কোড Teletalk Minute Balance Check Code

আমরা সকলেই জানি প্রতিটি সিমেই মিনিট কিনে কথা বলা যায় ঠিক তেমনি টেলিটক সিমেও যদি আপনার বেশি টাকা কাটে তখন আপনি হয়তো সেই টাকা বাঁচানোর জন্য টেলিক্স সিমে কিছু মিনিট কিনেছেন কিন্তু টেলিটক সিমের মিনিট ব্যালেন্স চেক করে কিভাবে সে সম্পর্কে আপনার কোন ধারণা নেই।

চলুন তাহলে টেলিটক মিনিট ব্যালেন্স চেক কোড কোনটি সেটি দেখে নেই। আপনি যদি টেলিটক মিনিট ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনার ফোনের ডায়াল পার্ট থেকে টাইপ করুন *১৫২# অথবা*152# এটি টাইপ করলেই পরবর্তী নির্দেশনা অনুযায়ী কোড উঠিয়ে সেন্ট বাটনে ক্লিক করুন এবং আপনার টেলিটক মিনিট ব্যালেন্স কত রয়েছে সেটি চেক করতে পারবেন।

টেলিটক ইমার্জেন্সি ব্যালেন্স চেক কোড Teletalk Emergency Balance Check Code

টেলিটক ইমার্জেন্সি ব্যালেন্স চেক কোড Teletalk Emergency Balance Check Code

আমাদের হল হামেশাই ব্যালেন্স শেষ হয়ে যায় এটা কোন নিত্যদিনের কিছুই নয় কারণ অনেক সময় দেখা যায় আমরা দূরে কোথাও বেড়াতে গিয়েছি যেখানে রিচার্জের কোন সিস্টেম নেই অথবা আপনার হাতে হয়তো টাকা নেই তখন আপনি টেলিটক সিম ইমার্জেন্সি ব্যালেন্স নিয়েছেন কিন্তু ব্যালেন্স নেওয়ার পরে আপনার ইমার্জেন্সি ব্যালেন্স কত টাকা রয়েছে সেটি হয়তো আপনি চেক করতে পারেন না।

আরো পড়ুনঃ অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক

আর তাই আপনি টেলিটক সিমের এমার্জেন্সি ব্যালেন্স কিভাবে চেক করতে হয় সে সম্পর্কে জানতে চাচ্ছেন চলুন তাহলে আমরা দেখে নেই কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স চেক করবেন।

টেলিটক এমার্জেন্সি ব্যালেন্স চেক করতে আপনার ফোনের ডায়াল পার্ট থেকে টাইপ করুন *১১২২*০# অথবা *1122*0# এই কোডটি টাইপ করে আপনি যেই সিমের ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে চান সেই সিমটি সিলেক্ট করে সেন্ড বাটনে ক্লিক করলে আপনার টেলিটক সিমের এমার্জেন্সি ব্যালেন্স কত আছে সেটি দেখতে পারবেন।

টেলিটক অফার চেক করার কোড Teletalk Offer Check Code

আমরা সবাই জানি সরাসরি এসএমএসের মাধ্যমে আমাদের যে অফার গুলো দেওয়া হয় সে অফার গুলো অনেক বেশি দামের হয়ে থাকে কিন্তু যদি আপনি আপনার সিমের অফার চেক করে ইন্টারনেট অথবা এসএমএস নিতে পারেন তাহলে সেটা খুবই কম দামে কেনা যায়।

আর এজন্য হয়তো আপনি একজন টেলিটক সিম ইউজার এবং টেলিটক অফার চেক করার কোড জানতে চাচ্ছেন চলুন আমরা টেলিটক সিমে কিভাবে আপনার ইন্টারনেট অফার এসএমএস অফারসহ সকল অফার চেক করবেন সে বিষয়টি জেনে নেই।

টেলিটক সিমের যেকোনো অফার চেক করতে আপনার ডায়াল প্যাড থেকে টাইপ করুন *১১১# অথবা *111# এই কোড ডায়াল করলেই আপনার পরবর্তী প্রভাব বক্সে টেলিটক সিমের যত অফার রয়েছে সবগুলো অফার একসাথে আপনি দেখতে পারবেন।

টেলিটক নাম্বার চেক কোড Teletalk Number Check Code

সবশেষে আমরা টেলিটক সিমের নাম্বার কিভাবে বের করবেন বা টেলিটক নাম্বার চেক কোড কি সে বিষয়টি জানবো কারণ আমাদের সিমে রিচার্জ করতে হলে বা কাউকে ফোন নাম্বার দিতে হলে অবশ্যই নাম্বার বের করে তারপরে দিতে হবে তা ছাড়া কোনোভাবেই আমরা রিচার্জও করতে পারব না অথবা কাউকে নাম্বারও দিতে পারবো না।

তাই টেলিটক সিমের নাম্বার চেক করার নিয়ম জানা আপনার জন্য খুবই জরুরী চলুন কোন কোড ব্যবহার করলে টেলিটক নাম্বার চেক করতে পারবেন সে বিষয়টি দেখে নিন। টেলিটক নাম্বার চেক করতে ডায়াল প্যাড থেকে টাইপ করুন *৫৫১* অথবা *551# এই কোড ডায়াল করলেই পরবর্তী প্রভাবে আপনার টেলিটক নাম্বার দেখতে পারবেন।

FAQ

টেলিটক নাম্বার চেক করে কিভাবে?

টেলিটক নাম্বার চেক করতে ডায়াল প্যাড থেকে টাইপ করুন *৫৫১* অথবা *551# এই কোড ডায়াল করলেই পরবর্তী পআপে আপনার টেলিটক নাম্বার দেখতে পারবেন।

টেলিটক ব্যালেন্স চেক কোড কি?

টেলিটক সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল প্যাডে থেকে টাইপ করুন *১৫২# অথবা*152# এটি হচ্ছে টেলিটক ব্যালেন্স চেক করার কোড।

শেষ কথা

সম্মানিত পাঠ্যবৃন্দ আমাদের আজকের আর্টিকেলে টেলিটক সিমের মেইন ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স, মিনিট ব্যালেন্স, এবং এসএমএস ব্যালেন্স চেক করার কোড গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি উপরে আমরা যেই কোডগুলো দিয়েছি এই কোডগুলোর মাধ্যমে আপনি টেলিটক সিমের যত ব্যালেন্স চেক সিস্টেম রয়েছে সবগুলো ব্যালেন্স এই কোডের মাধ্যমে চেক করতে পারবেন।

আমাদের আজকের আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফাইভ স্টার রেটিং দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারে তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 2356

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve this post?

Leave a Comment