Vivo y20 বাংলাদেশে দাম কত 2023। Vivo y20 Price in Bangladesh 2023

4.8
(2347)

আসসালামু আলাইকুম সম্মানিত পাঠ্যবৃন্দ আমাদের আজকের আর্টিকেলে Vivo y20 বাংলাদেশে দাম কত 2023 সালে এই বিষয়ে আলোচনা করা হবে এবং এই ফোনটির সকল স্পেসিফিকেশন সহ এর দাম কত সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এবং ফোনটি ভালো নাকি খারাপ সে সম্পর্কেও বলা হবে তাই আপনি যদি vivo y20 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।

বন্ধুরা আমরা সবাই জানি চাইনিজ কোম্পানির ফোন গুলোর দাম একটু কম হয়ে থাকে ঠিক তেমনি ভিভো হচ্ছে এটি চাইনিজ মোবাইল ফোন ইন্ডাস্ট্রির একটি কোম্পানি আর এই কোম্পানি বাংলাদেশ জনপ্রিয়তা লাভ করেছে কারণ তাদের ফোনগুলো খুবই কম দামে এবং ভালো মানের প্রোডাক্ট উপহার দিয়ে থাকে গ্রাহকদের।

আরো পড়ুনঃ Vivo y21s বাংলাদেশে দাম কত

তাই ভিভোর একটি জনপ্রিয় ফোন vivo y20 এই ফোনটি নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলে তাই আপনি যদি এই ফোনটি কেনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে বাংলাদেশে vivo y20 এর দাম কত 2023 সালে এই বিষয়টি আগে থেকে জানা থাকলে আপনি শোরুম এ গিয়ে সরাসরি ফোনটি কিনে আনতে পারবেন কোন ধরনের দাম দর করা লাগবে না।

Vivo y20 বাংলাদেশে দাম কত 2023
Vivo y20 বাংলাদেশে দাম কত 2023

Vivo y20 বাংলাদেশে দাম কত ২০২৩। Vivo y20 Price in Bangladesh 2023

বাংলাদেশে Vivo y20 ফোনটি শুধুমাত্র 4/64 জিবি ভেরিয়ান্টে পাওয়া যাচ্ছে, Vivo y20 4/64 জিবি ভেরিয়ান্ট এর অফিসিয়াল প্রাইস ১৩,৯৯০ টাকা। এটি বাংলাদেশের যে কোন ভিভো শোরুম থেকে কিনতে পারবেন।

বিঃদ্রঃ মোবাইল ফোনের দাম প্রতিনিয়তই কমানো বাড়ানো হয় তাই আমরা আজকের এই আর্টিকেলে Vivo y20 ফোনটির দাম বলেছি ১৩,৯৯০ টাকা হয়তো পরবর্তী সময়ে এই দাম কমতেও পারে বা বাড়তেও পারে যেহেতু এটি একটি মোবাইল ফোন তাই এর দাম কখন বাড়বে কখন কমবে এটা কেউ বলতে পারেনা।

আরো পড়ুনঃ Vivo y11 এর বাংলাদেশে দাম কত

আমরা এতক্ষণ বাংলাদেশে vivo y20 এর দাম কত এই বিষয়ে জানলাম চলুন এবার এই ফোনটি ভালো দিক মন্দ দিক এবং এর পারফরম্যান্স কেমন সে সকল বিষয়ে জেনে নেই।

Vivo y20 ডিজাইন ও ডিসপ্লে

Vivo y20 এই ফোনটি প্রথম বাংলাদেশের বাজারে আসে ২০২০ সালে দুইটি কালার টি এর মধ্যে একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে হোয়াইট ফোনটিতে রয়েছে দুইটি সিম কার্ডের অপশন যা ফোরজি সাপোর্টেড নেটওয়ার্কের সাথে চালাতে পারবেন।

নচ স্কিন ব্যবহার করা হয়েছে গরিলা ক্লাস ফন্ট এবং প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে ফোনটির ওজন ১৯২. ৩ গ্রাম Vivo y20 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ৬.১ ইঞ্চির একটি ডিসপ্লে যার রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে HD+ 720 x 1600 pixels (270 ppi) এবং স্ক্রিন টেকনোলজি হিসেবে পেয়ে যাবেন IPS LCD Touchscreen.

Vivo y20 ক্যামেরা ও ব্যাটারি 

Vivo y20 এই ফোনটিতে ব্যাক সাইডে মোট তিনটি ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এর মধ্যে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সাথে ম্যাক্রোলেন হিসেবে ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে একই সাথে ডেথ সেন্সর হিসেবে রয়েছে আরও ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।

আরো পড়ুনঃ  ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে স্কিন যেখানে একটি মাত্র ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সেটির রেজুলেশন হচ্ছে ৮ মেগাপিক্সেল যা দিয়ে আপনি ১০৮০-র জেলে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং খুবই উন্নত মানের সেলফি তুলতে পারবেন কারণ ভিভো হচ্ছে সেলফি লাভার একটি ফোন।

Vivo y20 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলিয়নপেয়ার এর একটি লিথিয়াম প্লাইমার এর ব্যাটার যেটি চার্জ করার জন্য দেওয়া হয়েছে 18 ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার যা দিয়ে আপনি মাত্র এক ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে ফেলতে পারবেন।

Vivo y20 পারফরমেন্স ও ফিচার

Vivo y20 ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড টেন এবং এই ফোনটির চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 460 (11 nm) একই সাথে Vivo y20 ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে Octa core, up to 1.8 GHz। ষ

Vivo y20 এই ফোনটি শুধুমাত্র একটি রেম রম ভেরিয়ান্টে পাওয়া যাচ্ছে ৪/৬৪ জিবি। এটি দাম ধরা হয়েছে ১৩,৯৯০ টাকা। সাথে থাকছে ৩.৫ এমএম জ্যাক সাথে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি সাইট mounted এবং ফেস আনলক এর সুযোগ তো থাকছেই।

জিজ্ঞাসিত প্রশ্নাবলী FAQ

Vivo y20 ফোনে কি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে?

হ্যাঁ Vivo y20 ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে যা ফোনের সাইডে পাওয়ার বাটন হিসেবে রয়েছে বা সাইড মাউন্টেড হিসেবে রয়েছে বলা যায়।

Vivo y20 বাংলাদেশে দাম কত ২০২৩?

Vivo y20 এই ফোনটি বাংলাদেশের শুধুমাত্র একটি ভেরিয়েন্ট এসেছে ৪/৬৪ জিবি এবং এটির অফিসিয়াল ভেরিয়েন্ট এর দাম ধরা হয়েছে ১৩,৯৯০ টাকা।

শেষ কথা

সম্মানিত পাঠ্যবৃন্দ আমাদের আজকের এই আর্টিকেলে Vivo y20 এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে বাংলাদেশে vivo y20 এর দাম কত এই বিষয়ে যারা অবগত ছিলেন না তারা আশা করি জানতে পেরেছেন এই ফোনটির দাম কত ধরা হয়েছে বাংলাদেশে।

আপনারা যারা Vivo y20 বাংলাদেশে দাম কত ২০২৩ লিখে গুগলে সার্চ করতে ছিলেন আশা করি আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়েছেন এবং এই ফোনটির ফিচার রয়েছে সবগুলো একসাথে পেয়ে গিয়েছেন আর আপনি যদি এই বাজেটের মধ্যে এই ফোনটি কিনেন তাহলে খুবই ভালো মানের একটি ফোন পাবেন।

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আর্টিকেল আশা করি আমাদের আর্টিকেলটি আপনার কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ফাইভ স্টার রেটিং দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে আর্টিকেলটি শেয়ার করবেন যাতে তারাও এই ফোনটি সম্পর্কে জানতে পারে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 2347

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve this post?

Leave a Comment