Vivo y21s বাংলাদেশে দাম কত ২০২৩। Vivo y21s Price in Bangladesh

4.9
(1524)

হ্যালো বন্ধুরা আপনি কি Vivo y21s বাংলাদেশে দাম কত ২০২৩ এ সম্পর্কে জানতে চাচ্ছেন.? এর উত্তর যদি হয়ে থাকে হ্যাঁ তাহলে আজকের এই নিবন্ধনটি আপনার জন্য। আজকের এই আর্টিকেলে আমরা মূলত আলোচনা করব বাংলাদেশে Vivo y21s এর দাম কত সে সম্পর্কে। আপনি যদি ঠিক করে থাকেন Vivo y21s এই ফোনটি কিনবেন তাহলে Vivo y12s ফোনটির বাংলাদেশের দাম কত টাকা সেটা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Vivo y21s এই ফোনটি বর্তমান বাংলাদেশ মিড বাজেট রেঞ্জ এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি স্মার্ট ফোন। এই ফোনটিতে রয়েছে দুর্দান্ত কিছু ফিচার যা জানলে আপনি অবাক হয়ে যাবেন যে এত কম টাকায় কিভাবে এত সুন্দর ফিচার পাওয়া যাচ্ছে ভিভো ফোনগুলোতে।

হ্যাঁ বন্ধুরা আপনি হয়তো জানেন বর্তমান সময়ে কম টাকা বাজেটের মধ্যে বাংলাদেশে অনেকগুলো ফোন ইন্ডাস্ট্রি রয়েছে যারা তাদের নিজস্ব ব্র্যান্ডের ফোন কম টাকায় লঞ্চ করে থাকে তবে তার মধ্যে চাইনিজ কোম্পানি ভিভো ও কিন্তু তারই ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশে প্রতিনিয়তই তাদের নিত্য নতুন পণ্য নিয়ে আসছে।

Vivo y21s বাংলাদেশে দাম কত 2023। Vivo y21s Price in Bangladesh

Vivo y21s বাংলাদেশে দাম কত ২০২৩
Vivo y21s বাংলাদেশে দাম কত ২০২৩

Vivo y21s এই ফোনটিও বাংলাদেশের বাজারে আসে ২০২৩ সালের জানুয়ারির দিকে। আপনি হয়তো ভাবছেন Vivo y21s এই ফোনটি কিনবেন কিন্তু Vivo y21s এর বাংলাদেশের দাম কত সেই সম্পর্কে জানেন না। অনেক খোঁজাখুঁজি করেও সঠিক দাম এবং কবে থেকে বাংলাদেশে এই ফোনটি লঞ্চ করা হয়েছে সেই সম্পর্কে জানতে চাচ্ছেন।

এজন্যই মূলত আমি আপনাদের জন্য আজকের এই আর্টিকেলটি নিয়ে আসলাম আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনি মূলত জানতে পারবেন  বাংলাদেশ Vivo y21s এর দাম কত টাকা এবং কি থাকছে এই ফোনের সম্পূর্ণ খুঁটিনাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

Itel বাটন মোবাইলের দাম ২০২২
Symphony বাটন মোবাইলের দাম ২০২২
২০০০ টাকার মধ্যে বাটন মোবাইল ২০২২

Vivo y21s বাংলাদেশে দাম কত ও এর ডিজাইন ও ডিসপ্লে সম্পর্কে:

Vivo y21s এই ফোনটি মোট দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এর মধ্যে প্রথমটি হচ্ছে ডায়মন্ড গ্লো এবং দ্বিতীয়টি হচ্ছে মিডনাইট ব্লু। এবং নেটওয়ার্ক পারফরম্যান্স হিসেবে থাকবে টুজি, থ্রিজি, ফোরজি, নেটওয়ার্ক সাপোর্ট। এবং সিম কার্ড হিসেবে দুইটি ডুয়াল ন্যানো সিম কার্ড লাগানোর অপশন পেয়ে যাবেন। ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড লাগানোর অপশন তো থাকছে।

Vivo y21s ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে একটি নয়েজ ডিসপ্লে যার স্ক্রিন সাইজ হচ্ছে ৬.৫৩ ইঞ্চির একটি ডিসপ্লে এই ফোনটির বিল্ট কোয়ালিটি হিসেবে রয়েছে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক বডি। ফোনটির ওজন ১৯২ গ্রাম। এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন পাবেন HD+ 720 x 1600 pixels। যা দিয়ে আপনি হাই গ্রাফিক্সের ২কে ৪কে সব ভিডিও চালাতে পারবেন।

Vivo y21s বাংলাদেশে দাম কত ও এর ক্যামেরা ও ব্যাটারি:

নাচ ডিসপ্লের সাথে ফোনটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরা হিসেবে রয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সাথে দুই মেগাপিক্সেলের একটি সেন্সর। একই সাথে ফোনটির ফ্রন্ট ক্যামেরা বা সামনের ক্যামেরা হিসেবে থাকছে আট মেগাপিক্সেলের একটি ক্যামেরা।

আপনি যদি কম টাকায় ভালো ক্যামেরা ফোন কিনতে চান তাহলে Vivo y21s এই ফোনটি আপনার জন্য বেস্ট চার্জ হতে পারে কারণ এই ফোনটির ক্যামেরা যদিও তারা মেগাপিক্সেল তবে যেহেতু ভিভো ফোন সেতু এর ফটো কোয়ালিটি খুবই দুর্দান্ত পারফরম্যান্স হয়ে থাকে। আর আপনারা যারা বেশি সেলফি তুলতে পছন্দ করেন তারাও চাইলে এই ফোনটি আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন।

এবার আসি Vivo y21s এর ব্যাটারি সেকশনে, Vivo y21s এই ফোনটির ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ৫০০০০ মিলি আম্পিয়ারের একটি লিথিয়াম পলিমারের ব্যাটারি, এর সাথে রয়েছে ১৮ ওয়াটের একটি ফাস্ট চার্জার। ৫০০০ আম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনি মোটামুটি প্রায় দুই দিন চালিয়ে দিতে পারবেন আশা করা যায়।

Vivo y21s বাংলাদেশে দাম কত ২০২৩ ও এর পারফরম্যান্স:

Vivo y21s ফোনটিতে রয়েছে দুর্দান্ত পারফরমেন্স অপারেটিং সিস্টেম কারণ এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ১১ , এবং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও P35। যেহেতু এটি একটি মিডিয়াটেক এর প্রসেসর তাই বুঝতে পারছেন কতটা পারফরমেন্স হতে পারে এই ফোনের পারফরমেন্স।

৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২২
১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২

ফোনটির রেম সেকশনে পেয়ে যাবেন ৪জিবি একটি রেম এবং ফোন স্টোরেজ বা রম স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন ৬৪ জিবি ফোন স্টোরেজ। ৬৪ জিবি স্টোরেজের পাশাপাশি ফোনটিতে ডেডিকেটেড মাইক্রো এইচডি কার্ড লাগাতে পারবেন সর্বোচ্চ ২৫৬ জিবি পর্যন্ত।

বাংলাদেশে Vivo y21s এর দাম কত ২০২৩

যেহেতু আমরা আজকের এই আর্টিকেলে Vivo y21s এই ফোনটির বাংলাদেশের দাম কত এবং এর পারফরম্যান্স সম্পর্কে জানতে চেয়েছি তাই সবশেষে আমি আপনাদের জানিয়ে দিব Vivo y121s এর বাংলাদেশের দাম কত টাকা এবং আপনি বর্তমান সময়ে কত টাকা দিয়ে এই ফোনটি কিনতে পারবেন।

Announced 21 September 2021
Weight 182 g (6.42 oz)
Display Size 6.51 inches, 102.3 cm
Storage 128 GB
RAM 4 GB
Primary camera 50 MP, f/1.8, 24mm (wide), PDAF
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Secondary camera 8 MP, f/2.0, (wide)
Battry Non-removable Li-Po 5000mAh

 

Vivo y21s আইফোনটির ওভারঅল সব দিক বিবেচনা করে কিন্তু যখন বাজারে আসে তখনই গ্রাহকদের মাঝে তুমুল জনপ্রিয়তার সাড়া ফেলে তাই সবদিক বিবেচনা করে এই ফোনটির দাম রাখা হয়েছে ৳18,599 4/64 GB টাকা।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 1524

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve this post?

Leave a Comment