হ্যালো আজ আমরা কথা বলব শাওমি কোম্পানির একদম লেটেস্ট একটি ফোন Xiaomi Civi 2 প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে। আপনি যদি একটি নতুন ফোন কিনবেন বলে ভাবছেন এবং সেটি যদি আপনার পছন্দের কোম্পানি শাওমি হয় তাহলে Xiaomi Civi 2 এই ফোনটি কিনতে পারেন। আর আজকের এই আরটি খেলে Xiaomi Civi 2 সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
Xiaomi Civi 2 প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলে আমাদের আজকে আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে হবে আর আপনি যদি শাওমি কোম্পানির একটি ফোন কিনতে চান তাহলে অবশ্যই Xiaomi Civi 2 এই শাওমির লেটেস্ট মডেলটি দেখতে পারেন।
বর্তমান সময়ে খুব অল্পর মধ্যেই শাওমি বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় একটি কোম্পানি হয়ে গিয়েছে কারণ এর দারুন পারফরম্যান্স। বর্তমান সময়ে শাওমি কোম্পানির ফোন গুলো খুবই কম দামে ভালো মানের পণ্য গ্রাহক সেবায় প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে আর খুবই অল্প টাকায় আপনারা শাওমির কিছু দুর্দান্ত পারফরম্যান্স ফোন পেয়ে যাচ্ছেন।
Xiaomi Civi 2 এই ফোনটি একদমই লেটেস্ট একটি ফোন কারণ এটি ২০২২ সালের শেষের দিকে লঞ্চ করা হবে তাই আপনি যদি ভেবে থাকেন ২০২২ সালের শেষের দিকে অথবা ২০২৩ সালের শুরুর দিকে একটি চমৎকার ফোন কিনতে চাচ্ছেন তাহলে Xiaomi Civi 2 এই ফোনটি আপনার জন্য বেস্ট চয়েজ হতে পারে। এবার দেখি নিব শাওমি সিভি ২ সম্পর্কে বিস্তারিত।
Xiaomi Civi 2 ডিজাইন ও ডিসপ্লে
শাওমি সিভি ২ এই ফোনটি একদমই লেটেস্ট একটি ফোন এটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে সেপ্টেম্বরের ২৭ তারিখ যদিও এটা একটি আনুমানিক তথ্য। এই ফোনটি যেহেতু একটি লেটেস্ট জেনারেশনের ফোন তাই বুঝতে পারছেন ফাইভ-জি নেটওয়ার্ক না থাকলে খেলাটা জমে না তাই মূলত Xiaomi Civi 2 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5g নেটওয়ার্ক সাপোর্ট।
২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন
১০ হাজার টাকার মধ্যে ভালো গেমিং মোবাইল
শাওমি সিভি ২ এই ফোনটিতে প্রটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে ডিসপ্লে সাইডে গরিলা গ্লাস ৫ এবং ব্যাক সাইট এবং ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বডি এবং প্লাস্টিক ফ্রেম। ফোনটিতে রয়েছে দুইটি ন্যানো সিম কার্ডের সুবিধা যেখানে একটি মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন।
Xiaomi Civi 2 ডিসপ্লে
শাওমি সিভি ২ এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ৬.৫৫ ইঞ্চি একটি ডিসপ্লে যার রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে 1080 x 2400 pixels, আর এই ডিসপ্লের সবচেয়ে ফোকাস দিক হচ্ছে Xiaomi Civi 2 ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি সুপার অ্যামোলেড প্যানেল ডিসপ্লে। সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে রিফ্রেশ রেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট।
যেহেতু ফোনটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে তাই বুঝতেই পারছেন কতটা ইসমুদ এবং কতটা স্ক্রোলিং পারফরম্যান্স দিতে পারে আর তাই আপনি যদি একটি ভালো মানের ডিসপ্লে এবং ফাস্ট একটি ফোন চান তাহলে Xiaomi Civi 2 এই ফোনটি আপনার জন্য তাই ডিসপ্লের দিক দিয়ে আমি বলব এই ফোনটি খুবই দুর্দান্ত পারফরম্যান্স করবে।
Xiaomi Civi 2 ক্যামেরা ও ব্যাটারি
শাওমি সিভি ২ ফোনটিতে ব্যবহার করা হয়েছে আইফোনের মত মোট তিনটি ক্যামেরা সেটআপ যেটা দেখতে একদম আইফোন ১৪ প্রো ম্যাক্স এর মত লাগে যেহেতু ফোনটিতে মোট তিনটি ক্যামেরা সেটআপ রয়েছে তাই ক্যামেরা তিনটির পারফরম্যান্স আলাদা আলাদা।
Xiaomi Civi 2 এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৬৪ মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়ার্ল্ড লেন্স এবং ২ মেগাপিক্সেলের একটি ডেপ্থ সেন্সর। আর এই ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ফোরকে এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন।
এবার আসি শাওমি সিভি ২ এর ফ্রন্ট ক্যামেরা সেকশনে Xiaomi Civi 2 এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা তাই এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও আপনি সর্বোচ্চ ফোরকে রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন।
যারা টুকটাক ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে চাচ্ছেন তারা চাইলে এই ফোনটি আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন কারণ যেহেতু এই ফোনটিতে চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সামনের সাইডে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা তাই সেলফি তোলা সহ ভিডিও গ্রাফির জন্যও আপনি এই ফোনটি ব্যবহার করতে পারেন।
Xiaomi Civi 2 ব্যাটারি
শাওমি সিভি ২ ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4500 মিলি আম্পিয়ারের একটি ব্যাটারি যেটি চার্জ করার জন্য রয়েছে একটি ফাস্ট চার্জার, তবে ফার্স্ট চার্জারটি কত ওয়াটের সেটা এখন পর্যন্ত ক্লিয়ার নয় আপনি যখন ফোনটি কিনতে যাবেন তখন সেটি দেখে শুনে বুঝে এরপরে কিনবেন।
যেহেতু ফোনটিতে একটি সুপার এমোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তাই ৪৫০০ মিলি আম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনি মোটামুটি এক দিন পার করে দিতে পারবেন খুব সহজেই তাই যারা ব্যাটারি নিয়ে টেনশন করছেন তাদের টেনশন করার কোন দরকার নেই।
Xiaomi Civi 2 পারফরম্যান্স
শাওমি সিভি ২ এই ফোনটির পারফরমেন্সের দিকে বলতে গেলে ফোনটিতে খুবই দুর্দান্ত পারফরম্যান্স একটি ফোন কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি গেমিং প্রসেসর আপনারা যারা বর্তমান সময়ের লেটেস্ট মডেলের গেম গুলো প্লে করতে চান তারা চাইলে এই ফোনটি আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন।
Xiaomi Civi 2 এই ফোনটিতে সিপ সেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্নাপড্রাগন 778G 5G (6 nm) তাই বুঝতে পারছেন কতটা গেমিং পারফর্মিং হতে পারে এই ফোনটি আর যেহেতু এটি একটি 5g ফোন তাই এটির পারফরম্যান্স আরো বেশি দুর্দান্ত হবে যখন ফাইভ-জি চলবে।
২৫ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন
Xiaomi Civi 2 এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করবে অ্যান্ড্রয়েড ১১ তবে এটা আপগ্রেডেবল এন্ড্রয়েড ১২ তে পরিবর্তন করতে পারবেন। Xiaomi Civi 2 এই ফোনটি মোট দুইটি র্যাম ভেরিয়েন্ট পাবেন এর মধ্যে একটি হচ্ছে ৮/১২৮ জিবি এবং ১২/২৫৬ জিবি।
Xiaomi Civi 2 প্রাইস ইন বাংলাদেশ
Xiaomi Civi 2 এই ফোনটি যেহেতু একটি নতুন ফোন বা ২০২২ সালের শেষের দিকে লঞ্চ করা হয়েছে এখনো পর্যন্ত ২০২৩ সাল পড়েনি তাই এটি একটি লেটেস্ট ফোন বলে আমরা ভাবতে পারি। আর এই ফোনটিতে রয়েছে কিছু গেমিং পারফরম্যান্স যা আপনাকে খুবই মুগ্ধ করবে গেমিং খেলার সময়।

আর যেহেতু এটি একটি গেমিং ফোন তাই এই ফোনটির দামও একটু বেশি Xiaomi Civi 2 এই ফোনটির বর্তমান বাংলাদেশে বাজার মূল্য ৳40,000 তবে একটি এক্সপেক্টেড মূল্য এর থেকে দাম কম বেশি হতে পারে যেহেতু আজকে আমি আর্টিকেলটি লিখছি কিন্তু এখন পর্যন্ত এই ফোনটি বাংলাদেশের বাজারে প্রপারলি লঞ্চ হয়নি তাই সঠিক দামটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না।
তাই যখন সঠিক দামে এই ফোনটি বাংলাদেশের বাজারে সম্পূর্ণভাবে রিলিজ হবে তখন এখান থেকে এই দামটি পরিবর্তন করে দেওয়া হবে তাই আপনারা এই দাম দেখে ঘাবড়ানোর কোন চিন্তা নেই
আমাদের শেষ কথা
শাওমি সিভি ২ এই ফোনটি নিয়ে আমাদের খুবই এক্সাইটমেন্ট ছিল শেষ পর্যন্ত এই ফোনটি বাংলাদেশের বাজারে চলে আসলো তাই আপনারা যদি একটি ভালো গেমিং পারফরমেন্স ফোন কিন্তু চান তাহলে এই ফোনটি গেমিং পাশাপাশি ক্যামেরা ফিচারও ব্যবহার করতে পারেন।
তবে সবশেষে একটাই কথা বলবো এই ফোনটার যে পরিমাণ দাম ধরা হয়েছে সে হিসাবে আরো বাংলাদেশের বাজারে অন্যান্য ফোন রয়েছে যেগুলো একই পারফরমেন্সের ফোন আরো কম দামে পাবেন তবে এখানে একটা বিষয় মাথায় রাখবেন এই ফোনটিতে কিন্তু ফাইভ-জি সাপোর্ট রয়েছে তবে এর থেকে কম দামে যে ফোনগুলো রয়েছে হয়তো বা সেই ফোনগুলোতে আপনি ফাইভ জি সাপোর্ট নাও পেতে পারেন।
তাই আপনি যদি ভেবে থাকেন যে ফোর-জি দিয়েই আপনার চলে যাবে বা কিছুদিন পরেই আপনি হয়তো বা আবার ফোনটি চেঞ্জ করবেন তাহলে অন্য ফোন দেখতে পারেন তবে আপনার যদি 5g চালানোর ইচ্ছা থাকে বা ভাবছেন যে এই ফোনটি দিয়ে দুই তিন বছর চালাবেন তাহলে এই ফোনটি আপনার জন্য বেস্ট হবে কারণ খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে ফাইভ-জি চলে আসবে।