১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২| Best Phone Under 10000 in Bangladesh

0
(0)

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২ এই বিষয়ে গুগলে বা ইউটিউবে খুঁজে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। আজকের এই আর্টিকেলে আমরা মূলত আলোচনা করব ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২১ কোনগুলো সে সম্পর্কে। আপনি যদি একটি নতুন ফোন কিনতে চান এবং আপনার বাজেট যদি হয়ে থাকে ১০ হাজার টাকা তাহলে আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি আপনার পছন্দের ফোনটি দেখে নিতে পারেন।

বর্তমান সময়ে বাংলাদেশের যে অবস্থা চলতেছে তাতে যারা মধ্যবিত্ত তাদের ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে ফোন গুলো কেনা খুবই কষ্টকর হয়ে পড়ে তাই আপনারা যারা ১০০০০ টাকার মধ্যে ভাল ফোন কোনটি এই বিষয়ে জানেন না তাদের জন্য নিয়ে আসলাম দারুন একটি সাজেশন। আজকের এই আর্টিকেলে আলোচিত সব কয়টি ফোন এই ১০ হাজার টাকার মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স করবে।

বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে প্রচুর মোবাইল ফোন কোম্পানি চলে এসেছে কিন্তু আপনি হয়তো বা ভাবছেন ১০ হাজার টাকার মধ্যে ভাল মোবাইল কোন কোম্পানির থেকে নিব.? কোন সমস্যা নেই আমি তো আছি আমি আপনাদের এই বিষয়ে সহযোগিতা করব।

আপনি যদি একটি ফোন কিনতে চান তাহলে অবশ্যই ফোনটির সকল বিষয়ের দিকে নজর দিবেন অন্যথায় পরবর্তীতে পস্তাতে হবে কারণ এখন টাকা খরচ করে কিনবেন কিন্তু কয়েকদিন পরে ফোনটি হয়তোবা হ্যাং করতে পারে অথবা নেট স্লো কাজ করতে পারে অথবা ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে এরকম নানা ধরনের সমস্যা দিতে পারে আপনার ফোনটিতে তাই যেকোনো মোবাইল ফোন কেনার আগে অবশ্যই সেটি একটু ভালোভাবে যাচাই-বাছাই করে কিনবেন।

আর একটি ফোন যাচাই-বাছাইয়ের জন্য ফোনটির অনেকগুলো দিক দেখা জরুরি যেমন কোনটি প্রেম প্রসেসর সিপিইউ জিপিও ফোন স্টোরেজ কেমন এসব বিষয়ের দিকে নজর দিতে হবে তাই আমি আপনাদের জন্য এসব বিষয়ের খেয়াল রেখে ১০ হাজার টাকার মধ্যে কয়েকটি ফোন সাজেস্ট করব আপনি চাইলে এখান থেকে যেকোনো একটি ফোন আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন।

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২১ Infinix Smart 6 HD ডিজাইন ও ডিসপ্লে:

আমাদের আজকের লিস্টে প্রথমে রয়েছে Infinix Smart 6 HD এই ফোনটি খুবই সম্প্রতি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে তাই বুঝতেই পারছেন যেহেতু নতুন ফোন সেহেতু আপডেট মডেল পাবেন এটাই কাম্য। প্রথমে আসি Infinix Smart 6 HD এই ফোনটির ব্যাকসাইড নিয়ে ফোনটির ব্যাকসাইড দেখতে এতটাই সুন্দর যে ফোনটির মডেল না দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটি একটি মাত্র ১০ হাজার টাকার ফোন। কারণ ফোনটির ব্যাকসাইড এমন ভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে যেন ৩০ থেকে ৪০ হাজার টাকার ফোন হবে হয়তো।

২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২

ফোনটির ব্যাকসাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ এর সাথে থাকছে ছোট্ট একটি ফ্ল্যাশ লাইট যার জন্য ফোনটির ক্যামেরা সেকশনটি দেখতে কোয়াট ক্যামেরা সেটআপ এর মতই মনে হচ্ছে এজন্যই ফোনটিকে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। ফ্রন্ট সাইট বা সামনের দিকে পেয়ে যাবেন নয়েজ ডিসপ্লে যা দেখতে খুবই দুর্দান্ত বলে আমার কাছে মনে হচ্ছে কারণ বর্তমান সময়ে এসব ধরনের ক্যামেরা সেটআপ শুধুমাত্র দামি ফোনেই ব্যবহার করা হয়ে থাকে। আমি আশা করি এই ফোনটি কিনলে আপনি ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিক থেকে হতাশ হবেন না।

Infinix Smart 6 HD ফোনটির ফ্রন্ট বা সামনের সাইটে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং ব্যাকসাইড এ ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বডি। ফোনের ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ৬.৬ ইঞ্চি একটি বড় আইপিএস ডিসপ্লে যা আপনার কাছে ভিডিও দেখতে খুবই সাহায্য করবে এবং ভালো লাগবে। এবং এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে ৭২০×১৬০০ পিক্সেল ডিসপ্ল যদি আপনি যেকোনো ধরনের ১০৮০  পিক্সজেলের ভিডিও দেখতে পারবেন খুব সহজেই।

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২ Infinix Smart 6 HD ক্যামেরা:

Infinix Smart 6 HD যদিও এই ফোনটিতে ক্যামেরার জন্য তিনটি ফটো ব্যবহার করা হয়েছে তবে তিনটি ফটো দিয়ে তেমন একটা লাভ হয়নি কারণ এখানে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সাথে থাকছে QVGA ক্যামেরা মোট দুটি ক্যামেরা পাবেন ব্যাক সাইডে তবে দেখলে মনে হবে যেন তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

এখানে একটি কথা রয়েই যায় আপনি যদি একজন ফটোগ্রাফার হয়ে থাকেন বা সব সময় ফটো তুলতে পছন্দ করেন তাহলে আপনি এই বাজারের মধ্যেই অন্য আরও অনেকক্ষণ পেয়ে যাবেন যেগুলো এর চেয়েও বেশি রেজুলেশন ব্যবহার করা হয়েছে। তবে এই ৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়েও কিন্তু আপনি ১০৮০ পিক্সজেলে ভিডিও রেকর্ড করতে পারবেন।

এবার আসি এর ফ্রন্ট সাইডে Infinix Smart 6 HD এই ফোনটির ফ্রন্ট সাইটে ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সাথে স্লাস হিসেবে আপনার ডিসপ্লে ফ্ল্যাশ এলইডি ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে যেটা আপনি যখন সেলফি তুলবেন রাতের বেলায় তখন অন করে রাখলে আপনার ডিসপ্লে আলোকিত হয়ে ক্লাসের কাজ করবে।

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল Infinix Smart 6 HD পারফরমেন্স:

Infinix Smart 6 HD এই ফোনটির পারফরম্যান্সের দিক দিয়ে বলতে গেলে ফোনটিতে পেয়ে যাবেন android 11 সিস্টেম ইউ আই। এবং ফোনের মেইন পারফরম্যান্স sepset হিসাবে পেয়ে যাবেন Unisoc SC9863A (28nm) যা এই বাজেটের মধ্যে মোটামুটি বলা চলে কারণ অন্যান্য অনেক ফোন কোম্পানি আছে যারা এর থেকেও বেশি পারফরম্যান্স প্রসেসর দিয়ে থাকে ১০ হাজার টাকা বাজেটের মধ্যে ফোনগুলোতে।

ফোনটিতে রেম পেয়ে যাবেন 2 জিবি এবং ফোন স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন ৩২ জিবি মোবাইলের স্টোরেজ তবে আপনি যদি একসাথে অনেকগুলো অ্যাপস ব্যবহার করতে চান তাহলে এই ২ জিবি রেম দিয়ে বর্তমানে তেমন ভালো কিছু আশা করতে পারবেন না এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি তবে আপনি এই ফোনটি কিনবেন কি কিনবেন না এটি আপনার ব্যাপার।

Infinix Smart 6 HD এই ফোনটিতে ব্যাটারি সেকশনে রয়েছে বড় ধরনের চমক কারণ এটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলিয়্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি যা দিয়ে আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলেও সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত কাটিয়ে দিতে পারবেন এক চার্জেই কোন সমস্যা হবে না তাই যারা বেশি ব্যাটারি ব্যাকআপ চান তারা এই ফোনটিকে আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন।

ফোনটির অন্যান্য ফিচার হিসেবে থাকছে ৩.৫ এমএম জ্যাক অপশন এবং একই সাথে ফোনটিতে পেয়ে যাবেন ফেস আনলক এর সিস্টেম তবে দুঃখের বিষয় এখানে কোন ফিংগার লকের কোন অপশন নেই মানে ফিঙ্গার লক দিয়ে আপনার ফোনটি আনলক করতে পারবেন না।

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল Infinix Smart 6 HD এর দাম:

Infinix Smart 6 HD এই ফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে সেটি হচ্ছে ২/৩২ জিবি আর সবদিক বিবেচনা করে এই ফোনটির দাম ধরা হয়েছে মাত্র ৯,৯৯০ টাকা এই ফোনটিতে যেসব পার্টস ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে এর দাম মোটামুটি ঠিক বলেই মনে হচ্ছে দশ হাজার টাকার মধ্যে এই ফোনটি আপনি আপনার লিস্টে রাখতে পারেন।

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল Walton Primo R9 ডিজাইন ও ডিসপ্লে:

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২ Best Mobile Phone Under 15000 in Bangladesh
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২ Best Mobile Phone Under 15000 in Bangladesh

আমাদের আজকের লিস্টে দ্বিতীয় নাম্বার রয়েছে আমাদের বাংলাদেশী কোম্পানি ওয়ালটনের ফোন Walton Primo R9 আপনারা যারা বাংলাদেশী কোম্পানি থেকে ফোন কিনতে চান তারা ওয়ালটনের ফোনগুলো দেখতে পারেন বর্তমান সময়ে ওয়ালটনের ফোনগুলো খুবই দুর্দান্ত পারফরম্যান্স করে যাই হোক আজকে আমরা আলোচনা করব ওয়ালটন কোম্পানির এই ১০ হাজার টাকার মধ্যে একটি ফোন Walton Primo R9 ফোনটি গত দুই মাস আগে জুলাই ২০২২ এর প্রথম দিকে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়।

Walton Primo R9 এই ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন কারণ এই ফোনটি দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটি মাত্র ১০ হাজার টাকার একটি ফোন এতটাই প্রিমিয়াম ভাবে তৈরি করা হয়েছে ফোনটিকে। এই ফোনটি মোট দুইটি কালার ভেরিয়েন্টে এসেছে যার মধ্যে একটি ব্লু এবং অন্যটি ব্ল্যাক যা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় দুটি কালার।

Walton Primo R9 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিনিমাল নছ এবং গ্লাস ফ্রন্ট প্লাস্টিকের বডি ফোনটির ডাইমেনশন হিসেবে পেয়ে যাবেন 164 x 75.8 x 9.1 মিলিমিটার। এবার আসি ডিসপ্লের দিকে এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি একটি ডিসপ্লে যা হাতে নিলে একদম কমফোর্টেবল বলে মনে হবে আপনার এবং বর্তমান সময়ে এরকম ডিসপ্লেই মানুষ চাচ্ছে। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হিসেবে পেয়ে যাবেন ১৬০০×৭২০ পিক্সেল যা দিয়ে খুব সহজেই আপনি ১০৮০ পি ভিডিওগুলো খুব স্মুথলি দেখতে পারবেন।

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল Walton Primo R9 পারফরম্যান্স:

১০ হাজার টাকা বাজেটের মধ্যে এই ফোনটির পারফরম্যান্স পাবেন আপনি দুর্দান্ত কারণ ফোনটিতে ব্যবহার করা হয়েছে অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ইলেভেন যা বর্তমান সময়ে একটি জনপ্রিয় ইউ আই। ফোনটির প্রসেসর হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও জি২৫ (১২ ন্যানোমিটার)। থাকছে অক্টোকর প্রসেসর 1.8 গিগাহার্জ।

Walton Primo R9 ফোনটির রেম সেকশনে পেয়ে যাবেন ৩ জিবি এবং ফোন স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 32 জিবি একই সাথে ফোনটিতে ডেডিকেটেড স্লট রয়েছে যেখানে আপনি সর্বোচ্চ ১২৮ জিবি পর্যন্ত ডেডিকেটেড মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। সাথে থাকছে ৩.৫ এমএম জ্যাক সাপোর্ট। এবং ফোনটির ব্যাকসাইডে পেয়ে যাবেন ফিংগার প্রিন্ট সেন্সর যা দিয়ে ফোনটিকে খুব সহজেই আনলক করতে পারবেন এবং আরো থাকছে ফেস আনলক এর সুবিধা।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve this post?

Leave a Comment