জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম 2023 । National Id Card Verification online

4.8
(2497)

সম্মানিত পাঠক বৃন্দ আমাদের আজকের আর্টিকেলে জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম এবং জাতীয় পরিচয় পত্র চেক করার উপায় সহ জাতীয় পরিচয়পত্র যাচাই/verification কপি কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই আপনারা যারা এ বিষয়ে জানতে ইচ্ছুক তারা আমাদের আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বাসা ভাড়া দিয়ে থাকেন অথবা কোন অফিসে চাকরি দেন অথবা বাসায় কোন কাজের লোক রাখার আগে বা যে কোন কাজে একজন লোকের জাতীয় পরিচয়পত্র যাচাই করার দরকার পড়ে কারণ সে কি আসলেই বাংলাদেশের নাগরিক কিনা বা সে যদি কোন অকারেন্স করে আপনার বাসায় তাহলে তাকে ধরার জন্য অবশ্যই তার ভোটার আইডি কার্ড যাচাই করা উচিত।

আরো পড়ুনঃ ভোটার আইডি কার্ড চেক ও ডাউনলোড করার নিয়ম

একই সাথে আপনি যদি একজন সাধারণ লোক বা আপনি আপনার পরিচয় পত্র দিয়ে কিছুই করতে চাচ্ছেন না কিন্তু আপনার পরিচয় পত্র তথ্য সঠিক রয়েছে কিনা সেই সকল বিষয়ে জানার জন্য জাতীয় পরিচয় পত্র যাচাই করতে চাচ্ছেন তাহলে আজকের এই নিবন্ধনটি আপনার জন্য আজকের এই নিবন্ধনে আমরা ভোটার আইডি কার্ড বা এন আইডি কার্ড যাচাই করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক।

অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই পদ্ধতি
অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম

জাতীয় পরিচয়পত্র যাচাই করার নিয়ম 2023

জাতীয় পরিচয় পত্র (NID) যাচাই করা এখন খুবই সহজ, অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই করতে porichoy.gov.bd এই ওয়েবসাইটে গ্রাহকের নাম, NID No ও জন্ম তারিখ DD-MM-YYY এই ফরমেটে ব্যবহার করে গ্রাহকের জাতীয় পরিচয় পত্র বৈধতা নির্ভুলভাবে যাচাই করা যায়। 

আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক ও ডাউনলোড

এনআইডি কার্ড বৈধ হলে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API Key Pass) প্রদান করবে। এনআইডি (NID) কার্ড বৈধতা না পাওয়া গেলে (API Key) ইরোর কোড সম্মিলিত Key Pass No প্রদান করবে।

জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতি ২০২৩

জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য porichoy.gov.bd এই ওয়েবসাইটে মোট তিনটি প্যাকেজ পাওয়া যাচ্ছে Porichoy Basic, Porichoy Autofill (NID & BRN), এবং Porichoy Autofill With Face Matching. এই তিনটি প্যাকেজের মধ্যে যেকোনো একটি প্যাকেজ ক্রয় করে জাতীয় পরিচয়পত্র যাচাই করা যাবে।

  • Porichoy Basic
  • Porichoy Autofill With Face
  • Porichoy Autofill (NID & BRN)

আপনারা যারা বাংলাদেশ সরকার অনুমোদিত porichoy.gov.bd ওয়েব পোর্টাল এর মাধ্যমে এনআইডি কার্ড চেক করবেন তারা একদম একুরেট এবং এনআইডি কার্ডের সত্যতা সঠিকভাবে যাচাই করতে পারবেন কারণ এটা সরকার থেকে অনুমোদিত ওয়েব পোর্টাল।

হোম পেজে যান  Tech Bongo 24
ভোটার আইডি কার্ডে নিয়ে অন্য পোস্ট ভোটার আইডি কার্ড চেক
জাতীয় পরিচয় পত্র নিয়ে পোষ্ট জাতীয় পরিচয় পত্র যাচাই
মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক করুন মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড
ভোটার আইডি কার্ড ডাউনলোড ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৩
আইডি কার্ড সংশোধন ভোটার আইডি কার্ড সংশোধন
ফরম নাম্বার দিয়ে আইডি ফরম নাম্বার দিয়ে ভোটার আইডি 

অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই

আমরা প্রথমে বলে এসেছি জাতীয় পরিচয়পত্র যাচাই করার জন্য বাংলাদেশ সরকার অনুমোদিত ওয়েবসাইট porichoy.gov.bd এখানে মোট তিনটি প্যাকেজ পাওয়া যায় Porichoy Basic, Porichoy Autofill (NID & BRN), এবং Porichoy Autofill With Face Matching চলুন এবার আমরা এই তিনটি প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানবো এবং কোনটি কিনলে আপনি কি কি সুবিধা পাবেন সে সম্পর্কে দেখবো।

জাতীয় পরিচয় পত্র যাচাই
জাতীয় পরিচয় পত্র যাচাই

Porichoy Basic প্যাকেজ দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই 

Porichoy Basic প্যাকেজ কিনে আপনি যদি গ্রাহকের তথ্য যাচাই করতে চান তাহলে আপনাকে প্রথমেই porichoy.gov.bd এই ওয়েবসাইট থেকে Porichoy Basic প্যাকেজটি কেনার জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করা সম্পন্ন হলে পেমেন্ট কমপ্লিট করুন।

জাতীয় পরিচয় পত্র যাচাই
জাতীয় পরিচয় পত্র যাচাই

আপনি যে গ্রাহকের এনআইডি কার্ড যাচাই করতে চাচ্ছেন তার ওই গ্রাহকের নাম, ভোটার আইডি কার্ড নাম্বার, এবং সঠিক জন্ম তারিখ ব্যবহার করে সাবমিট বাটনে ক্লিক করলেই গ্রাহকের তথ্য সঠিক হলে (API Key Pass) প্রদান করবে। আর তথ্য ভুল হলে (API Key Pass Error দেখাবে।

Porichoy Autofill (NID & BRN) প্যাকেজ দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই 

Porichoy Autofill (NID & BRN) এই প্যাকেজে গ্রাহকের এনআইডি নাম্বার প্রদানের মাধ্যমে গ্রাহকের নাম, বাবার নাম মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম, গ্রাহকের স্থায়ী ঠিকানা সহ গ্রাহকের ছবি সম্মিলিত তথ্য পাওয়া যাবে এবং এই প্যাকেজের সকল তথ্য ইংরেজি ও বাংলা ভয় ভাবেই চেক করা যাবে।

জাতীয় পরিচয় পত্র যাচাই
জাতীয় পরিচয় পত্র যাচাই

আপনারা যারা খুবই নিখুঁতভাবে এবং নির্ভুলভাবে সকল তথ্য যাচাই করতে চান তারা Porichoy Autofill (NID & BRN) এই প্যাকেজটি গ্রহণ করতে পারেন কারণ এখানে গ্রাহকের সকল কিছুই দেখতে পাবেন তাই এটি কেনা সবচেয়ে ভালো হবে।

Porichoy Autofill With Face প্যাকেজ দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই

Porichoy Autofill With Face এই প্যাকেজটি হচ্ছে porichoy.gov.bd ওয়েবসাইটের সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ কারণ এই প্যাকেজে গ্রাহকের সেলফি প্রদানের মাধ্যমে গ্রাহকের নাম, বাবর নাম, মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম, বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা সহ নিজের এনআইডি কার্ড নাম্বার ও ছবি পাওয়া যায়। একই সাথে এই প্যাকেজে দেওয়া সকল তথ্য বাংলা ও ইংরেজিতে দেখতে পারবেন।

তাই গ্রাহকের কাছে যদি জাতীয় পরিচয়পত্র না থাকে বা এন আইডি কার্ড না থাকে তারপরেও শুধুমাত্র তার ফেস স্ক্যান বা সেলফি প্রদান করেই তার জাতীয় পরিচয় পত্র যাচাই করে নিতে পারেন। তাই আজই বেছে নিন আপনার পছন্দের প্যাকেজটি এবং গ্রহণ করুন পরিচয় সেবা।

জাতীয় পরিচয়পত্র যাচাই/verification কপি 

আপনারা অনেকেই জাতীয় পরিচয় পত্রের verification চেক করতে চান বা দেখতে চান তারা আমাদের আজকের এই আর্টিকেলে আলোচিত ওয়েবসাইট porichoy.gov.bd এখানে রেজিস্ট্রেশন করে যে কোন একটি প্যাকেজ কিনে যে কোন গ্রাহকের জাতীয় পরিচয় পত্র verification কপি দেখতে পারবেন।

তাই আপনারা যারা গ্রাহকের জাতীয় পরিচয় পত্রের verification কপি দেখতে চান তারা এখনি বাংলাদেশ সরকার অনুমোদিত ওয়েবসাইট (পরিচয়) এ রেজিস্ট্রেশন করুন এবং লগইন করে গ্রাহকের তথ্য যাচাই করুন।

এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম ২০২৩

এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই করতে আপনার ফোনের মেসেজ অপশন থেকে টাইপ করুন NID <Space> দিয়ে NID FORM NO<Space> দিয়ে জন্ম তারিখ DD-MM-YYYY এই ফরমেটে এবং 105 নম্বরে পাঠিয়ে দিন। পরবর্তী মেসেজে আপনার এনআইডি কার্ডের তথ্য জানতে পারবেন।

উদাহরণস্বরূপ: NID 3646578760 10-03-2000

মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম

মোবাইল দিয়ে এন আই ডি কার্ড যাচাই করা খুবই সহজ মোবাইল দিয়ে জাতীয় পরিচয়পত্র যাচাই করতে https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে ভোটার স্লিপ নাম্বার সঠিক জন্ম তারিখ এবং ৫ সংখ্যার ক্যাপচার পূরণ করে সাবমিট করলেই জাতীয় পরিচয়পত্র দেখতে পাবেন।

যদিও খুব সহজেই আমরা এই বিষয়টি বলে দিয়েছি যে ভোটার স্লিপ নাম্বার ও জন্ম তারিখ সহ ক্যাপচা পূরণ করলেই আপনি এনআইডি কার্ড যাচাই করতে পারবেন আসলে এটা এতটা সহজও নয় আপনাকে এই পদ্ধতি অবলম্বন করে শুধুমাত্র রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এরপর আরো কয়েকটি ধাপ রয়েছে ভোটার আইডি কার্ড যাচাই করার জন্য। মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক করতে এখানে ক্লিক করুন

সাধারণ জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

জাতীয় পরিচয়পত্র যাচাই করার উপায় কি?

যে কোন গ্রাহকের জাতীয় পরিচয় পত্র দেখতে বাংলাদেশ সরকার অনুমোদিত ওয়েবসাইট porichoy.gov.bd এখানে রেজিস্ট্রেশন করে যে কোন একটি প্যাকেজ গ্রহণ করুন এবং গ্রাহকের এনআইডি নাম্বার, জন্ম সনদ অথবা সেলফি প্রদানের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই করতে পারবেন।

মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করা যায়?

হ্যাঁ অবশ্যই আপনি মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করতে পারবেন, মোবাইল দিয়ে জাতীয় পরিচয়পত্র যাচাই করতে services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং আপনার পরিচয় পত্র দেখে নিন।

শেষ কথা:

সম্মানিত পাঠক বৃন্দ আমাদের আজকের আর্টিকেলে অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আশা করি আমাদের আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র বা এন আইডি কার্ড যাচাই করতে পেরেছেন।

আমাদের আজকের এই আর্টিকেলটি বুঝতে যদি আপনার কোন অসুবিধা হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর হ্যাঁ প্রথমেই বলে দিচ্ছি আপনারা যারা আমাদের আজকের আর্টিকেলে দেওয়া ওয়েবসাইটটি থেকে জাতীয় পরিচয় পত্র বের করতে গিয়ে সমস্যার সম্মুখীন হবেন তারা অবশ্যই আপনার সমস্যাটির কথা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

নিজেকে সুরক্ষিত রাখুন অন্য কেউ সুরক্ষিত থাকতে সুযোগ দিন, যে কোন সেবায় জাতীয় পরিচয় পত্র দেখতে (পরিচয়) অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 2497

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve this post?

Leave a Comment