আপনি যদি ইমোতে আশা বিরক্তিকর এড বন্ধ করতে চান.? বা IMO এড বন্ধ করার উপায় সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই নিবন্ধনটি আপনার জন্য। এখান থেকে আপনি জানতে পারবেন কিভাবে ইমু অ্যাড বন্ধ করতে হয়।
বর্তমান সময়ে বাংলাদেশের কথা বলতে গেলে ইমু ব্যবহার করে না এমন লোক খুব কমই আছে। আর যাদের আত্মীয়-স্বজন কেউ বিদেশে থাকে তাদের কথা তো বলাই লাগে না তারা তো whatsapp কেও imo whatsapp বলে ডাকে। তাহলে বুঝতেই পারছেন ইমু বর্তমান সময়ে বাংলাদেশে কতটা জনপ্রিয়তা পেয়েছে।
ইমুতে এড বন্ধ করার উপায় – How to remove imo ads

ইমু শুধু বাংলাদেশী নয় পুরো বিশ্বজুড়ে এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১ বিলিয়নের কাছাকাছি তাই বুঝতেই পারছেন এটা কতটা জনপ্রিয় একটি অ্যাপস। যদিও আমরা অনেকেই whatsapp ব্যবহার করি কোনরকম কোন অ্যাড ছাড়াই কিন্তু ইমো ব্যবহার করতে গেলে আমাদের প্রতিনিয়ত সম্মখিন হতে হয় বিরক্তি কর অ্যাড এর কাছে।
তাই হয়তো আপনি মনে মনে ভাবছেন কিভাবে imo অ্যাড বন্ধ করা যায়। কিন্তু অনলাইনে অনেক ঘাঁটাঘাটি করার পরেও আপনি আপনার ইমো অ্যাপসটির বিরক্তিকর এড বন্ধ করতে পারেননি। যদি আপনি ইমো অ্যাড বন্ধ করতে চান তাহলে আমাদের আজকের আর্টিকেলের দেওয়া নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করলে আপনি আপনার ইমুতে আসা বিরক্তিকর এড থেকে মুক্তি পেতে পারেন।
আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে imo অ্যাড বন্ধ করা যায় এর দুটি পদ্ধতি নিয়ে এই দুইটি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ফোনে আসা ইমু অ্যাড চিরতরের মত বন্ধ করে দিতে পারবেন আর চালাতে পারবেন আনলিমিটেড অ্যাড ফ্রি ইমো তো চলুন দেখে নেয়া যাক কিভাবে imo অ্যাড বন্ধ করা যায়।
imo এড বন্ধ করার উপায়। How to Remove Ads From imo App
আজ আমি আপনাদের সাথে ইমু এড বন্ধ করার দুইটি উপায় নিয়া আলোচনা করব তার মধ্যে প্রথমটি হচ্ছে imo lite ব্যবহার করা। আপনি হয়তো প্রতিনিয়ত ব্যবহার করে আসছেন imo মেইন অ্যাপটি যেটা বর্তমানে প্লে স্টোরে পাবলিশ করা রয়েছে। যেই অ্যাপটি ইমো হিসেবে প্লে স্টোরে পাওয়া যায় সেটিতে প্রচুর পরিমাণে অ্যাড আসে।
এজন্যই মূলত আমরা আপনার জন্য নিয়ে আসলাম ইমু লাইট অ্যাপ আপনি যদি imo lite একটি ব্যবহার করেন তাহলেই এই বিরক্তিকর অ্যাডভার্টাইজমেন্ট থেকে বিরত থাকতে পারবেন। একটি কথা রয়েছে আপনি কিন্তু imo lite এই অ্যাপটি প্লে স্টোরে খুঁজলে পাবেন না আর যদি পান সেটা আসল অ্যাপ নয় তাই আপনার দরকার পড়বে গুগল থেকে সার্চ করে imo lite অ্যাপটি ডাউনলোড করা।
আপনি যদি অ্যাড ফ্রি ইমু ব্যবহার করতে চান তাহলে imo lite এই অ্যাপটি ডাউনলোড করতে হবে আর এটি ডাউনলোড করার জন্য নির্দেশনা রয়েছে যা আপনি এখান থেকে জানতে পারবেন চলুন দেখে নিয়ে যাক কিভাবে ইমো লাইট অ্যাপটি ডাউনলোড করবেন।

- প্রথমে আপনি আপনার হাতে থাকা ফোনটি থেকে যে কোন একটি ব্রাউজারে চলে যান
- এবার উপরের দিকে দেখতে পাবেন একটি সার্চ বক্স রয়েছে সেখানে ক্লিক করুন Imo Lite APK এটি লিখে সার্চ করলেই প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাবেন সেটিতে প্রবেশ করুন ডাউনলোড বাটনে ক্লিক করে ইমু লাইট অ্যাপস টি ডাউনলোড করে নিন
- এবার পূর্ববর্তী ইমু অ্যাপটির মতোই আপনার নাম্বার ও otp কোড দিয়ে আপনার ইমু প্রোফাইলে লগইন করুন।
- হয়ে গেল আপনার এড ফ্রি ইমু একাউন্ট
- এখন থেকে আগের মতো আর কোন অ্যাড আপনার ইমুতে শো করবে না।
ইমুতে এড বন্ধ করার উপায় ২০২২
একটু আগেই বলেছিলাম আমরা যে ইমুতে অ্যাড বন্ধ করার দুইটি উপায় সম্পর্কে আমরা আলোচনা করব। এখন আপনি জানতে পারবেন ইমুতে এড বন্ধ করার দ্বিতীয় উপায় সম্পর্কে। চলুন দেখে নেয়া যাক কিভাবে ইমুতে অ্যাড বন্ধ করা যায়।

- imo অ্যাড বন্ধ করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের যে কোন একটি ব্রাউজার ওপেন করুন
- এবার সার্চ বক্সে সার্চ করুন (Imo Primum Apk) এটি লিখে সার্চ করলেই আপনি প্রথম পেজে একটি ওয়েবসাইট দেখতে পাবেন সেটিতে প্রবেশ করুন
- এবার ডাউনলোড নামের একটি বাটন দেখতে পাবেন সেখানে ডাউনলোড এ ক্লিক করুন
- ডাউনলোড এ ক্লিক করার পর একটি পপ আপ আসতে পারে সেটিকে কেটে দিন অথবা ওকে বাটনে ক্লিক করুন
- এবার আপনার ব্রাউজারে ডাউনলোড অপশনে দেখতে পাবেন imo অ্যাপটি ডাউনলোড হওয়া শুরু করেছে
- ডাউনলোড শেষ হলে আপনি আপনার ফোন থেকে ইমু অ্যাপ ইন্সটল করুন
- এবার পূর্ববর্তী অ্যাপ এর মতই আপনি আপনার ইমু নাম্বার থেকে ইমু লগইন করুন
- ইমু লগইন হয়ে গেলেই আপনি আপনার প্রোফাইলে দেখতে পাবেন প্রিমিয়াম একটি ব্যাজ রয়েছে
- আর প্রিমিয়াম ব্যাচ দেখলেই বুঝতে পারবেন আপনার প্রিমিয়াম ইমো সঠিকভাবে ইনস্টল হয়েছে এবং অ্যাড ফ্রি ইমু চালাতে পারবেন
মন্তব্য:
বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন কিভাবে ইমুতে এড অফ করবেন সে সম্পর্কে আশা করি আপনি আপনার সমাধান পেয়েছেন। উপরে আলোচিত ইমুতে এড অফ করার নিয়ম আশা করি সঠিকভাবে বুঝতে পেরেছেন। আরো যদি কিছু জানার থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
তো এই ছিল আমাদের আজকের আয়োজন কিভাবে imo অ্যাড বন্ধ করতে হয় আশা করি আপনি আপনার সমাধান পেয়ে গিয়েছেন আমাদের আজকের আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আর আমাদের আরও একটি টিপস সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।