টেলিটক অফার দেখার নিয়ম ২০২৩। Teletalk Offer Check Code 2023

4.9
(1116)

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বৃন্দ আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বাংলাদেশের জনপ্রিয় 5G সিম কোম্পানি টেলিটকের সিম ব্যবহার করে কিন্তু টেলিটক অফার দেখার নিয়ম এখনো পর্যন্ত জানেন না, আর যদি অফার না দেখে টাকা রিচার্জ করে অথবা ইন্টারনেট প্যাকেজ কিনে অথবা এসএমএস প্যাকেজ কিনে তাহলে অনেক বড় ধরনের লস হতে পারে।

আরো পড়ুনঃ টেলিটক ব্যালেন্স চেক কোড নাম্বার

আমরা সকলেই জানি প্রতিটা সিমেই অফার দেখার একটি নিয়ম রয়েছে ঠিক তেমনি আপনিও যদি টেলিটক সিমে অফার দেখে টাকা রিচার্জ করতে চান তাহলে টেলিটক সিমের অফার দেখার উপায় জানাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কারণ আপনি যদি অফার দেখে টেলিটক সিমে রিচার্জ করেন বা এমবি অথবা এসএমএস প্যাকেজ কিনেন তাহলে আপনি খুবই কম টাকায় টেলিটক সিমে অফার নিতে পারবেন।

প্রতিনিয়ত প্রতিটি সিম কোম্পানি নিত্য নতুন অফার দিয়ে থাকে এবং সেই অফার গুলো একটি নির্দিষ্ট ডায়াল কোড এর মাধ্যমে দেখতে হয় অনেক সময় সেই অফার গুলো মেসেজের মাধ্যমে পাওয়া যায় আবার অনেক সময় অফার গুলো পাওয়া যায় না আর এজন্যই মূলত টেলিটক সিমের স্পেশাল অফার দেখতে টেলিটক অফার দেখার নিয়ম জানতে হবে আর তাহলেই আপনি আপনার সিমের সকল অফার চেক করতে পারবেন।

আরো পড়ুনঃ টেলিটক নাম্বার দেখার সহজ উপায়

আর তাই আজ আমি আপনাদের সুবিধার্থে টেলিটক সিমের যত অফার রয়েছে সবগুলো অফার কিভাবে চেক করবেন তার একটি কোড দিয়ে দিব এবং টেলিটক অ্যাপ এর মাধ্যমে কিভাবে টেলিটক অফার চেক করবেন সেই বিষয়টিও বলে দিব তাই টেলিটক সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন চলুন তাহলে এবার দেখে নিই কিভাবে টেলিটক অফার দেখতে হয়।

টেলিটক অফার দেখার নিয়ম ২০২৩ Teletalk Offer Check Code 2023

টেলিটক অফার দেখার নিয়ম ২০২৩ Teletalk Offer Check Code 2023

খুবই সহজ দুটি পদ্ধতিতে টেলিটক সিমের অফার দেখা যায় USSD কোড ডায়াল করে এবং Teletalk App এর মধ্যে। USSD কোড ব্যবহার করে টেলিটক সিমের অফার দেখতে ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *১১১# অথবা *111# এটি ডায়াল করে সবগুলো অফার লিস্ট আকারে দেখতে পাবেন এবং পছন্দ মতো বাছাই করে যে কোন একটি অফার কিনতে পারবেন।

উপরের দিকে কিভাবে USSD কোড ডায়াল করে টেলিটক সিমের অফার দেখা যায় সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। অনেক সময় ইউএসডি কোড ডায়াল করলে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে হয়তো আপনার অফার নাও দেখতে পারেন তাই এর বিকল্প পদ্ধতি হিসেবে আমরা দ্বিতীয় নাম্বার পদ্ধতির কথা বলেছিলাম যেটা হচ্ছে টেলিটক অ্যাপ ব্যবহার করে টেলিটক অফার দেখার নিয়ম।

আরো পড়ুনঃ বাংলালিংক সিম রিপ্লেসমেন্ট কত টাকা

চলুন তাহলে এবার জেনে নেই কিভাবে টেলিটক অ্যাপ দিয়ে টেলিটক অফার দেখা যায় এবং কোনটি সহজ পদ্ধতি ইউএসডি কোড নাকি টেলিটক অ্যাপ সে বিষয়েও জানব চরনিবার আগে টেলিটক অ্যাপ ব্যবহার করে টেলিটক অফার দেখার উপায় জেনে নেই।

Teletalk App ব্যাবহার করে টেলিটক অফার দেখার নিয়ম জানু

‌Teletalk App দিয়ে টেলিটক সিমের অফার দেখতে আপনাকে প্রথমেই কয়েকটি বিষয় অবলম্বন করতে হবে আমরা কয়েকটি ধাপের মাধ্যমে আপনাকে অ্যাপস ব্যবহার করে টেলিটকের সকল অফার কিভাবে দেখবেন এবং একসাথে সকল অফার দেখার নিয়ম আপনাকে বলে দিব চলুন তাহলে টেলিটক অ্যাপ ব্যবহার করার নিয়ম জেনে নেই।

টেলিটক অ্যাপ দিয়ে টেলিটক অফার দেখতে হলে প্রথমে আপনাকে টেলিটক অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে আর এজন্য প্রথমেই আপনি প্লে স্টোর থেকে Teletalk App ডাউনলোড করে ইন্সটল করুন।

এবার রেজিস্ট্রেশন অপশন থেকে আপনার টেলিটক নাম্বার চেক করে সঠিক নাম্বারটি বসিয়ে Teletalk registration process বাটনে ক্লিক করলে আপনার ফোনে একটি OTP কোড চলে যাবে এবং সেই ওটিপি কোডটি পরবর্তী ধাপে বসিয়ে দিবেন এবং নিচের দিকে আপনার পছন্দের একটি গোপন পাসওয়ার্ড বসিয়ে Submit বাটনে ক্লিক করলেই আপনার টেলিটক অ্যাপ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।

Teletalk App রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটক অ্যাপস টি লগইন করলেই আপনি অন্যান্য সিমের এপস গুলোর মতোই এটিতেও একই রকম ইন্টার ফেস যেখানে আপনার টেলিটক মিনিট এমবি এবং এসএমএস ব্যালেন্স সহ মেইন ব্যালেন্স সহ দেখতে পাবেন।

আরো পড়ুনঃ রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড

এবার টেলিটক অ্যাপের মাধ্যমে টেলিটক অফার নিতে হলে আপনি যে অফারটি নিতে চান যেমন টেলিটক মিনিট অফার টেলিটক ইন্টারনেট অফার টেলিটক এমবি অফার টেলিটক এসএমএস অফার যেই অফারটি নিতে চান সেই অফারের উপর ক্লিক করে আপনার পছন্দের অফারটি সিলেক্ট করে buy offer এ ক্লিক করলেই পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে আপনার অফারটি চালু হয়ে যাবে।

টেলিটক ইন্টারনেট প্যাকেজ

টেলিটক সিমে প্রতিনিয়তই নিত্য নতুন অফার পাওয়া যায় এবং খুবই কম টাকায় ইন্টারনেট প্যাকেজ কেনা যায় তাই আপনি যদি টেলিটক সিমের ইন্টারনেট প্যাকেজ কিনতে চান তাহলে ইউএসডি কোড বাদ দিয়ে আপনাকে টেলিটক সিমের টেলিটক অ্যাপস ইনস্টল করে টেলিটক অফার অপশন থেকে টেলিটক সিমে যত ইন্টারনেট প্যাকেজ আছে সবগুলো চেক করে কিনতে পারবেন।

তাই আপনি যদি টেলিটক সিমের গ্রাহক হয়ে থাকেন তাহলে টেলিটক অ্যাপ ব্যবহার করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই টেলিটক ইন্টারনেট প্যাকেজ নিতে হলে অবশ্যই আপনাকে টেলিটক অ্যাপস ব্যবহার করতে হবে এবং টেলিটক অফার অপশন থেকে যেকোন টেলিটক ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন।

টেলিটক প্যাকেজ দেখার নিয়ম ২০২৩

টেলিটক সিমের সকল প্যাকেজ দেখতে মোবাইল ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *১১১ বা *111# এবং প্লে স্টোর থেকে Teletalk App ডাউনলোড করে টেলিটক অ্যাকাউন্ট সম্পন্ন করে Teletalk Offer অপশন সিলেক্ট করে সকল টেলিটক প্যাকেজ দেখতে পারবেন একসাথে।

তাই আপনি যদি টেলিটক সিমে ইন্টারনেট প্যাকেজ এবং টেলিটক সিমের মিনিট প্যাকেজ নিতে চান তাহলে টেলিটক অ্যাপ ব্যবহার করায় সবচেয়ে শ্রেয় বলে আমার কাছে মনে হচ্ছে তাই আপনি যদি টেলিটক ইউজার হয়ে থাকেন এখনই টেলিটক অ্যাপস টি ইন্সটল করে নিন এবং আপনার সকল প্যাকেজ দেখে নিন।

টেলিটক অপরাজিতা ৮ টাকায় ১ জিবি কেনার নিয়ম ২০২৩

টেলিটক অপরাজিতা ৮ টাকায় ১ জিবি কেনার নিয়ম ২০২৩

টেলিটক অপরাজিতা সিমের সবচেয়ে জনপ্রিয় অফার হচ্ছে ৮ টাকায় ১ জিবি ইন্টারনেট, আপনি যদি টেলিটক অপরাজিতা ৮ টাকায় ১ জিবি কিনতে চান তাহলে আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে টাইপ করুন *১১১*৮# অথবা *111*8# এই কোডটি ডায়াল করলে পরবর্তী এসএমএসের মাধ্যমে আপনি আট টাকায় ১ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন।

  • ৮ টাকায় ১ জিবি ডায়াল কোড: *১১১*৮# অথবা *111*8#
  • ৮ টাকায় ১ জিবি মূল্য: ৮‌ টাকা
  • ৮ টাকায় ১ জিবি মেয়াদ: ৭ দিন

আরো পড়ুনঃ অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক

টেলিটক অপরাজিতা সিমে ৮ টাকায় এক জিবি ইন্টারনেট এই অফারটি যেকোনো অপরাজিতা সিম গ্রাহক অপরাজিতা সিম কেনার প্রথম তিন মাসের মধ্যে যত খুশি ততবার এই অফারটি গ্রহণ করতে পারবে তাই আপনি যদি একটি অপরাজিতা সিম কিনে থাকেন তাহলে ৮ টাকায় ১ জিবি অফারটি নিতে মোটেও ভুলবেন না এবং উপরের দেওয়া কোড ব্যবহার করে আপনি অপরাজিতা ৮ টাকা ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন।

টেলিটক ইন্টারনেট অফার ২০২৩ 

প্রতিটা সিম কোম্পানি তাদের গ্রাহকদের জন্য স্পেশাল কিছু অফার দিয়ে থাকে আর আপনি হয়তো একজন টেলিটক সিম গ্রাহক তাই টেলিটক স্পেশাল ইন্টারনেট অফার সম্পর্কে জানতে চাচ্ছেন আসলে টেলিটক সিম খুবই কম টাকায় গ্রাহকদের ইন্টারনেট সেবা দিয়ে থাকে তাই মূলত এই সিমটির বেশিরভাগ মানুষ ব্যবহার করে।

আজকের এই আর্টিকেলে আমরা টেলিটকের কয়েকটি ইন্টারনেট অফার দেখে নিব আপনি চাইলে এই অফার গুলোর মধ্যে যেকোন একটি অফার আপনার জন্য নিতে পারেন আর এখানে সবই কম টাকায় বেশি এমবির অফার সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনি চাইলে এখান থেকে যে কোন একটি অফার নিতে পারেন।

টেলিটক ১২৭ টাকায় ৬ জিবি আনলিমিটেড মেয়াদ ইন্টারনেট অফার

আমরা সকলেই জানি খুব সম্প্রতি টেলিটক সহ আরো কয়েকটি মোবাইল কোম্পানি তাদের কয়েকটি প্যাকেজ আনলিমিটেড মেয়াদে দিয়েছে তাই আপনি যদি টেলিটক সিমের আনলিমিটেড মেয়াদের অফার নিতে তাহলে টেলিটক ১২৭ টাকায় ৬ জিবি অফারটি নিতে পারেন এই অফারটি নিতে আপনার ফোনের ডায়াল পার্ট থেকে টাইপ করুন *১১১*১২৭# অথবা *111*127#

  • ১২৭ টাকায় ৬ জিবি ডায়াল কোড *111*127#
  • ১২৭ টাকায় ৬ জিবি মূল্য: ১২৭ টাকা
  • ১২৭ টাকায় ৬ জিবি মেয়াদ: Unlimited

টেলিটক ৩০৯ টাকায় ২৬ জিবি আনলিমিটেড মেয়াদ ইন্টারনেট অফার

টেলিটক সিমের আনলিমিটেড মেয়াদ ইন্টারনেট অফার গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অফার হচ্ছে টেলিটক ৩০৯ টাকায় ২৬ জিবি আনলিমিটেড মেয়াদ এই অফারটি সবচেয়ে বেশি গ্রাহক নিয়ে থাকে এবং এটা খুবই শাশুড়ি অফার কারণ আনলিমিটেড মেয়াদ এইমাত্র 309 টাকায় পেয়ে যাচ্ছেন ২৬ জিবি ইন্টারনেট চলুন এই অফারটি কিভাবে নিবেন সংক্ষেপে জেনে নেই।

  • টেলিটক ৩০৯ টাকায় ২৬ জিবি ডায়াল কোড: *111*309#
  • টেলিটক ৩০৯ টাকায় ২৬ জিবি মূল্য: ৩০৬ টাকা
  • টেলিটক ৩০৯ টাকায় ২৬ জিবি মেয়াদ: Unlimited

টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক

টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক করা খুবই সহজ আপনি যদি আপনার টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনার ফোনের ডায়াল প্যাড গিয়ে টাইপ করুন *১৫২# অথবা *152# এই USSD কোর্ট এর মাধ্যমে টেলিটক ইন্টারনেট ব্যালেন্স, এসএমএস ব্যালেন্স, এবং মিনিট ব্যালেন্স সহ সকল ব্যালেন্স চেক করতে পারবেন।

FAQ

টেলিটক অফার দেখার নিয়ম কি?

খুব সহজেই টেলিটক সিমের অফার দেখা যায় USSD কোড এবং Teletalk App ব্যবহার করে টেলিটক অফার দেখতে পারবেন USSD কোড এর মাধ্যমে টেলিটক অফার দেখতে ডায়াল করুন *১১১# বা *111#

টেলিটক টাকা দেখার উপায় কি?

আপনার টেলিটক সিমের টাকা বা ব্যালেন্স চেক করতে ডায়াল প্যাড থেকে টাইপ করুন *১৫২# অথবা *152# একটি ডায়াল করে আপনি আপনার টেলিটক সিমের টাকা দেখতে পারবেন।

শেষ কথা:

সম্মানিত পাঠক বৃন্দ আমাদের আজকের এই আর্টিকেলে টেলিটক অফার দেখার নিয়ম বিস্তারিতভাবে আলোচনা করেছি একই সাথে টেলিটক ইন্টারনেট প্যাকেজ এবং টেলিটক ব্যালেন্স চেক করার পদ্ধতি সহ আরো কয়েকটি বিষয়ে আলোচনা করা হয়েছে আশা করি আপনি টেলিটক সিমের অফার দেখা সহ সকল বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন।

আপনি যদি টেলিটক সিম সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের টেলিটক সিম রিলেটেড আরও আর্টিকেল রয়েছে সেগুলো করতে পারেন আশা করি সেই বিষয়গুলো আপনার ভালই লাগবে নিত্য নতুন সিম আপডেট কোড পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 1116

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve this post?

Leave a Comment